স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস বাংলা
স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস বাংলা |
-তুমি সাজো আল্লাহর জন্য 🥰
আল্লাহ জান্নাত সাজাবে তোমার জন্য!🦋
-ইনশাআল্লাহ!🌼🌿
"এই বুঝি সে আমার 'খোঁজ নিলো,!-💔
-"এটা ভেবেই কেটে যায় 'সারারাত.,!-🙂
প্রেম🙂 -সেটা তো আমার বন্ধু-বান্ধবীরা করে🙄
-আমি তো শুধু হিসেব রাখি কে কয়টা করলো
আমি যা,আমি তাই…ভালো লাগলে ভাল,
না ভালো লাগলে আরো ভাল!
আমি কারোর ভালোলাগার জন্য নিজেকে বদলাতে পারবো না।🤠
তোমার ego দুই দিনের গল্প,আমার ego জন্মগত।🐣
সবার সাথে সম্পর্ক ভালো রাখতে আমিও চাই।
কিন্তু সমস্যা হচ্ছে কারোর পা চেটে নয়।👎
life আমার,
style আমার,
আর problem সারা দুনিয়ার।👯
কাউকে ঘৃণা করার মতো এতো টাইম নেই আমার।
হয় ভালোবাসবো,নয়তো চুপচাপ সরে যাবো।💗
আমাকে খারাপ লাগে? হ্যাঁ,লাগতেই পারে!
তাতে আমার কিছু যায় আসে না।👋
আমি জীবনেও ভালো হবো না!
কারণ আমি কখনো খারাপই ছিলাম না।😄
তুমি ঠিক যতোটা দেবে ততোটাই ফিরত পাবে।
সেটা ভালোবাসা হোক বা অবহেলা।😘
আমি চলি আমার মতে যার ফাটার তার ফাটে।🤓
আমার মনোভাব সর্বদা আপনার আচরণের উপর ভিত্তি করে।🙂
ব্যবহার দেখে সম্মান করি…
বয়স দেখে নয়।🛂
বদলে যায়নি আগের মতো আছি।
পার্থক্য একটাই,আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি।😎
মেয়েদের গায়ে হাত তুলে পুরুষত্ব না দেখিয়ে,
রাস্তায় একটা মেয়ের সম্মান বাঁচিয়ে পুরুষত্ব দেখান।😎
আমি সবার মতো ধোয়া তুলসী পাতা নয়। আমি নিম পাতা।
খেতে তেতো হলেও কারো ক্ষতি করি না।😌
কেউ তোমাকে reject বা ignore করলে মন খারাপ করো না।
মনে রেখো দামি জিনিস সবাই নিতে পারে না।☀️
তুই ভালোবাসিস আর না বাসিস,
আমি তো আমার মতো খুব relax এ আছি।
আর সারাজীবন থাকবো।🤹
আমি তোমার প্রিয় hello হতে চাই।
ও ও হো দুর্ভাগ্য বশত আমি তোমার কঠিন good byy.😆
টাইম পাস না হলে গেম খেলি,গান শুনি,
কিন্তু কখনো কারোর মন নিয়ে খেলি না।😎
কেউ তোমাকে নিয়ে হিংসা করলে তাকে হিংসা করতে দাও।
কারণ তোমার গুণ আছে বলে সে হিংসা করে।🗣️
রূপ দেখে কি হবে যদি মনটা ড্রেনের জল হয়।🧸
কিছু লোক মনে করে আমি তাদের ঘৃণা করি।
না ভাই তোমাদের কথা চিন্তা করার সময় টুকুও আমার নাই।😐
নিজের আত্মসম্মান এর কাছে কখনো কিছু বিসর্জন দেবেন না।👌
I'm not perfect but I'm always myself.😕
দেখ ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাতাসা নয় যে সবাইকে দিয়ে বেড়াবো।😄
জীবন নিজের মতো করে কাটানো উচিত।
পরের কোথায় তো সার্কাসের বাঘও নাচে।🐅
Silent থাকতে ভালোবাসি।
because I hate drama.🎭
সব কথা ভুলতে নেই।
কিছু কিছু কথা মনে রাখতে হয় সময় বুঝে বাঁশ দেওয়ার জন্য।⏲️
প্রত্যেক লোকের বাড়ির একটাই চিন্তা "লোকে কি ভাববে"।
এবার আমি বলি, লোকে কি ভাববে এটা যদি আমি ভেবে নি "তাহলে লোকে কি ভাববে"।😎
