|
কার্ডিং মেশিন |
ওয়েস্টেজ নিয়ন্ত্রণ করার উপায়?
কার্ডিং বিভাগ ও মেশিনের বিভিন্ন ওয়েস্টেজ নিম্নলিখিত
সাবধানতা অবলম্বন করে নিয়ন্ত্রণ করা সম্ভবঃ- ব্যবহারকৃত কাঁচামালে ট্রাশের পরিমাণ কম থাকলে কার্ডিং মেশিনের ওয়েস্টেজ কম হয়। ব্যবহারকৃত তুলায় ক্ষুদ্র আঁশের পরিমাণ কম থাকলে কার্ড ওয়েস্টেজ ফ্লাট স্ট্রিপ কম হয়। ব্যবহারকৃত তুলার স্ট্যাপল লেংথ এর ভ্যারিয়েশন কম হলে কার্ড ওয়েস্টেজ কম হবে।
- ব্যবহারকৃত তুলার স্ট্যাপল লেংথ এর ভেরিয়েশন কম হলে কার্ড ওয়েস্টেজ কম হবে
- সুপারভিশন জোরদার করে কার্ড ওয়েস্টেজ কমানো সম্ভব।
- সকল শ্রমিক কর্মচারী, কর্মকর্তা সাবধান হলে সুইপিং ওয়েস্টেজ কম হয়।
- কার্ডিং মেশিনের কিছু কিছু সেটিং কমালে কার্ড ওয়েস্টেজ কম হয়।
- কার্ডিং মেশিনের টেন্টার অভিজ্ঞতা হলে ওয়েস্টেজ নিয়ন্ত্রণ করা সম্ভব।
- হিউমিডিফিকেশন নিয়ন্ত্রণ করে ওয়েস্টেজ কমানো সম্ভব।
- অতিরিক্ত উষ্ণতায় ও অতিরিক্ত ঠান্ডায় ওয়েস্টেজ বৃদ্ধি পায়।
- ওয়েস্টেজ লিপিবদ্ধ করে সেই অনুযায়ী কন্ট্রোলের ব্যবস্থা নিলেও ওয়েস্টেজ কিছুটা কমানো সম্ভব হয়।