নিটিং কাকে বলে | নিটিং কত প্রকার ও কি
উইভিং (Weaving), নিটিং (Knitting), নন ওভেন/ফেলটিং (Non- woven) ইত্যাদি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর তিনটি পদ্ধতি। দুই সারি সুতার (টানা ও পড়েনের) ইন্টারলেসমেন্টের মাধ্যমে কাপড় তৈরির প্রক্রিয়াকে উইভিং বলে৷
নিটিং |
উইভিং এ টানা ও পড়েন সুতা পরস্পর সমকোণী বন্ধনে আবদ্ধ থাকে৷ উইভিং প্রক্রিয়া যে মেশিনে করা হয় তা তাঁত (Loom) নামে পরিচিত৷ অপরদিকে নিটিং এক সারি সুতার লুপ তৈরির মাধ্যমে কাপড় তৈরির বিশেষ কৌশল৷
যেখানে শুধুমাত্র একসারি সুতা ব্যবহৃত হয়৷ নিটিং প্রক্রিয়া যে মেশিনে করা হয় তা নিটিং মেশিন নামে পরিচিত৷ মেয়েদের আন্ডার গার্মেন্টস, ছেলেদের গেঞ্জি, টি-শার্ট, সোয়েটার, মাফলার, মোজা নিটিং এ তৈরি কাপড়ের উদাহরণ৷
নিটিং কাকে (Definition of knitting) বলে?
যে প্রক্রিয়ায় নিডেলের সাহায্যে লুপ গঠন করে এবং তৈরি লুপ পরস্পরের সাথে সমান্তরাল বা লম্বালম্বি সংযোজিত করে কাপড় তৈরি করা হয় তাকে নিটিং বলে৷নিটিং কত প্রকার (Classification of knitting) ও কি কি?
- ওয়ার্প নিটিং (Warp knitting)
- ওয়েফট নিটিং (Weft Knitting)
ওয়ার্প নিটিং (Warp knitting) কি?
যে নিটিং প্রক্রিয়ায় কাপড়ের দৈর্ঘ্য বরাবর উল্লম্বভাবে (Vertically) লুপসমূহ তৈরি হয় তাকে ওয়ার্প নিটিং (Warp knitting) বলে৷Types of Warp knitting?
- Tricot
- Raschel Knit
- Milanese Knit
- Needles Shift
- Stitch-bonding
ওয়েফট নিটিং (Weft Knitting) কি?
যে নিটিং প্রক্রিয়ায় কাপড়ের প্রস্থ বরাবর আনুভূমিকভাবে (Horizontaly) লুপসমূহ তৈরি হয় তাকে ওয়েফট নিটিং (Weft Knitting) বলে৷Types of weft knitting?
- Plain knit
- Purl Knit
- Rib Knit
- Interlock Knit
কোর্স কি?
যে সব লুপ কাপড়ের প্রস্থ বরাবর চলে (Run করে) তাদেরকে কোর্স বলে৷ এ লুপগুলো কাপড়ের আনুভূমিকভাবে অবস্থান করে৷ওয়েলস কি?
যে সব লুপ কাপড়ের দৈর্ঘ্য বরাবর চলে (Run করে) তাদেরকে ওয়েলস বলে৷ এ লুপগুলো কাপড়ের লম্বভাবে অবস্থান করে৷নিডেল কি?
নিডেল নিটিং মেশিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ৷ এটি লুপ গঠনে মূল ভূমিকা পালন করে৷ নিডেল হুকযুক্ত মেটাল পার্টস (স্টিলের তৈরি)৷ নিটিং মেশিনে সাধারণত তিন ধরনের নিডেল ব্যবহৃত হয়ঃ- ল্যাচ নিডেল (Latch Needle)
- বিয়ার্ডেড নিডেল (Bearded Needle)
- কম্পাউন্ড নিডেল (Compound Needle)
ল্যাচ নিডেল (Latch Needle) কি?
