স্কাওয়ারিং কি | স্কাওয়ারিং এর প্রধান কেমিক্যাল কী
স্কাওরিং কি?
স্কাওরিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ফ্যাব্রিক হতে বিভিন্ন প্রাকৃতিক এবং কৃত্তিম অপদ্রব্যসমূহ যেমনঃ মোম, তেল, আঠা, চর্বি ইত্যাদি উপাদান অপসারণ করা হয়। স্কাওরিং প্রক্রিয়ার মাধ্যমে ফেব্রিকের শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় যা ডাইং এর ক্ষেত্রে চমৎকার ভূমিকা পালন করে।
স্কাওয়ারিং কত প্রকার?
স্কাওয়ারিং দুই ধরনের হয়ঃ- হ্যান্ড স্কাওয়ারিং
- মেশিন স্কাওয়ারিং
স্কাওরিং এর উদ্দেশ্য?
- ফেব্রিকের মধ্যে থাকা প্রাকৃতিক চর্বি, মোম এবং তেলযুক্ত উপাদান দূর করে।
- ফেব্রিকের রাসায়নিক শোষণকে ত্বরান্বিত করে।
- ফেব্রিকের হ্যান্ডেল ক্ষমতা উন্নত করে।
- ফেব্রিকের প্রাকৃতিক রঙ দূর করে।
- তুলার ক্ষেত্রে অসেলুলোজিক পদার্থ অপসারণ করে।
- ফেব্রিকেরসমূহকে পরবর্তী প্রক্রিয়ার জন্য তৈরি করে।
হ্যান্ড স্কাওয়ারিং কি?
কোন প্রকার অটোমেটিক ব্যবস্থা বা মেশিন ছাড়া হাতের সাহায্যে পাত্রে তাপ দিয়ে টেক্সটাইল দ্রব্য থেকে তেল, চর্বি, মোম ইত্যাদি অপদ্রব্য দূর করাকে হ্যান্ড স্কাওয়ারিং বলে।বর্তমানে হ্যান্ডস স্কাওয়ারিং এর চাহিদা নেই বললেই চলে তবে কুটির শিল্পতে মানে যেখানে ছোট আকারে কাপড় বা সুতা স্কাওয়ারিং এর প্রয়োজন হয় সেখানে এই পদ্ধতির দেখা মিলে।
মেশিন স্কাওয়ারিং কি?
বর্তমানে স্কাওয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনেক আধুনিক মেশিন আবিষ্কৃত হয়েছে। এই মেশিনগুলোর সব টেক্সটাইল ফ্যাক্টরী দেখা মিলে। মেশিনে স্কাওয়ারিং প্রক্রিয়া খুব সহজেই সম্পন্ন করা যায়।হ্যান্ড স্কাওয়ারিং এবং মেশিন স্কাওয়ারিং এর মধ্যে পার্থক্য?
হ্যান্ড স্কাওয়ারিং এবং মেশিন স্কাওয়ারিং মধ্যে পার্থক্যঃহ্যান্ড স্কাওয়ারিং
- হ্যান্ড অর্থাৎ হাতের সাহায্যে স্কাওয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
- হ্যান্ড স্কাওয়ারিং ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়।
- হ্যান্ড স্কাওয়ারিং ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়।
- হ্যান্ড স্কাওয়ারিং প্রক্রিয়ায় সাধারণত কটনের জন্য বেশি ব্যবহার করা হয়।
- হ্যান্ড স্কাওয়ারিং দ্বারা স্কাওয়ারিং করলে স্কাওয়ারিং প্রক্রিয়া নিখুঁত হবার সম্ভাবনা কম।
- হ্যান্ড স্কাওয়ারিং এ বেশি সময়ের প্রয়োজন।
- মেশিন স্কাওয়ারিং এর তুলনায় হ্যান্ডস কভারিং প্রক্রিয়া অনেকটা অনিয়ন্ত্রিত থাকে।
- হ্যান্ডি স্কাওয়ারিং প্রক্রিয়া কম খরচে সম্পন্ন করা যায়।
- হ্যান্ড স্কাওয়ারিং বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা কম।
মেশিন স্কাওয়ারিং
- মেশিনের সাহায্যে এই স্কাওয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
- স্কাওয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ অপারেটরের নিয়ন্ত্রণে থাকে।
- বড় আকারের শিল্প প্রতিষ্ঠানে মেশিন স্কাওয়ারিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- স্কাওয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ অপারেটরের নিয়ন্ত্রণে থাকে।
- মেশিন স্কাওয়ারিং কটন ছাড়া অন্য ফাইবারের জন্য ব্যবহার করা হয়।
- মেশিন স্কাওয়ারিং এ স্কাওয়ারিং সম্পূর্ণ নিখুঁত হয়।
- মেশিন স্কাওয়ারিং এ খরচ হ্যান্ড স্কাওয়ারিং এর থেকে তুলনামূলকভাবে বেশি।
- মেশিনে স্কাওয়ারিং এ তাপমাত্রা, সময় ইত্যাদি নিয়ন্ত্রণে কাপড়ের বড় ধরনের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।
- মেশিন স্কাওয়ারিং এ সময় কম লাগে।
স্কাওয়ারিং এর প্রয়োজনীয়তা?
স্কাওয়ারিং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। কারণ যদি টেক্সটাইল দ্রব্যগুলো স্কাওয়ারিং করা না হয় তাহলে টেক্সটাইল দ্রব্য থেকে তেল, চর্বি, মোম ইত্যাদি পরিষ্কার হয় না।তার ফলে কাপড়ের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় না। কাপড়ের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ইত্যাদি পদ্ধতিগুলো করার সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং বলা যায় স্কাওয়ারিং এর প্রয়োজনীয়তা অনেক বেশি।
স্কাওয়ারিং এ ব্যবহৃত কেমিক্যালগুলো কি কি?
- ওয়েটিং এজেন্ট
- অ্যালকালি
- সোডা অ্যাশ
- ডিটারজেন্ট
- সোডিয়াম বাইকার্বনেট
- সফেনিং এজেন্ট
- সাবান
- ওয়েটিং এজেন্ট
ওয়েটিং এজেন্ট কি?
ওয়েটিং এজেন্ট টেক্সটাইল দ্রবণের সারফেস টেনশন কমিয়ে দেয়। সারফেস টেনশন কমায় এবং ফেব্রিকের এবজরবেন্সি বাড়ায় তার ফলে কেমিক্যাল সহজেই টেক্সটাইল দ্রব্যে প্রবেশ করতে পারে।ওয়েটিং এজেন্ট টেক্সটাইল দ্রব্য থেকে তেল, চর্বি দূর করতে অ্যালকালি কে সাহায্য করে।
অ্যালকালি কি?
এই সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্কাওয়ারিং এর মূল উপাদান। সোডিয়াম হাইড্রোক্লোরাইড সাধারনত প্রাকৃতিক অপদ্রব্য দূর করার জন্য ব্যবহার করা হয়। এটি এসিডের সাথে বিক্রিয়া করে সাবান উৎপন্ন করে।এই সাবান পরবর্তীতে ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। মোটকথা অ্যালকালি টেক্সটাইল দ্রব্য থেকে তেল, মোম ইত্যাদি অপদ্রব্য দূর করতে সাহায্য করে।