তাঁতের ইংরেজি শব্দ কি | তাঁতের গতি কত প্রকার ও কি কি
তাঁতের ইংরেজি শব্দ কি?
তাঁতের ইংরেজি হল লুম (Loom)।তাঁত |
তাঁত কি?
যে যন্ত্রে দুই বা ততোধিক সারির সুতা লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্থাপন করে বুনন কাজ সম্পন্ন করা হয় তাকে তাঁত বলা হয়।তাঁতের পরিচয়?
তাঁত কিংবা লুম শব্দটি অ্যাংলো সাক্সন শব্দ গ্লোমি হতে উদ্ভুত। যার অর্থ হচ্ছে বয়ন যন্ত্র বা তাঁত।তাঁতের গতি কত প্রকার?
প্রতিটি মেশিনেরই নির্দিষ্ট কিছু গতি থাকে৷ আর এসব সুনির্দিষ্ট গতির কারণে উইভিং মেশিনকে অ্যান্যান্য মেশিন হতে পার্থক্য করা হয়৷ উইন্ডিং মেশিন বা তাঁতের গতি প্রধানত তিন ভাগে বিভক্তঃ- প্রাথমিক গতি
- মাধ্যমিক গতি
- তৃতীয় পর্যায়ের গতি
প্রাথমিক গতি কি?
প্রাথমিক গতি হল যে কোন তাঁতের প্রথম ও প্রধান গতি৷ তাঁতের প্রধান গতি ঝাঁপ তোলা, মাকু মারা ও গাঁতি মারাকে প্রাথমিক গতি বলে৷এটা বুনন কাজের এমন একটি গতি যার অনুপস্থতিতে কাপড় বোনা সম্ভব নয়৷ প্রাথমিক গতিগুলো হলঃ
- ঝাঁপ তোলা
- মাকু মারা বা ছোঁড়া
- গাতি মারা
ঝাঁপ তোলা কি?
এই গতির সাহায্যে টানা সুতাকে উপরে ও নিচে দু'ভাগে ভাগ করে দুটি স্তর সৃষ্টি করা হয় যাতে ঐ স্তর দুটির মধ্যে দিয়ে পড়েন সুতা অথবা পড়েন সুতাসহ মাকু চলাচল করতে পারে৷ টানা সুতার দুস্তরের মধ্যবর্তী ফাঁককে সেড বলে৷সেডিং মোশন সাধারণত টেপেট ডবি ও জ্যাকার্ড লুম এ দেখা যায়৷ শেডিং দুইধরনের হয়ে থাকেঃ
- পজেটিভ শেডিং ও
- নেগেটিভ শেডিং
পজেটিভ শেডিং কি?
যে শেডিং এর সময় ঝাঁপগুলো কোন রকম অতিরিক্ত ম্যাকনিজমের সাহায্য ছাড়াই উপর নিচে উঠানামা করে তাকে পজেটিভ শেডিং বলে৷ এ শেডিং এ টানা সুতা দু'ভাগে ভাগ হয়ে এক ভাগ উপরে উঠে এবং অপর ভাগ নিচে নামে৷নেগেটিভ শেডিং কি?
স্প্রিং ওজন ইত্যাদির সাহায্যে নিচে নামানো হয় তাকে নেগেটিভ শেডিং বলে৷ এই শেডিং এ টানা সুতা দু'ভাগ হয়ে এক ভাগ নিচে হতে উপরে উঠবে নচেৎ উপর হতে নিচে নামবে৷মাকু মারা কি?
ডিজাইন অনুযায়ী টানা সুতার সাহায্যে শেড তৈরি হওয়ার পর মাকু বা অন্য কিছুর সাহায্যে শেড এর মধ্য দিয়ে পড়েন সুতা ফেলা যাওয়ার পদ্ধতিকে পিকিং বলে৷ পিকিং দুই প্রকারঃ- পজিটিভ পিকিং ও
- নেগেটিভ পিকিং
পজেটিভ পিকিং কি?
পিকিং কার্য সম্পাদনের সময় পিকিং আর্ম বা পিকার যে মেকানিজমের মাধ্যমে শেড এর দিকে স্থানান্তরিত হয় যদি একই মেকানিজমের মাধ্যমে পূর্বাবস্থায় ফিরে আসে তাকে পজেটিভ পিকিং বলে৷নেগেটিভ পিকিং কি?
