উল ফাইবার গ্রেডিং কি
উল বা পশম গ্রেডিং ও বাছাই করার জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন। কেননা বাছাই বা গ্রেডিং করার জন্য হাতের স্পর্শ ও চোখের দেখার উপরেই নির্ভর করতে হয়।
যদি ভাল ও নিখুঁতভাবে গ্রেডিং করা হয় তাহলে প্রায় ২০ ধরনের বিভিন্ন গ্রেড পাওয়া যায়। প্রতিটি গ্রেডের পশমই ধরন, দৈর্ঘ্য, মসৃণতা, নমনীয়তা ও শক্তির দিক থেকে একে অপরের থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী।
উল ফাইবার গ্রেডিং |
সাধারণত দুটি পদ্ধতিতে উল ফাইবারকে গ্রেডিং করা হয়। একটি আমেরিকান পদ্ধতি ও অপরটি ইংলিশ পদ্ধতি। আমেরিকান পদ্ধতিকে ব্লাড সিস্টেমও বলা হয়।
যেমন উলকে ফাইন ব্লাড এবং তুলনামূলক কম ভাল উলকে হাফ ব্লাড, থ্রী এইটস ব্লাড, কোয়ার্টার ব্লাড, এভাবে নিম্নমানের উলকে ব্রেইড হিসাবে গ্রেড করা হয়েছে।
পদ্ধতিতে সাধারণত নাম্বার বা কাউন্ট পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। যেমনঃ ৮০ এস ও ৭০ এস ভাল মানের উল এবং ৪০ এস ও ৩৬ এস নিম্নমানের উল।
তবে এখানে কাউন্টের সংজ্ঞা এরুপ ৫৬০ গজ সুতার যতগুলো নাম্বার ১ পাউন্ড বিদ্যমান উলের কাউন্ট তত। এ কাউন্টকে উল সিস্টেম বলে।