টাইলস এর দাম কত

বর্তমানে ঘড় বাড়ি দালান কোঠা নির্মানের জন্য এখন টাইলস এর চাহিদা পুচুর বৃদ্ধি পেয়েছে। এখন মানুষ বাড়ির সব কিছু থেকে শুরু করে বাহিরের দেওয়ালে টাইলস ব্যবহার করে থাকে। 

বিশেষ করে মসজিদ, মন্দির তৈরি করার জন্য টাইলস ব্যবহার করে। এখন বাজারে ফ্লোর এ ব্যবহার এর জন্য অনেক সুন্দর ডিজাইন এবং উন্নত মানের টাইলস পাওয়া যায়।
টাইলস
টাইলস

বাংলাদেশে এখন কয়েকটি উন্নত মানের সিরামিক্স এর কম্পানি রয়েছে। প্রতিনিয়ত সব দ্রব্যমুল্য এর দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথেই টাইলসের দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 

টাইলস কেনার আগে অবশ্যই আপনাকে সঠিক দাম যাচাই করে কেনাকাটা করা উচিৎ। আপনার পছন্দ অনুযায়ী যদি আপনি টাইলস কিনতে চান তাহলে আপনাকে বেশি টাকা বাজেট রাখতে হবে। 

কারণ টাইলস এর কয়ালিটি এবং ছোট ও বড় হিসাব করে দাম কমবেশি হয়ে থাকে। বর্তমান টাইলস এর দাম কত সে সম্পর্কে জানতে হলে আপনাকে এই আর্টিকেলটি  সম্পূর্ণ মনযোগ সহকারে পড়তে হবে।

টাইলস এর দাম কত?

আমাদের ঘরবাড়ি এবং অন্যান্য কাজের জন্য মসজিদ মাদ্রাসায় টাইলস এর ব্যবহার করা হয়ে থাকে। অনেকে আবার টাইলসের বাথরুম তৈরি করে থাকে। 

কিন্তু টাইলস কিনতে কত টাকা খরচ হতে পারে এই তথ্য তাদের জানা নেই। তারা মূলত অনলাইনের মাধ্যমে টাইলসের দাম খুঁজে থাকে। 

টাইলস মূলত সবসময় বর্গফুট আকারে বিক্রি হয় এবং ডিজাইন ও কোয়ালিটির উপর দাম কম বেশি হয়ে থাকে। আপনাকে এক একটি কাজের জন্য আলাদা আলাদা টাইলস কিনতে হবে। 

এখন বাংলাদেশে বাথরুম, ফ্লোর, ওয়াল, বাহিরের দেওয়াল, জায়নামাজের টাইলস, মসজিদের বিভিন্ন আরবি লেখার টাইলস এসব আর উন্নত মানের মারবেল টাইলস রয়েছে। এ ধরণের টাইলস এর মূল্য প্রতি বর্গফুট সর্বনিম্ন ৪০ থেকে ৪০০ টাকা পযন্ত।

ফ্লোর টাইলস এর দাম কত?

ফ্লোরে মূলত কয়েকটি ডিজাইনের টাইলস ব্যবহার করা যায়। কম দামে টাইলস ব্যবহার করলে সমস্যা হচ্ছে টাইলস টা অনেক পিছলে থাকে হাটার সময় স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

এজন্য ফ্লোরে সব সময় একটু ভাল মানের টাইলস ব্যবহার করা উচিত। টাইলস কয়েক রকম সাইজের ফ্লোরের পাওয়া যায়। টাইলস এর সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়। 

প্রথম সাইজ হচ্ছে ১৬*১৬ থেকে ২৪*২৪ পর্যন্ত। এবং সর্বনিম্ন ফ্লোর এর টাইলস এর দাম ৬৭ টাকা থেকে শুরু করে ৮০ টাকা পযন্ত। আরেকটু ভাল মানের টাইলস ব্যবহার করলে আপনাকে এর থেকে বেশি টাকা বাজেট রাখতে হবে।

ওয়াল টাইলস এর দাম কত?

এখন অনেকেই ওয়ালের মধ্যে টাইলস ব্যবহার করে থাকে। বিশেষ করে বড় কোম্পানি এবং ফ্যাক্টরি ওয়ালে টাইলস ব্যবহার করে থাকে। 

বাংলাদেশে কয়েকটি কম্পানি রয়েছে যেগুলো টাইলস উৎপাদন করে থাকে। এর মধ্যে থেকে ভাল মানের টাইলস কিনতে চাইলে আপনার একটু খরচ বেশি পড়বে। 

টাইলস সব সময় বর্গফুট আকারে বিক্রি করা হয়ে থাকে। ওয়াল টাইলসের মূল্য প্রতি বর্গফুট ৪০ টাকা থেকে ১৩০ টাকা পযন্ত।

বাথরুমের টাইলস এর দাম কত?

