ট্রিমিংস এর গুণাবলি

ট্রিমিংস এর গুণাবলি (State Trimmings quality) কি কি?

পোশাক তৈরির বিভিন্ন উপাদানের বৈশিষ্ট্যসমূহঃ
  • ইন্টারলাইনিং (Interlining)
  • সেলাই সুতা (Sewing thread)

ইন্টারলাইনিং (Interlining)

ইন্টারলাইনিং বিভিন্ন গুণাগুবিশিষ্ট হতে পারে এবং এর গুণগত মান নির্ভর করে তার মধ্যস্থ আঁশের প্রকারভেদ কাপড়ের গঠন ইন্টারলাইনিং এর পুরুত্ব স্ট্রেচিং এর মাত্রা ও তার মধ্যে কী ধরনের ফিনিশিং করা হয়েছে এ সব বিষয়ের উপর৷ 

ট্রিমিংস
ট্রিমিংস

আবার পোশাকের মূল কাপড়ের সাথে ইন্টারলাইনিং কতখানি নিখুঁতভাবে লাগানো হয়েছে তার উপরও এর গুণগত মান সম্পর্কযুক্ত৷

সেলাই সুতা (Sewing thread)

পোশাক তৈরির জন্য কোন প্রকার সেলাই সুতা ব্যবহার করতে হবে তা নির্ধারণের উপরও পোশাকের মান নির্ভর করে৷ সেলাই সুতার গঠন (Construction) সুতার মধ্যস্থ আঁশের প্রকারভেদে এবং সুতার মধ্যে ব্যবহৃত ফিনিশিং পদার্থ সীমের বাহ্যিক চেহারা এবং গুণাগুণের উপর প্রভাব বিস্ত করে৷ 

নির্দিষ্ট কাপড়ের জন্য নির্দিষ্ট প্রকার সুতা ব্যবহার করতে হয়৷ ভাল সুতা নির্বাচনের জন্য যেসব বিষয় বা গুণাগুণ বিবেচনা করতে হয় তা নিম্নে দেওয়া হলঃ
  • টেনসাইল স্ট্রেংথ (Tensile strugth)
  • টেনাসিটি (Tenacity)
  • লুপ স্ট্রেংথ (Loop strength)
  • লুপ স্ট্রেংথ রেশিও (Loop strength ratio)
  • সর্বনিম্ন লুপ স্ট্রেংথ (Minimum loop strength)
  • ইলংগেশন অ্যাট ব্রেক (Elongation at break)
  • স্ট্রেস/স্ট্রেইন কার্ভ (Stress/strain curve)
  • স্থিতিস্থাপকতা (Elasticity)
  • সংকোচনশীলতা (Shrinkage)
  • ঘর্ষণ প্রতিরোধ (Abrasion resistance)
  • রঙের স্থায়িত্ব (Color fastness) 

টেনসাইল স্ট্রেংথ (Tensile strugth)

সেলাই সুতাকে (sewing thread) টেনে ছিঁড়তে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়৷ তাকে টেনসাইল স্ট্রেংথ বলে৷ এটি সাধারণত গ্রাম কিলোগ্রাম বা পাউন্ডে প্রকাশ করা হয়৷ তাপমাত্রা জলীয়বাষ্প বল প্রয়োগের হার এবং সুতার দৈর্ঘ্যের উপর টেনসাইল স্ট্রেংথ এর সামান্য পার্থক্য হতে পারে৷

টেনাসিটি (Tenacity)

সুতার টেনসাইল স্ট্রেংথকে ঐ সুতার কাউন্ড বা পুরুত্ব দিয়ে ভাগ করলে টেনাসিটি পাওয়া যায়৷ সুতার টেনসাইল স্ট্রেংথ সুতার টেনাসিটি দ্বারা তার একক পুরুত্বের শক্তি নির্দেশ করে৷

লুপ স্ট্রেংথ (Loop strength)

একটি সুতার লুপের মধ্যদিয়ে আর একটি সুতার লুপ তৈরি করে ও দুটি লুপের সমান দৈর্ঘ্য নিয়ে লুপ ব্রেকিং শক্তি নির্ণয় করাকে লুপ স্ট্রেংথ বলে৷

লুপ স্ট্রেংথ রেশিও (Loop strength ratio)

একটি সুতার শক্তির সাথে ঐ সুতার লুপ স্ট্রেংথ এর অনুপাতকে লুপ স্ট্রেংথ রেশিও বলে৷ ঐ রেশিওর সর্বোচ্চ মান ২ হতে পারে৷

সর্বনিম্ন লুপ স্ট্রেংথ (Minimum loop strength)

ধারাবাহিক কতকগুলো লুপের মধ্যে সবচেয়ে কিরূপ হবে তা জানার জন্য সর্বনিম্ন লুপ স্ট্রেংথ ব্যবহার করা হয়৷

ইলংগেশন অ্যাট ব্রেক (Elongation at break)

সুতার উপর বল প্রয়োগ করলে সুতা ছেঁড়ার সময় তার মূল দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু সম্প্রসারিত হয়৷ তাকে ইলংগেশন অ্যাট ব্রেক বলে৷ এটি সাধারণত শতকরা হারে প্রকাশ করা হয়৷ সীমের সম্প্রসারণশীলতার ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ৷

স্ট্রেস/স্ট্রেইন কার্ভ (Stress/strain curve)

সুতার উপর ক্রমবর্ধমান টেনাসিটির বিপরীতে সুতার ইলংগেশনকে অঙ্কন করলে যে কার্ভ পাওয়া যায়৷ তাকে স্ট্রেচ/স্ট্রেইন কার্ভ বলে৷ এক এক প্রকার সুতার এক এক কার্ভ পাওয়া যায়৷

স্থিতিস্থাপকতা (Elasticity)

সুতাকে টানলে লম্বা হয় এবং ছেড়ে দিলে তার মূল দৈর্ঘ্যে ফিরে আসে তাকে স্থিতিস্থাপক (Elastic) বলে৷ আবার কোন কিছু টানলে লম্বা হয়৷ কিন্তু ছেড়ে দিলে তার মূল দৈর্ঘ্য ফিরে না তাকে প্লাস্টিক বলে৷

সংকোচনশীলতা (Shrinkage)

তাপে বা পানি দ্বারা ধুলে একটি সুতা তার মূল দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু সংকুচিত হয় তাকে সংকোচনশীলতা বলে৷ এটিকে শতকরা হারে প্রকাশ করা হয়৷ সেলাই সুতা সংকোচনশীল হলে সীম পাকারের সৃষ্টি করে৷

ঘর্ষণ প্রতিরোধ (Abrasion resistance)

সেলাই সুতার ঘর্ষণজানিত প্রতিরোধক ক্ষমতা তার সেলাইকরণের দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ৷ একটি সুতার সাথে আর একটি সুতার ঘর্ষণ প্রতিরোধক ক্ষমতা এ ক্ষেত্রে বিবেচনা করা হয়৷

রঙের স্থায়িত্ব (Color fastness)

সেলাই সুতার যে রঙের এবং যে শেডের (Shade) নির্বাচন করা হয় তা পোশাকের স্বাভাবিক ব্যবহার কাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে আশা করা হয়৷ পাকা রং (Fast color) বলতে বুঝায় যে এটি ধুলে বা রৌদ্রের তাপে রং উঠে যাবে না বা জ্বলে যাবে না বা সেলাই রেখা বরাবর সুতা হতে কাপড়ে রং লাগবে না৷
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post