নিটিং মেশিনের বিভিন্ন পার্টস এর ধারণা

নিটিং কাকে বলে?

যে প্রক্রিয়ায় মেশিন বা হাত দ্বারা এক ধরনের বিশেষ নিডেল ব্যবহার করে বিশেষ ধরনের লুপ তৈরি করে উক্ত লুপগুলোকে পরস্পরের সাথে লম্বালম্বি বা সমান্তরাল ভাবে সংযোজিত করে ফেব্রিক তৈরি করা হয় তাকে নিটিং বলে।
নিটিং মেশিনের বিভিন্ন পার্টস
নিটিং মেশিনের বিভিন্ন পার্টস


নিটিং কি?

নিটিং বলতে সুতার ইন্টারলেসমেন্ট এর মাধ্যমে লুপ তৈরি করে ফেব্রিক বুনাকে করাকে বুঝায়। 

নিটিং এর গুরুত্বপুর্ণ টার্মগুলো?

নিচে নিটিং এর গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করা হলোঃ

কোর্স কি?

নিটেট ফেব্রিকের যে সমস্ত লুপ প্রস্থ বরাবর রান করে তাকে কোর্স বলে।

ওয়েলস কি?

নিটেট ফেব্রিকের যে সমস্ত লুপ দৈর্ঘ্য  বরাবর রান করে তাকে ওয়েলস বলে।

লুপ কি?

লুপ মানে হল ফাঁস অর্থাৎ যে শাখা ঘুরে ফিরে প্রধান শাখার সাথে মিলিত হয়, তাকে লুপ বলে।

ওপেন লুপ কি?

যে লুপ একই সুতার লুপের মধ্যে প্রবেশ করে এবং বিনা ক্রসিং এ বিপরীত পাশ দিয়ে বের হয় তাকে ওপেন লুপ বলে।

ক্লোজ লুপ কি?

যে লুপে একই সুতা লুপের মধ্যে প্রবেশ করে এবং একে অপরকে ক্রস করে তাকে ক্লোজ লুপ বলে।

নিডেল লুপ কি?

নিডেল লুপ হল লুপের উপরের চাপ বা বক্র অংশ এবং দুই পার্শ্ব এর মোট যোগফলকে নিডেল লুপ বলে।

সিংকার লুপ কি?

দুইটি পাশাপাশি নিডেল লুপের মধ্যে সংযোগকারী সুতাকে সিংকার লুপ বলে।

স্টিচ কি?

একটি লুপ বা প্যাঁচের ভিতর দিয়ে যদি পরের লুপ বা প্যাচঁটি প্রবেশ করে তাকে স্টিচ বলে। অর্থাৎ এক বা একাধিক লুপের মধ্য দিয়ে অন্য লুপকে প্রবেশ করে বাধঁন সৃষ্টি করাকে স্টিচ বলে।

ফেস স্টিচ কি?

যে স্টিচ ফেব্রিক বা কাপড়ের টেকনিক্যাল ফেস সাইডের দিকে ইন্টারমেসড অবস্থায় থাকে যার শুধু নিম্নাংশ দেখা যায় এবং যা পূর্ববর্তী কোর্সে গঠিত একই ওয়েলের স্টিচের উপরের চাপে অবস্থান করে থাকে তাকে ফেস স্টিচ বলা হয়।

ব্যাক স্টিচ কি?

যে স্টিচ ফেব্রিকের ব্যাক সাইডের দিকে ইন্টারমেসড অবস্থায় থাকে যার উপরের চাপ এবং চিচের চাপ দেখা যায় এবং যা পূর্ববর্তী কোর্সে গঠিত স্টিচের নিম্নাংশের নিচে অবস্থান করে তাকে ব্যাক স্টিচ বলে। এছাড়া একে রিভার্স স্টিচ বা পার্ল স্টিচ ও বলা হয়।

স্টিচ লেন্থ কি? 

একটি স্টিচ তৈরি করতে যে পরিমান দৈর্ঘ্যের ইয়ার্নের প্রয়োজন হয় তাকে স্টিচ লেন্থ বলে। ওয়ার্প নিটিং ফেব্রিকে ওভার লেপ ও আন্ডার লেপের দৈর্ঘ্যের সমান হয়। 

স্টিচ লেন্থ যত বেশি হবে ফেব্রিকের জি এস এম ততো বাড়বে আর স্টিচ লেন্থ যত কম হবে ফেব্রিকের জি এস এম তত কমবে।

কিউর কি? 

নিটিং পোশাকে বৃত্রাকারে প্যাচানোর প্রবণতা কে কিউর বলে। ইহা প্লেন নিটেড ফেব্রিকে হয়ে থাকে।

স্টিচ ঘনত্ব কি? 

প্রতি বর্গ ইঞ্জি বা বর্গ সেন্টিমিটারে ওয়েলস ও কোর্সের গুণফলকে স্টিচ ঘনত্ব বলে।

লুপ লেন্থ কি? 

লুপ লেন্থ ওয়েফট নীট স্টাকচারের প্রধান একক। ইহার দৈর্ঘ্য ও আকার ফেব্রিকের ডাইমেনশন নির্ণয় করে।

নিডেল গেইজ কি?

