টেমপ্লেট কি?
টেমপ্লেট হল ধাতব পাতবিশেষ। যার তিনটি বাহু ও আটটি প্রান্ত রয়েছে। এক এক প্রান্ত এক এক ধরনের সুতা কাটতে ব্যবহৃত হয়। |
টেমপ্লেট
|
টেমপ্লেট কেন প্রয়োজন?
যখন নমুনা কাপড় থেকে সুতার ছোট ছোট টুকরা সংগ্রহ করে কাউন্ট বের করার প্রয়োজন হয়, তখন টেমপ্লেটের প্রয়োজন হয়।
টেমপ্লেট কি কাজে লাগে?
টুকরো সুতার কাউন্ট বের করার জন্য বিজলিস ইয়ার্ন ব্যালেন্স এর পাশাপাশি টেমপ্লেট এর প্রয়োজন। টেমপ্লেটের মাপ অনুযায়ী টুকরো সুতাগুলোকে কেটে বিজলিস ইয়ার্ন ব্যালেন্স এর মাধ্যমে সুতার কাউন্ট বের করা হয়।
টেমপ্লেট এর ব্যবহার কি কি?
ইস্পাত, কার্ডবোর্ড, প্লাস্টিক ইত্যাদি তৈরিতে টেমপ্লেট ব্যবহৃত হয়। এছাড়াও ড্রইং এর কাজে ব্যবহৃত বিভিন্ন প্রতীক কিংবা চিহ্ন আড়াআড়িভাবে আঁকার জন্য টেমপ্লেট ব্যবহৃত হয়।
টেমপ্লেটের মাপ?
- ফুল কটন= ৪.৩২ ইঞ্চি
- ১/২ কটন= ২.১৬ ইঞ্চি
- লিনেন= ১.৫৪৩ ইঞ্চি
- উল= ১.৩১৫ ইঞ্চি
- উরস্টেড= ২.৮৮ ইঞ্চি
বিভিন্ন ধরনের টেমপ্লেটের নাম?
বর্তমানে বিভিন্ন ধরনের
টেমপ্লেট বাজারে পাওয়া যায়ঃ- দরজা,জানালা, বৃত্ত, উপবৃত্ত ও বহুভুজ
- বৈদ্যুতিক সাজ সরঞ্জামের বিভিন্ন ধরনের প্রতীক
- বিভিন্ন ধরনের ফন্টের লেটারিং ইত্যাদি।
টেমপ্লেট উন্নয়ন কি?
সাধারণত ডিজাইন তৈরি করার ক্ষেত্রে টেমপ্লেটকে ছবির উপর রেখে খুব দ্রুত ডিজাইন আঁকা যায়। অর্থাৎ যে প্রক্রিয়া অবলম্বন করে টেমপ্লেটকে ছবির উপর রেখে দ্রুত ডিজাইন অঙ্কন করা হয়, তাকে টেমপ্লেট উন্নয়ন বলে।
টেমপ্লেট থেকে কিভাবে চিত্র আঁকা হয়?
টেমপ্লেট এর উপর থেকে চিত্র অঙ্কন করা খুবই সহজ ও কার্যকরী। সর্বপ্রথমে নির্বাচিত ছবিটি টেমপ্লেটের উপর রেখে নিজস্ব চিন্তা ও চেতনার বিকাশ ঘটিয়ে ছবিটিকে আরও সুন্দর ও অর্থ বহুল করা যায়।