ফেব্রিক কাটিং বা কাপড় কাটা কি | কাপড় কাটার উদ্দেশ্য

ফেব্রিক কাটিং বা কাপড় কাটা এর (Define of fabric cutting) কি?

পোশাকশিল্পে কাটিং টেবিলের উপর রক্ষিত কাপড়ের লে বা স্প্রেড (Lay or spread) হতে মার্কারের মধ্যস্থ পোশাকের প্যাটার্নসমূহের চিত্র অনুযায়ী সঠিক সূক্ষ্ম ও সুন্দরভাবে কাপড় কেটে পোশাকের অংশ তৈরি করাকেই কাপড় কাটা বলে৷ 
ফেব্রিক কাটিং
ফেব্রিক কাটিং

এক্ষেত্রে নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী অল্প সময়ে শত শত পিস কাপড় কাটা যায়৷ পোশাকশিল্পে কাপড় কাটার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কাটার ক্ষেত্রে সামান্য ভুলভ্রান্তি হলে তা সংশোধন করা বেশ কঠিন কাজ৷ 

অনেক সময় এ ভুলভ্রান্তি সংশোধনযোগ্য নাও হতে পারে৷ কাপড় কাটার মান অবশ্যই সুন্দর ও নিখুঁত হতে হবে৷ সে জন্য কাপড় কাটার জন্য দক্ষ কাটিং মাস্টার প্রয়োজন৷

কাপড় কাটার উদ্দেশ্য (Mention the purposes of cutting) কি কি?

  • ক্রেতার নির্দেশ বা Specification অনুযায়ী পোশাকের প্যাটার্ন তৈরি করা হয়৷ উক্ত প্যাটার্ন অনুযায়ী কাপড় কেটে পোশাক তৈরির উপযোগী করে তোলা।
  • পোশাকশিল্পে শত শত পিস পোশাক তৈরির জন্য একসাথে শত শত পিস কাপড় কেটে সেলাই সেকশনে প্রেরণ করা।
  • ক্রেতার চাহিদা মোতাবেক বিভিন্ন ডিজাইন এর প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটা।
  • ক্রেতার দরপত্র অনুযায়ী এক সাথে অনেকগুলো একই সাইজের নির্দিষ্ট মাপের পোশাক তৈরিতে সহায়তা করা।
  • নির্দিষ্ট দেশের নির্দিষ্ট কোটা অনুযায়ী পোশাক তৈরিতে সহায়তা করা।
  • পরবর্তী বিভাগের জন্য পোশাকের কাপড় উপযোগী করে তোলা।
  • সুন্দর পোশাক তৈরি করে প্রতিযোগিতামূলক বাজারে পোশাকের চাহিদা বৃদ্ধি করা।
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post