ল্যাচ নিডেল বহুল জনপ্রিয় একটি নিডেল৷ অধিকাংশ ক্ষেত্রে নিট কাপড় তৈরিতে ল্যাচ নিডেল ব্যবহৃত হয়৷ল্যাচ নিডেলের প্রধান অংশ নিম্নে চিত্রিত হলঃ
A-হুক (Hook)
নিডেলের একেবারে শেষে বাঁকানো অংশকে হুক বলে৷
B-বাট (Butt)
ক্যাম এর মাধ্যমে মুভমেন্টের জন্য নিডেলের নিচের বাঁকানো অংশকে বাট বলে৷
C-টেইল (Tail)
নিডেলের শেষ অংশকে টেইল বলে৷ টেইল নিডেলকে ট্রাকে দৃঢ় অবস্থানে রাখে৷
D-ল্যাচ (Latch)
ল্যাচ নিডেলের একটি গুরুত্বপূর্ণ অংশ৷ এটি হুকের মুখ খোলা এবং বন্ধ করার কাজে ব্যবহৃত হয় এবং লুপ গঠন করে৷
E-স্টেম (Stem)
বাট থেকে হুক পর্যন্ত অংশকে স্টেম বলে৷ লুপ তৈরির পর লুপটি স্টেমে চলে আসে৷
ওয়ার্প নিটিং ও ওয়েফট নিটিং এর মধ্যে পার্থক্য?
ওয়ার্প নিটিং ওয়েফট নিটিং এর পার্থক্যসমূহ নিম্নরূপঃওয়ার্প নিটিং
- কাপড়ের দৈর্ঘ্য বরাবর টানা সুতার মাধ্যমে লুপ তৈরি করে কাপড় তৈরি করা হয়৷
- প্রত্যেকটি নিডেলের জন্য ১টি কনে সুতার প্রয়োজন৷
- যে কোন ধরনের ডিজাইন সহজে করা যায় না৷
- ওয়ার্প নিটিং এ তুলনামূলক মোটা কাপড় তৈরি হয়৷
- টানা সুতাকে বিম থেকে সরবরাহ করা হয়৷
- কাপড়ের দৈর্ঘ্য বরাবর ইলস্টিক হয়৷
- তুলনামূলক উৎপাদন বেশি৷
- তুলনামূলক সংকোচন কম হয়৷
- প্রি প্রসেস তুলনামূলক ব্যয়সাপেক্ষ৷
- সকল প্রকার নিডেল ব্যবহার করে কাপড় প্রস্তুত করা যায়৷
ওয়েফট নিটিং
- কাপড়ের প্রস্থ বরাবর পড়েন সুতা দ্বারা লুপ তৈরির মাধ্যমে কাপড় তৈরি করা হয়৷
- প্রতিটি সুতার জন্য একাধিক নিডেলের প্রযোজন৷
- যে কোন ডিজাইন সহজে করা সম্ভব৷
- ওয়েফট নিটিং এ তুলনামূলক সূক্ষ্ম কাপড় তৈরি হয়৷
- পড়েন সুতাসমূহ কৌন থেকে সরবরাহ করা হয়৷
- কাপড়ের প্রস্থ বরাবর ইলাস্টিক হয়৷
- তুলনামূলক উৎপাদন কম৷
- সংকোচন সাধারণত বেশি হয়৷
- প্রি প্রসেস তুলনামূলক কম ব্যয়সাপেক্ষ৷
- ল্যাচ ও বিয়োর্ডেড নিডেল ব্যবহার করা হয়৷
উইভিং এবং নিটিং এর পার্থক্য?
