ফটোইলেক্ট্রিক পদ্ধতি কি

কম্ব সর্টার পদ্ধতিতে ফাইবারের দৈর্ঘ্য পরিমাপ করা অত্যন্ত সময়সাপেক্ষ। ফটোইলেক্ট্রিক পদ্ধতিতে খুব সহজে এবং অল্প সময়ে ফাইবারের স্ট্যাপল দৈর্ঘ্য বের করা যায়।

ক্ষুদ্র ফাইবার বাদ দিয়ে হাতের সাহায্যে তৈরি ফাইবার গুচ্ছের দুই প্রান্তের মধ্যে যে অংশের ঘনত্ব সবচেয়ে বেশি তাকেই স্ট্যাপল দৈর্ঘ্য হিসাবে পরিমাপ করা হয়। 
ফটোইলেক্ট্রিক পদ্ধতি
ফটোইলেক্ট্রিক পদ্ধতি

ফাইবার গুচ্ছকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, তার উভয় প্রান্তে ফাইবারের ঘনত্ব কম এবং যতই গুচ্ছের ভিতরে যাওয়া হবে ততই তার ঘনত্ব বেশি হয়।

এ ঘনত্ব নির্ভর করে গুচ্ছের মধ্যে উপস্থিত ফাইবারের সংখ্যার উপর। ফটোইলেকট্রিক পদ্ধতিতে ফাইবারের এ ঘনত্বের পার্থক্য থেকে ফাইবারের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। 

সঠিকভাবে ফাইবারের গুচ্ছ তৈরি করে যদি উপযুক্ত প্রক্রিয়ায় ঐ গুচ্ছের ভেতর দিয়ে আলো প্রবেশ করানো হয়। 

তাহলে ফাইবারের ঘনত্বের উপর নির্ভর করে ঐ গুচ্ছের ভিতর আলো প্রবেশ করে তাকে আলোকিত করবে যার পরিমানকে ইলেক্ট্রনিক্যালি পরিমাপ করা হয় এবং উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে ঐ পরিমাপকে ফাইবারের দৈর্ঘ্যে রূপান্তর করা হয়। 
Next Post Previous Post