সেল্ফ শেড কি

প্রতিটা কালার ডাই দিয়ে শুধুমাত্র যে রেফারেন্স সেড করা হয় তাকে সেল্ফ সেড বলা হয়। যেমনঃ ডাইস্টার এর রেমাজল রেড, ইয়োলো ও নেভি প্রতিটি ডাই কোনটি কোনোটির সাথে মিক্সিং না পৃথকভাবে ডাইং করা হয়। ইহা সাধারণত ল্যাবে করা হয়।
সেল্ফ শেড
সেল্ফ শেড

এর মুল কাজ হল ডাইজ এর সেড ডেপথ, স্ট্রেন্থ ও টোন দেখা। এছাড়াও ওভেন ডাইং এর ক্ষেত্রে প্রতিটা ডাইজ এর ৫ গ্রাম ও ২০ গ্রাম করে সেল্ফ ডাইজ দিয়ে ডাইং করা হয়ে থাকে। আর নীট কাপড়ের জন্য 0.01%, 0.1%, 0.5%, 1%,1.5% ও 2% ডাইজ দিয়ে ডাইং করা হয়।
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post