খুব সুন্দর নয়,বেশী ঘ্যাম নেই,
একগাদা মেকাপ করি না,
বেশী ঢং ও করতে পারিনা। Yeh it's me.🙅
আমরা বাঙালি মেয়ে boss।
কেউ একটা কথা শোনালে তাকে দশটা কথা শোনাবো।💇
bf নেই তো কি হয়েছে বাকি ২৪ টা অক্ষর তো আছে।🤪
আমি কখনো মিষ্টি কথা বলি না।
আমি চাইনা আমার জন্য কারো ডায়াবেটিস হোক।🍮
আমি যে রকম আছি সে রকম থাকবো।
Adjust করতে পারলে থাকো না হলে নিজের রাস্তা দেখো।🚔
আমি স্বার্থপর নয়,
শুধুমাত্র তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোন মূল্য নেই।😔
নিজের আত্মসম্মান এর কাছে কখনো কিছু বিসর্জন দেবে না।👋
যে আমাকে মনে রাখে না তাকে মনে করে বেকার টাইম কেন নষ্ট করতে যাব ভাই?😏
স্বার্থপর হয়নি,শুধু নিজে থেকে যেচে কথা বলাটা বন্ধ করে দিয়েছি।🧖
যে আপনার প্রতি ইন্টারেস্টেড না তার প্রতি একটু কম ইন্টারেস্ট দেখাবেন।
আত্মসম্মানবোধ থাকাটা খুব জরুরী।😕
হাসিমুখে দুনিয়া বদলে দাও।
কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিওনা।🤹
যখন কেউ attitude দেখায় just একটা কথা বলতে ইচ্ছা করে your attitude my foot.🧦
আত্মসম্মান এর চেয়ে বড় কিছু হয় না।
কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও চিনে রাখুন এবং তার থেকে দূরে থাকুন।
কারণ প্রশয় পেলে সে একই কাজ বারবার করবে।👥
উপহাস নয় আফসোস হয়ে একদিন সামনে দাঁড়াবো।💪
আমি নিজের প্রশংসা নিজেই করি।
কারন আমার মন্দ করার দায়িত্ব প্রতিবেশী নিয়ে রেখেছে।🧙
"আমার পিছনে তারই কথা বলে
যারা আমার সামনে কথা
বলার সাহস পায়না"
নিজের Ex কেও সবাই মনে করে
Teacher's Day Wish করে দিও
শিক্ষা তো সেও কম কিছু দেয়নি।
নিজেকে পরিবর্তন করার কোন প্রয়োজন মনে করি না।
শুধু বিশ্বাসগুলোকে পাল্টে ফেলার প্রয়োজন আছে।✋
I don't have ego.তুমি কথা বললে আমিও বলবো।
তুমি ignore করলে আমিও করবো।😻
জীবনে কাউকে তেল দিয়ে চলতে পারবো না।
থাকতে চাইলে hii যেতে চাইলে good bye.👋
break the rules,find your freedom,love your life.😍
"এমনিতে আমার মনটা অনেক বড়ো
কিন্তু কিছু লোকের যোগ্যতা নেই
আমার মনে জায়গা পাবার।"
"জীবন সহজ না; জীবনকে সহজ বানিয়ে নিতে হয়।
কখনও দুয়া করে🤲🙂
কখনও সবর করে,
কখনও মাফ করে,
কখনোবা এড়িয়ে চলে..!-❤️🥀
- মিম এক্কে মিম;- মিম দুগনে ডিম;-
তিন মিমে ভাজা ডিম;- চার মিমে সিদ্ধ ডিম;-
পাঁচ মিমে পচা ডিম;-
ছয় মিমে কাউয়ার ডিম;-
এবার মিম-কে "মেনশন-দিয়ে দৌড় দিন..!!-🙂😐
বেশী attitude দেখাবেন না,
আমার মানুষকে ভুলে যেতে বেশি সময় লাগে না।⏰
বাহানা বানিয়ে লাভ নেই।
থাকতে হলে থাকিস,না হলে নিজের রাস্তা দেখিস।🚘
মানুষের সাথে একটু বেশি ফ্রি হলেই সস্তা ভাবা শুরু করে।
তাই কাউকে বেশি পাত্তা দিতে নেই।👨✈️
কেউ যদি তোমাকে সস্তা ভাবে,
তুমিও তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিনে ছুড়ে ফেলে দাও।😳
⚡ আমেরিকান মুরগি কি রকম?
