ডাই এবং ডাইং এর মধ্যে পার্থক্য কি কি?
ডাই এবং ডাইং এর মধ্যে পার্থক্য হলঃ
|
ডাই
|
ডাই
- ডাই হল একটি রাসায়নিক পদার্থ৷
- এর মধ্যে ক্রোমোফোর ও অক্সোক্রোম গ্রুপ বিদ্যমান এবং এটি টেক্সটাইল দ্রব্যকে রং করতে ব্যবহৃত হয়৷
- ডাই সাধারণত দুই ধরনের হয় যেমন পানিতে দ্রবণীয় ও পানিতে অদ্রবণীয়৷
- ডাই হল একটি অসম্পৃক্ত জটিল যৌগ৷
- ডাই এর রং দেয়ার ক্ষমতা দ্রবণীয়তা এবং আকর্ষণ ক্ষমতা থাকতে হবে৷
- ডাই হল ডাইং করার প্রধান উপাদান৷
- ডাই এ কোন নির্দিষ্ট pH তাপমাত্রার বিষয় নেই৷
- ইহা পাউডার বা দানাদার কিংবা পেস্ট আকারে পাওয়া যায়৷
|
ডাইং
|
ডাইং
- ডাইং হল রংকরণ প্রক্রিয়া৷
- ডাইং এর ফলে বস্তুর ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে এবং এ পরিবর্তনের ফলে ডাইড (Dyed) বস্তুর উপর আলো প্রতিফলিত হয়ে রঙিন বস্তু হিসেবে আমাদের চোখে পতিত হয়৷
- ডাইং বিভিন্নভাবে করা যায়৷ যেমন ব্যাচ প্রসেস সেমি কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াস প্রসেস ইত্যাদি৷
- টেক্সটাইল পদার্থের সাথে কোন নির্দিষ্ট শর্তসাপেক্ষে ডাইকে সংযুক্তিকরণই ডাইং৷
- ডাইং এর দ্বারা ডাই এর গুণাগুণলো প্রয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়৷
- ডাইং এর ডাই ছাড়াও অন্যান্য সহযোগী কেমিক্যাল ব্যবহৃত হয়৷
- ডাইং এ নির্দিষ্ট তাপমাত্রা ও pH অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷
- ডাইং এ দ্রব্য এবং লিকারের অনুপাত নির্দিষ্টভাবে বজায় রাখা হয় যা দ্রব্যের আকার ও ধরনের ওপর নির্ভর করে৷