স্কেচ কি | স্কেচ বুক কি

স্কেচ
স্কেচ

স্কেচ কি?

যন্ত্রপাতি সাহায্য ছাড়া শুধু পেন্সিল এবং ইরেজার দ্বারা যা অঙ্কন করা হয় তাকে স্কেচ বলে। মূলত যেকোন পোশাক, স্থান, বাড়িঘর ইত্যাদি ডিজাইন যন্ত্রপাতির সাহায্য ছাড়া শুধুমাত্র পেন্সিল এবং এর দ্বারা অঙ্কনকে স্কেচ (Sketch) বলে। অথবা স্কেচ হল স্ট্রাকচার, সম্ভাব্য আকৃতি, যা চোখে আদৌ দৃশ্যমান নয়, তাকে নির্দেশ করে।

স্কেচ বুক কি?

স্কেচ বুক হল এমন একটি বই যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন যন্ত্রপাতি ব্যবহার না করে শুধুমাত্র পেন্সিল এবং ইরেজার দ্বারা মূল বস্তুকে লক্ষ রেখে বা না রেখে নিজের ধারণাসমূহকে আকৃতি প্রদান করা হয়, তাকে স্কেচবুক বলে।

স্কেচ বুক
স্কেচ বুক

অর্থাৎ এটি একটি স্থান, ঘটনা, ধারণা, আকৃতি বা রঙের দৃশ্যমান ডায়েরি। যেকোন চিত্র বা ছবি আঁকার জন্য যে বই বা খাতা ব্যবহার করা হয় এবং বিভিন্ন প্রকার ছবি দেখে চিত্র অঙ্কন করা হয় তাকে স্কেচ বুক বলে। 

স্কেচ বুক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

স্কেচবুক নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করেঃ
  • কোন ধরনের ছবি আঁকতে হবে 
  • কোন বয়সের লোকের ছবি আঁকতে হবে 
  • একটি ছবির স্থায়িত্ব কতদিন হবে 
  • কোন ধরনের রং ব্যবহার করতে হবে
  • কোন ধরনের পেন্সিল ব্যবহার করতে হবে 
অ্যানালাইটিক্যাল ড্রয়িং এর ক্ষেত্রে শুধুমাত্র আঁকার দক্ষতা থাকলেই চলবে না, ধারণা শক্তি থাকতে হবে। পরিশেষে বলা যায় যে, স্কেচ বুক এর মাধ্যমে আমরা মানুষের চিন্তার দৃশ্যমান তথ্যাবলী পেতে পারি।
Next Post Previous Post