পিকিং আর্ম পিকার যে মেকানিজমের সাহায্যে শেড এর দিকে ধাবিত হয় যদি অন্য কোন পদ্ধতি যেমন স্প্রিং এর সাহায্যে পূর্বাবস্থায় ফিরে আসে তাকে নেগেটিভ পিকিং বলে৷গাতিমারা কি?
শেড এর মধ্যে পড়েন সুতা ফেলে রাখার সঙ্গে সঙ্গে শানার সাহায্যে ধাক্কা দিয়ে ফেলা অব দি ক্লথ এর সাথে মিশিয়ে ফেলাকে গাতিমারা বলে৷কাপড় বনুনের শেষ দিয়ে ফেলা অব ক্লথ এর সাথে মিশিয়ে ফেলাকে গাতিমারা বলে৷ কাপড় বনুনের শেষ প্রান্তকে ফেলা অব ক্লথ বলে গাতিমারা দুই প্রকারঃ
- একাবার গাতিমারা
- দুইবার গাতিমারা
একবার গাতি মারা কি?
মাকু এক বাক্স হতে অন্য বাক্সে যাওয়ার পর যদি একবার বীট আপ হয় তবে তাকে সিঙ্গেল বীট আপ বা একবার গাতি মারা বলে৷দুইবার গাতি মারা কি?
মাকু এক বাক্স হতে অন্য বাক্সে যাওয়ার পর যদি দ'বার বীট আপ হয় তবে তাকে দূ'বার গাতি মারা বা double beat up বলে৷মাধ্যমিক গতি কি?
প্রাথমিক গতির পরই গুরুত্বপূর্ণ গতি হল মাধ্যমিক গতি৷ ধরাবাহিক ও নিয়মতান্ত্রিকভাবে একটি কাপড় তৈরিতে এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ৷ কাপড় জড়ানো ও টানা ছাড়ানো এই দুই গতিকে মাধ্যমিক গতি বলে৷ধারাবাহিক ও নিয়মিতভাবে একটি কাপড় তৈরিতে এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ৷ এই মাধ্যমিক গতি আবার দু'ভাগে বিভক্তঃ
- কাপড় জড়ানো গতি ও
- টানা সুতা ছড়ানো গতি
কাপড় জড়ানো গতি কি?
কাপড়ে বুনানোর পর যে গতির সাহায্যে তাঁতের ক্লথ বীমে সুষম গতিতে জড়ানো হয় তাকে কাপড়ে জড়ানো গতি বলে৷ এই গতি আবার দুই প্রকারঃ- পজেটিভ টেক আপ মোশন
- নেগেটিভ টেক আপ মোশন
পজেটিভ টেক আপ মোশন কি?
যে টেক আপ মোশনের জন্য কাপড়ের প্রতিটি পড়েন সুতার মাঝে একটি নির্দিষ্ট ব্যবধান থাকে এবং প্রতি ইঞ্চিতে পড়েন সংখ্যার সমান হয় তাকে পজেটিভ টেক আপ মোশন বলে৷আর এই মোশন অনেকগুলো হুইল ও পিনিয়ন এর সমন্বয়ে গঠিত৷ এতে take up toller ধনাত্মকভাবে উপযুক্ত train of wheels বা অন্য কোন যান্ত্রিক উপায়ে চালিত হয় যাতে কাপড় প্রতি একক দৈর্ঘ্য নির্দিষ্ট সংখ্যক পড়েন সংখ্যা নিশ্চিত হওয়া যায়। সাধারণত পজেটিভ take up দুই শ্রেণিরঃ
- Intermittent take up motion ও
- Continuous take up motion
এটা ছাড়াও অন্য প্রকারের take up motion যেমনঃ Vernier take up motion প্রভৃতি৷ ৫ চাকা, ৬ চাকা ও ৭ চাকা বিশিষ্ট টেক আপ মোশন আমাদের পরিচিত৷ মোটা কাপড়ে ৫ চাকা ও মিহি কাপড়ের জন্য ৭ চাকা বিশিষ্ট মোশন ব্যবহৃত হয়৷
নেগেটিভ টেক আপ মোশন কি?
