নিটিং গেজ কি | কাউন্ট এর সাথে গেজ এর সম্পর্ক

 নিটিং গেজ কি?

সিলিন্ডারের প্রতিটি গর্তে একটি করে নিডেল বসানো থাকে। প্রতি ইঞ্চিতে যতগুলো নিডেলের গর্ত থাকে, তাকে গেজ বলে।
নিটিং গেজ
নিটিং গেজ

নিটিং গেজ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন?

  • Circular knitting m/c এর সাধারণ gauge হলঃ (16-28)।
  • Flat bed k. m/c এর gauge হলঃ (5-12)।
  • সাধারণত gauge কে প্রকাশ করা হয় G/E দ্বারা প্রকাশ করা হয়।
  • gauge এর মান বাড়লে GSM বাড়বে 
  • যে K. m/c এর gauge বেশী সে m/c এ চিকন সুতা ব্যবহার করা হয়।

কাউন্ট এর সাথে গেজ এর সম্পর্ক?

  • ২০ Ne কাউন্ট এর জন্য গেজ হবেঃ ১৮/২০ Gauge
  • ৩০ Ne কাউন্ট এর জন্য গেজ হবেঃ ২৪ Gauge
  • 8০ Ne কাউন্ট এর জন্য গেজ হবেঃ ২৮ Gauge
মোট কথায় কাউন্ট বাড়ার সঙ্গে সঙ্গে গেজ ও বাড়তে থাকবে।
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post