নিডেল বেড এর প্রতি ইঞ্জিতে যতগুলো নিডেল গর্ত থাকে তাকে নিডেল গেইজ বলে। নিডেল গেইজ যত বেশি হবে নিডেল তত চিকন হবে, ফলে স্টিচ লেন্থ বেশি হবে। যার কারণে ফেব্রিকের জি এস এম বাড়বে। 

নিডেল গেইজ যত কম হবে নিডেল তত মোটা হবে, ফলে স্টিচ লেন্থ কম হবে যার কারণে ফেব্রিকের জি এস এম কমবে।

স্টেম কি?

ল্যাচ নিডেলের বাট ও ল্যাচ এর মর্ধ্যবর্তী অংশকে স্টেম বলে।

নিটিং মেশিনের গুরুত্বপূর্ণ কিছু পার্টসঃ

ক্যাম কি?

ক্যাম হল নিটিং মেশিনের অত্যাবশ্যকীয় অংশ। এর কাজ হল লুপ তৈরির সময় নিডেলকে উপরে ও নীচে উঠানামা করানো। ক্যামে সাধারনত দুই ভাবে এই কাজ সম্পন্ন করা হয়।

এক পদ্ধতিতে ক্যাম ফিক্সড থাকে এবং নিডেল মোভ করে এবং অপর পদ্ধতিতে নিডেল ফিক্সড থাকে এবং ক্যাম মোভ করে। প্রয়োজন অনুসারে ক্যাম বিভিন্ন আকৃতির হয়ে থাকে। যেমনঃ পিরামিড আকৃতির এবং অর্ধবৃত্রাকার আকৃতির।

সিংকার কি?

সিংকার নিটিং মেশিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা লুপ তৈরিতে সাহায্য করে। যখন একটি পূর্ণ লুপ নিডেলের স্টেমে অবস্থান করে তখন সিংকার নিডেলকে চাপ দিয়ে রাখে। যাতে নড়াচড়া করতে না পারে। 

তাছাড়া ইহা নতুন গঠিত লুপকে ধরে রাখে এবং তৈরি ফেব্রিককে সাপোর্ট দিয়ে রাখে। সিংকার নিডেলের বেল্টকে নড়াচড়া করতে সাহায্য করে।

নিডেল কি?

নিডেল হলো লোহার তৈরি হুক যুক্ত মেটাল পার্টস। আর নিডেল নিটিং মেশিনে লুপ তৈরতে ব্যবহৃত হয়। নিটিং মেশিনের প্রধান উপাদান হল নিডেল।

নিডেলের কাজ হল সুতাকে হুকের সাহায্যে টেনে লুপ গঠন করা। কোন একটি লুপ গঠনের পর যখন নিডেলে নীচের দিক ছেডে দেওয়া হয় তখন পূর্বের লুপের সাথে এই লুপটির ইন্টারলেছমেন্ট ঘটে।

সিলিন্ডার কি?

সিলিন্ডারের বাইরের দেয়ালে কত গুলো ট্রিক কাটা থাকে যার মধ্যে নিডেল থাকে। নিডেল ট্রিকে অবস্থান করে উপরে নীচে উঠানামা করে।

গাইড কি?

গাইডের ছিদ্রের মধ্য দিয়ে সুতাকে টানা হয়।

প্রেসার সহায়ক যন্ত্র কি?

বিয়েরডেড নিডেল লুপ তৈরির সময় নিডেলের বিয়েরডেড অংশকে বন্ধ করার জন্য বাহ্যিক সহায়ক যন্ত্রাংশ হিসেবে প্রেসার ব্যবহার করা হয়।

ডয়েল কি?

ডয়েল অনুভূমিকভাবে নিডেলে লাগানো থাকে, শুধুমাত্র ডাবল জার্সি ফেব্রিক তৈরিতে ডয়েল ব্যবহার করা হয়।

ক্রিল স্ট্যান্ড কি?

ক্রিল স্ট্যান্ডে ক্রিল লাগানো থাকে।

ক্রিল কি?

ক্রিলের মধ্যে সুতার কোন লাগানো থাকে।

হুইল কি?

সুতাকে হুইল সঠিক টেনশন দেয়। হুইল না থাকলে সুতা ছিড়ে যেতে পারে।

ভি ডি কিউ পুলি কি?

ভি ডি কিউ পুলি এর পূর্ণরুপ হচ্ছে ভেরিএবল ডায়ামিটার আডজাস্টমেন্ট কোয়ালিটি পুলি। এর মাধ্যমে স্টিচ লেন্থ কন্ট্রোল করা হয়। স্টিচ লেন্থ কন্ট্রোল করার মাধ্যমে নিটেড ফেব্রিকের জি এস এম বাড়ানো বা কমানো যায়।

ক্লথ রোলার কি?

ক্লথ রোলারের তৈরিকৃত নিটেড ফেব্রিক জড়ানো থাকে এবং এখান থেকে ফেব্রিক ডেলিভারি করা হয়।

ফিডার কি?

নিডেলের সুতা ধরিয়ে দেয় ফিডার।

ইয়ার্ন ক্যারিয়ার পাইপ কি?

ইয়ার্ন ক্যারিয়ার পাইপ এর মধ্য দিয়ে ইয়ার্ন হুইলে যায়।

ক্যাম বক্স কি?

ক্যাম বক্সের মধ্যে দিয়ে ক্যাম সেট করা হয়।

টেক আপ রোলার কি?

টেকআপ রোলার ফেব্রিককে টেনে ক্লথ রোলারে নিয়ে যায়।
Next Post Previous Post