এই গতির ফলে শানা কাপড়কে ঢিলা করে দেয়৷ যখন beat up হয় তখন শানা কাপড়কে ধাক্কা দেওয়ার ফলে কাপড় ঢিলা হয়৷ এই এই অবস্থা ওজন লিভার পল ও রেচেট হুইল কাপড়কে ক্লথ রোলারে জড়ায়৷অধিকাংশ নেগেটিভ টেক আপ মোশনে পরিবর্তনশীল চাকার প্রয়োজন হয় না৷ যে টেকআপ মোশনে প্রতিটি পড়েন সুতার মধ্যে সাধারণত নির্দিষ্ট ব্যবধান থাকে না এবং প্রতি ইঞ্চিতে পড়েন এর সংখ্যা অসমান হয় তাকে নেগেটিভ টেক আপ মোশন বলে৷
কিছু নেগেটিভ মোশন টানা সুতার টান সহযোগ কাজ করে৷ পক্ষান্তরে অন্যগুলো এর সাথে কাজ করে৷ মোটা পড়েন সুতার ক্ষেত্রে অথবা যেখানে পড়েন সুতার ব্যাস অনিয়মিত অথবা প্রতি একক স্থানে পিক সংখ্যা অসমান এরূপ ক্ষেত্রে নেগেটিভ টেক আপ মোশন ব্যবহৃত হয়৷
টানা সুতা ছাড়ানো গতি কি?
যে মোশনের স্যাহায্যে টানা বীম হতে প্রয়োজনীয় সুতকে একটি নির্দিষ্ট হারে উইভিং এরিয়াতে ছেড়ে দেয়া হয় যার ফলে টানা সুতা ও কাপড়ের মধ্যে একটি সমটান বজায় রাখা হয় তাকে টানা সুতা ছাড়ান গতি বালে৷ লেট অব মোশন তিন প্রকারঃ- পজেটিভ লেট অপ মোশন
- সেমি পজেটিভ লেট অফ মোশন
- নেগেটিভ লেট অফ মোশন
তৃতীয় পর্যায়ের গতি কি?
তাঁতের প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের গতি ছাড়াও আর এক ধরনের গতি দেখা যায় যা তৃতীয় পর্যায়ের গতি নামে পরিচিত৷ প্রকৃতপক্ষে তৃতীয় পর্যায়ের গতি হল প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের গতির সমন্বিত রূপ৷কাঙ্ক্ষিত মানসম্পন্ন কাপড় তৈরির জন্য প্রাথমিক ও মাধ্যমিক গতি ব্যতিত অতিরিক্ত যে সমস্ত গতির প্রয়োজন ইহাদেরকে তৃতীয় পর্যায়ের গতি বলে৷ এ সমস্ত গতি পাওয়ার লুম ও আধুনিক তাঁত সংযোজন করা হয় ৷
যেমন ওয়ার্প স্টপ মোশন ওয়েক্ট স্টপ মোশন ব্রেক মোশন ওয়ার্পপ্রোটেকটর মোশন টেম্পল মোশন ওয়েক্ট মিক্সিং মোশন ইত্যাদি৷ এ গতি বিভিন্ন প্রকারের হয়ে থাকে৷
যেমনঃ ওয়ার্প স্টপ মোশন, ওয়েফট স্টপ মোশন, ব্রেক মোশন, ওয়ার্প প্রোটেকটর মোশন, টেম্পল মোশন, ওয়েফট মিক্সিং মোশন ইত্যাদি৷
তাঁতের বিভিন্ন তৃতীয় পর্যায়ের গতির তালিকা?
তাঁতে বিভিন্ন তৃতীয় পর্যায়ের গতিগুলো হলঃ
- ব্রেক মোশন
- ফিলার মোশন
ওয়ার্প প্রোটেকটর মোশন
- লুজ রীড মোশন
- ফাস্ট রীড মোশন
ওয়ার্প স্টপ মোশন
- বৈদ্যুতিক ওয়াঅপ স্টপ মোশন
- যান্ত্রিক ওয়ার্প স্টপ মোশন
ওয়েফট স্টপ মোশন
- পার্শ্ব ওয়েফট স্টপ
ওয়েফট মিক্সিং মোশন
- পার্ন পরিবর্তন মোশন
- সার্কুলার বক্স মোশন
- মাকু পরিবর্তন মোশন
- ড্রপ বক্স মোশন