তোমার হাত ধরে হেঁটে যাব সমুদ্রের তীরে😍❤
-তারপর ধাক্কা দিয়ে পানিতে ফেলে দৌড় দিব
আমার EGO নেই….. কিন্তু
শেষ MESSAGE যদি আমার হয়
তাহলে আমি আর MESSAGE দেবো না!
সাধারণ হতে পারি কিন্তু সস্তা নই;
কারো চয়েজ হতে পারি কিন্তু অপশন নই।
"যদি আমাকে কারো ভালো না লাগে
I don't care
সবার পছন্দ তো ভালো হয় না।
আমি অনেক ভদ্র আর শান্তশিষ্ট,
শুধুমাত্র সাক্ষীর অভাবে
প্রমান করতে পারছি না।
রাত হলেই মনটা শুধু 'সাদিয়া সাদিয়া' করে..!!-🙂🥺
'আমি পুরনো আমিকে খুঁজে পেতে চাই না ভাই,,
- আগে আরো বেশি ব!ল!দ ছিলাম.!-🙂
- জোর করে' কারো কাছ থেকে 'সময়' নিতে নেই,
'জোর করে' কাউকে মেসেজ দিতে 'বলতে' নেই, '
জোর করে' কারো 'প্রিয়' হবার চেষ্টা করতে নেই, '
জোর করে' কাউকে 'কল" দিতে বলতে নেই!
মানুষ কে 'জোর' করতে নেই আসলে।
নিজেই বেহায়া হবেন।
লাভ নাই! বাদ্দেন!
ইচ্ছে হইলে দাম দিবে,নাহয় না! বাদ.!-🙂🥀
আমি স্বার্থপর নই! শুধু তাদের থেকে
দুরে সরে যাই যাদের কাছে
আমার কোনো মূল্য নেই!
মাঝে মাঝে ভাবি যে ভালো হয়ে যাবো,
তারপরেই মনে হয় আমি খারাপ ছিলাম কবে।
আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না,
আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই!