বাথরুমের জন্য সব সময় একটু ভাল এবং একটু বেশি দামি টাইলস ব্যবহার করা উচিত। কারণ আমাদের সচরাচর বাথরুমে যাওয়ার এবং পানি ব্যবহার করার প্রয়োজন পড়ে থাকে। 

অনেক সময় টাইলসে পানি থাকলে অনেকটাই পিচ্ছিল হয়ে যায় এবং স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেরে যায়। এজন্য বাথরুমের টাইলস কেনার আগে আপনাকে অবশ্যই উন্নতমান দেখে টাইলস কিনতে হবে। 

আর সচারাচর বাথরুমে টাইলসের দাম একটু বেশি হয়ে থাকে। বর্তমান বাথরুমে টাইলস কিনতে গেলে খরচ পড়বে আপনার প্রতি বর্গফুট ৫০ টাকা থেকে ১২০ টাকা।

আকিজ ফ্লোর টাইলস এর দাম কত?

বর্তমান বাংলাদেশের টাইলসের কোম্পানির মধ্যে আকিজ কোম্পানি অনেকটাই জনপ্রিয়। কারণ আকিজ কোম্পানি সব কোম্পানির চেয়ে উন্নত মানের এবং নতুন নতুন ডিজাইনের টাইলস তৈরি করে থাকে।

 এই আকিজ কোম্পানি ফ্লোর টাইলস ১৬*১৬ থেকে শুরু করে ৩২*৩২ সাইজ পযন্ত তৈরি করে থাকে। আর এইসব কারণেই আকিজ কোম্পানির টাইলস এর দাম অন্যান্য কোম্পানির থেকে একটু বেশি। 

কারণ এই কোম্পানি অনেকটাই উন্নত মানের টাইলস তৈরি করে।বর্তমান টাইলস এর রেট অনুযায়ী যেমনঃ
  • ২৪*২৪ প্রতি বর্গফুট ১০০ টাকা থেকে শুরু করে ১০৫ টাকা।
  • ১৬*১৬ প্রতি বর্গফুট ৬৫ টাকা থেকে শুরু করে ৭৫ টাকা।
  • ৩২*৩২ প্রতি বর্গফুট আপনাকে ১০৫ টাকা থেকে ১১৫ টাকা।

জায়নামাজ টাইলস এর দাম কত?

অনেকেই আছে মসজিদের ফ্লোরে জায়নামাজের ডিজাইন করা টাইলস ব্যবহার করতে চায়। এই টাইলস হুবহু জায়নামাজের মতই দেখতে লাগে। 

এই টাইলস গুলো মূলত একটু দাম বেশি দিয়ে কিনতে হয়। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জায়নামাজ টাইলস রয়েছে। মসজিদে সব সময় একটু ভাল মানের টাইলস ব্যবহার করতে হবে। 

কারণ কেউ যেন স্লিপ কেটে পড়ে না যায়। উন্নত মানের টাইলস ব্যবহার করলে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম যায়। 

গতবছরের তুলনায় এবছর সিরামিকসের বিভিন্ন জিনিসের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমান জায়নামাজ টাইলস এর দাম প্রতি স্কয়ার ফিট ১২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত।

মারবেল টাইলস এর দাম কত?

মারবেল টাইলস অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় হয় দেখতে লাগে। অনেকেই শখ করে বাসা বাড়িতে সৌন্দর্য ফুটে তোলার জন্যই মার্বেল টাইলস ব্যবহার করে থাকে। 

এই টাইলস মূলত মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছে। এ মার্বেল টাইলস এর দাম অন্যান্য টাইলসের তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে। বর্তমান প্রতি বর্গফুট মার্বেল টাইলস বিক্রি হচ্ছে ২০০ টাকা শুরু করে থেকে ৪০০ টাকা পযন্ত।

সিঁড়ির টাইলস এর দাম কত?

বর্তমান সিঁড়ির টাইলস এর দাম ১৭০ থেকে শুরু করে ৩০০ টাকা পযন্ত। কারণ আমাদেরকে সিঁড়িতে সব সময় উঠানামা করতে হয় স্লিপ কেটে যেন না পড়ে যায়। 

এজন্য সিঁড়িতে সবসময় ভাল মানের টাইলস লাগানোর দরকার পড়ে। ভাল মানের টাইলস কিনতে হলে আপনাকে অবশ্যই একটু বেশি দাম দিয়ে কিনতে হবে।

ফ্রেশ টাইলস এর দাম কত?

