ড্রাফটিং প্ল্যান প্রকাশ করার পদ্ধতি

ড্রাফটিং প্ল্যান প্রকাশ করার পদ্ধতি (Methods of indicating Drafting plan) লেখ?

ড্রাফটিং প্ল্যানকে ৩টি পদ্ধতির সাহায্যে প্রকাশ করা হয়ঃ
  • সরলরেখার সাহায্যে (By line)
  • ছক কাগজের সাহায্যে (By graph paper)
  • সংখ্যার সাহায্যে (By number)

সরলরেখার সাহায্যে (By line) কি?

এ পদ্ধতিতে অনুভূমিক রেখাকে ঝাঁক ও উল্লম্ব রেখাকে টানা সুতা নির্দেশ করে৷ ঝাঁপের রেখা ও টানা সুতার রেখার ছেদ বিন্দুই নির্দেশ করে কোর সুতা কোন ঝাঁপে যাবে৷
ড্রাফটিং প্ল্যান
ড্রাফটিং প্ল্যান

ছক কাগজের সাহায্যে (By graph paper) কি?

ছক কাগজে অনুভূমিক খালি ঘরগুলোকে ঝাঁপ ও উল্লম্ব রেখার মধ্যবর্তী খালি ঘরগুলোকে টানা সুতা নির্দেশ করে৷

কাজেই ঝাঁপের ঘরগুলোকে ক্রস চিহ্ন দ্বারা বা ভরাট করে এটাই নির্দেশ করে যে উক্ত টানা সুতাসমূহ উক্ত ঝাঁপে গাঁথা হবে৷ ডিজাইন পেপারে এই পদ্ধতিই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে৷

সংখ্যার সাহায্যে (By number) কি?

সাধারণত উইভ প্লানের নিচে সংখ্যার সাহায্যে ড্রাফটিং প্রকাশ করা হয়৷ সংখ্যাগুলো ঝাঁপের সংখ্যা নির্দেশ করে৷ যে টানা সুতার নিচে যে সংখ্যা থাকবে সেই টানা সুতা সেই ঝাঁপে গাঁথা হবে৷
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post