Just একটু খানি Smile করে দেখো নিজেকে
আর অন্যকেও সুন্দর লাগতে শুরু করবে।
আমি জানি আমি দুর্দান্ত,
তাই আমি আপনার মতামত
সম্পর্কে কোন চিন্তা করি না।
-অনেক কথাই আমার ভেতরটাকে চূড়মার করে দেয়। তবুও এমন ভান করি,
যেনো কোনো ব্যাথাই আমি পাইনি..!!-🙂
কুমিল্লার মেয়েরা ঘোমটা তুললে,
পুরো বাংলাদেশ আলোকিত হয়ে যায়!-❤️
ভেবে দেখুন ছেলেগুলো,🙂
- আপনাকে প্রপোজালের বদলে শাড়ী দিলে আপনার মোট কতো গুলো 'শাড়ী' থাকতো,!-😐
তার লগে ব্রেকাপ হইলে আমাকে নক দিও!-🙂
-Single থাকার মজাই আলাদা!-😓
"যারে দেখি 'তারেই" ভাল্লাগে!-🐸
অ্যাটিটিউড তাদেরই দেখানো উচিত কারণ সবাইকে এটা মানাইনা,
আর MI এ IPHONE এর ওয়াল্পেপার লাগিয়েনিলেই তা IPHONE হোয়ে যাইনা।
- যেহেতু রিলেশনশিপ হারাম,সেহেতু
ব্রেকাপ করিয়ে দেওয়া সওয়াবের কাজ!-🙂
টুকুস করে একদিন Block
করে দেবো Post দেখে চরিত্র
বিচার করা বের করে দেবো।
কেউ যদি ভাবে আমাকে নিয়ে খেলে সে খুব মজা পেয়েছে,
তাহলে আমি তাকে একটাই কথা বলবো বাচ্চাদের কথায় বা ব্যবহারে আমি তেমন কিছু mind করি না।😒
তুমি ধনী-গরীব,
সুন্দর নাকি কুৎসিত তা জেনে আমার লাভ নেই।
তুমি আমার সাথে ভালো আচরণ করলে আমিও ভাল আচরণ করবো।☹️
কারো Extra Attitude সহ্য
করি না আর কাউকে
Impress করার চেষ্টাও
করি না Yah It's Me.
আমার সাথে থাকা বা না থাকা তোমার চয়েস।
আমি কাউকে মিনতি করে জীবনে রাখিনা।
তুমি আমাকে যতোটা গুরুত্ব দেবে আমিও তোমাকে ততোটা গুরুত্ব দেবো।🤤
মাঝে মাঝে নিজের উপর হিংসা হয়
একটা মানুষ এত Cute কিভাবে হয়।
কিছু কিছু মানুষের কাছে আমি খারাপ
But আমি Mind করি না সবার
Choice তো আর Perfect হয় না!
-মানুষের অভিশাপ,
বদ'দুআ,
নিঃশব্দে দু'ফোঁটা চোখের পানি...
- আকাশের দিকে তাকিয়ে একটা!
ভারী দীর্ঘশ্বাস-খুবই ভয়াবহ জিনিস.!!-💔
কেউ জেগে আছো, রাত জাগার কারণ কি?
আমি স্বার্থপর নই! শুধু তাদের থেকে
দুরে সরে যাই যাদের কাছে
আমার কোনো মূল্য নেই!
প্রত্যেক ফ্যামিলিতে এমন একজন থাকবেই😒
যাকে বারবার ভাত খাওয়ার জন্য ডাকা লাগবে!🙂
- ঘুমাও!-🙂
তুমি যার জন্য জেগে আছো,
- সে অন্য জনের "ইনবক্সে"
ডাক্তা'রি করতেছে!!-😒
- এতো গুরুত্ব দেওয়ার পরও যাদের "প্রিয়"
হতে পারি নাই🙂
তাদের কৃতজ্ঞতা জানাই!-❤️
বাই
ভালো থাকিস,
আর কখনো মেসেজ দিবো না,
-এইগুলা 'কোনোদিন 'লাস্ট মেসেজ" হয়না.!-🙂
যারা আমায় নিয়ে সমালোচনা করে
তাদের আমার খুব ভালো লাগে
কারণ তারা নিজের কথা কম
আর আমার কথা বেশি ভাবে।
কারো কাছে ভালো
কারও কাছে খারাপ
যার মানসিকর্তা যেমন
তার কাছে আমি তেমন!
যে আমাকে হারানোর ভয়ে কেঁদেছে!💗
আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি!-🙂
কথায় কথায় এই-
🙂 -ইমোজি দেওয়া মানুষ গুলোর কখনো বিয়ে হবে না.!- 🙂