অনেক মানুষ আছে তাদের ফ্রেশ টাইলস বেশ পছন্দ। ঘরের মেঝেতে এবং ওয়ালে এই ফ্রেশ টাইলস ব্যবহার করা যায়। ফ্রেশ টাইলসের বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রতি স্কয়ার ফিট ১৪০ টাকা থেকে শুরু করে ১৯০ টাকা পযন্ত।

কোন টাইলস কি কাজে ব্যবহৃত হয়?


ফ্লোর টাইলস

বাসা বাড়িতে ফ্লোর তৈরির জন্য মূলত একটু ভাল মানের টাইলস ব্যবহার করতে হয়। সবাই ফ্লোরে সব সময় হাঁটাচলা করে। এছাড়াও বিভিন্ন ভারী কাজ করার জন্য একটু শক্তিশালী টাইলস ব্যবহার করে প্রয়োজন।

রুফ টাইলস

অনেকেই আছে এখন রূফ টাইলস ব্যবহার করতে চায় না। কারণ রূপ টাইলসের বদলে সবাই ফ্লোর টাইলস পছন্দ করে থাকে। 

ফ্লোর টাইলসটি অনেকটাই উন্নত মানের এবং মজবুতভাবে তৈরি করার জন্য রূফ টাইলস থেকে ফ্লোর টাইলস সবাই পছন্দ করে থাকে।

কোন কোন সাইজের টাইলস পাওয়া যায়?

বাংলাদেশে অনেকগুলো সাইজের টাইলস পাওয়া যায়। বিশেষ করে ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস কিনতে গেলে আপনাকে অবশ্যই সাইজ অনুযায়ী কিনতে হবে। 

আর আপনি যদি মার্বেল টাইলস কেনেন তাহলে আপনার ইচ্ছামত যেকোন সাইজের মার্বেল টাইলস কিনতে পারবেন। তাহলে দেখে নিন ফ্লোর টাইলসের সাইজ ও অল টাইলসের সাইজ কত রকমের হয়ে থাকে। যেমনঃ

ফ্লোর টাইলসঃ

১২*১২ ইঞ্চি, ১৬*১৬ ইঞ্চি, ২৪*২৪ ইঞ্চি, ৩২*৩২ ইঞ্চি, ২৪*৪৮ ইঞ্চি।

ওয়াল টাইলস সাইজঃ

৮*১২ ইঞ্চি, ১০*৩ ইঞ্চি, ১০*১৬ ইঞ্চি, ১২*১৮ ইঞ্চি, ১২*২০ ইঞ্চি, ১২*২৪ ইঞ্চি, ১২*৪৮ ইঞ্চি।

বাংলাদেশে টাইলস এর দাম কত?

বর্তমানে বাংলাদেশে অনেক উন্নত মানের টাইলস তৈরীর কারখানা রয়েছে। তারা সুন্দর ডিজাইন এবং মজবুতভাবে টাইলস তৈরি করে থাকে। 

বাংলাদেশে বিভিন্ন কোম্পানির টাইলস কিনতে চাইলে প্রতি বর্গফুট ৪০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে। 

এছাড়াও  আরও উন্নত মানের টাইলস কিনতে চাইলে প্রতি বর্গফুট ২০০ টাকা থেকে ১৮০০ টাকা পযন্ত বাজেট রাখতে হবে।

বিভিন্ন টাইলস কোম্পানির নাম?

বাংলাদেশে বর্তমানে অনেকগুলো টাইলস কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলো প্রতিনিয়ত সুন্দর ডিজাইন ও উন্নত মানের টাইলস তৈরি করে থাকে। 

আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন টাইলস সম্পর্কে। টাইলস কোম্পানির নাম যেমনঃ
  • আকিজ টাইলস কোম্পানি।
  • এক্স সিরামিক গ্রুপ।
  • আরএকে সিরামিকস।
  • স্টার সিরামিকস লিমিটেড।
  • ডিবিএল সিরামিকস।
  • ফু- ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড।
  • গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোন কম্পানির টাইলস ভাল?

আমাদের বাংলাদেশে টাইলসের অনেকগুলো কোম্পানি রয়েছে। ইতিমধ্যে আপনারা উপরে আমার লেখাগুলো পড়ে বিভিন্ন কোম্পানির নাম জানতে পেরেছেন। 

অনেকের মনে প্রশ্ন থাকে যে সবচেয়ে ভাল কোম্পানি কোনটি? বাংলাদেশে অনেক আগের জনপ্রিয়তা অর্জন করেছে আকিজ। আর অন্যান্য কোম্পানির টাইলসের থেকে আকিজ কোম্পানির টাইলস অনেকটাই উন্নত।
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post