উইভিং ও নিটিং এর পার্থক্যসমূহ নিম্নরূপঃনিটিং
- নিডেল এর সাহায্যে লুপ তৈরি করে কাপড় বোনা হয়৷
- নিটড ফ্যাব্রিক এর বোনার কারণে কোন ভাঁজ পড়ে না৷
- নিটিড কাপড় দ্বারা বডি শেপের পোশাক তৈরি করা যায়৷
- নিটিং মেশিনসমূহের উৎপাদন তুলনামূলক বেশি৷
- নিটিং ইন্ডাস্ট্রিতে সুতার অপচয় তুলনামূলক কম হয়৷
- নিটেড ফ্যাব্রিককে আয়রনিং বা ইস্ত্রি করার প্রয়োজন হয় না বললেই চলে৷
- খুব অল্প স্থানে নিটিং মেশিন বসানো ও উৎপাদন দেয়া সম্ভব৷
- নিটিং এ তুলনামূলক উৎপাদন খরচ কম৷
- নিটিং এ তৈরি কাপড় তুলনামূলক নরম হয়৷
- নিটিং কাপড়ে স্ট্রেস ও স্ট্রেইন (Stress and strain) বেশি৷
উইভিং
- দুই সেট সুতার পরস্পর সমকোণে ইন্টারলেসমেন্ট এর মাধ্যমে কাপড় বোনা হয়৷
- ওভেন কাপড়ে ভাঁজ পড়ে৷
- ওভেন কাপড় দ্বারা বডি শেপের পোশাক তৈরি করা যায় না৷
- তাঁতে উৎপাদন তুলনামূলক কম৷
- উইভিং ইন্ডাস্ট্রিতে সুতার অপচয় তুলনামূলক বেশি হয়৷
- ওভেন কাপড়কে আয়রনিং করতে করতে হয়৷
- তুলনামূলক উৎপাদন খরচ বেশি৷
- যদিও তাঁত বসাতে অল্প স্থান প্রয়োজন কিন্তু প্রি- প্রসেস কারণে স্পেস (Space) বেশি লাগে৷
- উইভিং তৈরি কাপড় তুলনামূলক শক্ত হয়৷
- ওভেন কাপড়ে তুলনামূলক স্ট্রেস ও স্ট্রেইন কম৷
নিটিং মেশিনারির তালিকা (List of knitting machiery)
ওয়ার্প নিটিং মেশিনের তালিকা নিম্নরূপঃ- র্যাচেল নিটিং মেশিন৷
- ট্রাইকট নিটিং মেশিন৷
- সিঙ্গেল নিডেল বার নিটিং মেশিন
- ডাবল নিডেল বার নিটিং মেশিন
ওয়েফট নিটিং মেশিনসমূহ?
- ফ্লাটবার নিটিং মেশিন
- স্ট্রেইট বার নিটিং মেশিন
- সার্কুলার নিটিং মেশিন
ফ্লাটবার ওয়েফট নিটিং মেশিনসমূহ?
(ক) সিঙ্গেল বেড নিটিং মেশিন(খ) ডাবল বেড নিটিং মেশিন
ভি- বেড, পার্ল মেশিন
স্ট্রেইট বার ওয়েফট নিটিং মেশিনসমূহ?
(ক) ডাবল বেড নিটিং মেশিন(খ) সিঙ্গেল বেড নিটিং মেশিন
সিঙ্গেল হুইল, লুপ হুইল, প্লেইন হুইল৷
সার্কুলার ওয়েফট নিটিং মেশিনসমূহ?
- সিঙ্গেল বেড নিটিং মেশিন
- ডাবল বেড নিটিং মেশিন
নিট কাপড়ের তালিকা?
Weft knits
- Single knits
- Single jersey
- Lacoste
- Doule knits
- Rib knit
- Purl knit
- Interlock knit
- Cable Fabric
- Brid's Eye
- Cardigans
- Milano Ribs
- Pointelle
Warp Knits
- Tricot
- Raschel
- Specialized weft knits
- Intarsia
- Jacquard jerseys
- Knitted terry
- Fleece
- French terry
- Knitted velour
- Sliver knit