দক্ষিণ কোরিয়া বেতন কত | দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা লাগে
উত্তর-পূর্ব এশিয়ার একটি দেশ দক্ষিণ কোরিয়া। যা কোরীয় উপদ্বীপের দক্ষিণাংশ নিয়ে গঠিত। দক্ষিণ কোরিয়ার পূর্বে জাপান সাগর, উত্তরে উত্তর কোরিয়া, দক্ষিণে ও দক্ষিণ-পূর্বে কোরিয়া প্রণালী, যা জাপান থেকে দেশটিকে আলাদা করেছে, এবং এর পশ্চিমে রয়েছে পীত সাগর।
দক্ষিণ কোরিয়া |
বাংলাদেশ থেকে দক্ষিন কোরিয়া ভিসা পেতে হলে কি করতে হবে, কত টাকা খরচ, দক্ষিণ কোরিয়া বেতন কত, কোথায় আবেদন করবেন, কি কি লাগবে সব বিষয়ে জানুন এই পোস্ট থেকে।
বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার নিয়ম?
আপনারা যারা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে চাচ্ছেন। তাদের মধ্যে অনেকেরই হয়তো ধারণা নেই দক্ষিণ কোরিয়া যাওয়ার নিয়ম সম্পর্কে। নিম্নে দক্ষিণ কোরিয়া যাওয়ার নিয়ম দেওয়া হলঃ
সর্বপ্রথম আপনার দক্ষিণ কোরিয়া ভিসা থাকতে হবে।
অবশ্যই আপনাকে কোরিয়ান ভাষা জানতে হবে।
দক্ষিণ কোরিয়া যেতে হলে আপনার সর্বনিম্ন বয়স ১৮ ও সর্বোচ্চ ৩৯ বছর হতে হবে।
সর্বনিম্ন এসএসসি পাশ থাকতে হবে।
বাংলাদেশী পাসপোর্ট থাকতে হবে।
বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে কি কি লাগে?
আপনারা যারা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে চাচ্ছেন। তারা জেনে নিন বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া করে যেতে কি কি লাগেঃ
দক্ষিণ কোরিয়া ভিসা
পাসপোর্ট
ট্রেনিং সার্টিফিকেট
মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স
রেজিস্ট্রেশন ও পরীক্ষা
দক্ষিণ কোরিয়া যাওয়ার যোগ্যতা?
দক্ষিণ কোরিয়া যেতে কি কি যোগ্যতা লাগে তা দেওয়া হলঃ
শিক্ষাগত যোগ্যতা এসএসসি / সমমান
বয়স সীমা ৩৫ কিংবা ৪০ এই রকম হতে হবে।
পাসপোর্ট এর মেয়াদ নিম্নে ছয় মাস থাকতে হবে।
যাদের কালার ব্লাইন্ডনেস ও রঙ বুঝার ক্ষমতা সমস্যা নেই।
ই -৯ বা ই- ১০ ভিসায় কোরিয়ায় পাঁচ বছর বা তার চেয়ে সময় কোরিয়ায় বসবাস করে নাই এমন লোক।
কোরিয়ার ভাষা পড়া এবং লেখা বুঝার পারদর্শিতা থাকতে হবে।
যাদের কোন বড় ধরণের অপরাধ নেই।
আপনি যদি দক্ষিণ কোরিয়া যেতে চান। তাহলে আপনাকে উপরোক্ত নিয়মগুলো মেনে তারপরে দক্ষিণ কোরিয়া যেতে হবে।
দক্ষিণ কোরিয়া বেতন কত?
দক্ষিণ কোরিয়ার কাজের বেতন খুব বেশি হয়ে থাকে। মধ্যপাচ্যের সকল দেশের থেকে দক্ষিণ কোরিয়ার ১ জন শ্রমিকের বেতন ২ গুন থেকে ৩ গুণ হয়ে থাকে। দক্ষিণ কোরিয়াতে কর্মরত শ্রমিকদের তথ্য অনুসারে জানা যায় যে, দক্ষিণ কোরিয়াতে কাজ করে এমন ব্যক্তির মাসিক বেতন সর্বনিম্ন প্রতিমাসে এক লাখ ৮০ হাজার টাকা হয়।
আর তাই একজন প্রবাসি চাইলেই অনায়াসে প্রতি মাসে এক লাখ টাকা বাসায় পাঠাতে পারে। এছাড়াও দক্ষিণ কোরিয়াতে ওভারটাইম কাজ করার সুবিধাও রয়েছে। আর তাই ১ জন প্রবাসী ওভার টাইম করে প্রতি মাসে বেতনসহ ৩ লাখ টাকা ইনকাম করতে পারেন। এখানে উল্লেখ্য যে দক্ষিন কোরিয়ার প্রবাসিদের থাকা ও খাওয়ার ব্যবস্থা কোম্পানি থেকেই করে দেয়।
দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে প্রতি বছর দক্ষিণ কোরিয়ার শিল্প খাতে (ইপিএস) বা এমপ্লয়মেন্ট পারমিট সিষ্টেমের আওতায় সরকারিভাবে কয়েক হাজার মানুষ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। বায়োসেলের মাধ্যমে সরকারিভাবে ট্রেনিং প্রধান করে তারপরে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে কাজের ভিসায় পাঠানো হয়।
এছাড়াও আপনাদের সঙ্গে আরও একটা কথা বলি রাখি যে আপনি কিভাবে দক্ষিণ কোরিয়া যাবেন তার উপর নির্ভর করবে আপনার ঠিক কত টাকা লাগবে। আপনি যদি সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যান। তাহলে আপনার এক রকম খরচ হবে।
আবার আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যান তাহলে খরচ আরেক রকমের হবে। আর তাই আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাবেন। আপনি যদি সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে চান।
তাহলে আপনার অনেক কম খরচ হবে। বায়োসেলের মাধ্যমে মানুষ খুবই কম খরচে বর্তমানে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। বায়োসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া লোক যেতে সকল সার্ভিস চার্জসহ খরচ হবে ৩৩ হাজার ৫২৪ টাকা মতো।
এর মধ্যে ২৩ হাজার ১৮৪ টাকা বায়োসেলের সার্ভিস চার্জ ভ্যাটসহ। আর আপনার ভিসা ফি মোট ৫০০০ হাজার ১০০ টাকা ও ট্যাক্স বাবদ মোট ৮০০ টাকা, স্মাট কার্ডের ফি বাবদ মোট ২৫০ টাকা, বিমা ফি বাবদ মোট ৪৯০ টাকা।
নিবন্ধন ফি মোট ২০০ টাকা ও জনকল্যাণ তহবিল ফি বাবদ মোট ৩ হাজার ৫০০ টাকা। আর আপনি যদি সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান তাহলে আপনার এই রকম খরচ হতে পারে। আশা কারি আপনারা বুঝতে পেরেছেন যে দক্ষিণ কোরিয়া যেতে আসলে কত টাকা লাগবে।
সবশেষে বলব বেসরকারিভাবে বাংলাদেশ থেকে যারা দক্ষিণ কোরিয়া করে যেতে চাচ্ছেন। তাদের মোট খরচ হতে পারে আট থেকে দশ লক্ষ টাকার মতো। এর মধ্যে বিমান ভাড়া দিতে হবে আপনার ১ লাখ ৩৫ হাজার টাকার মতো। নিচে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা খরচ হয় তার বিস্তারিতঃ
দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে লাগবে ২০ থেকে ৫০ হাজার টাকা।
পাসপোর্ট তৈরি করতে লাগবে ৮ থেকে ১০ হাজার টাকা।
রেজিস্ট্রেশন এবং পরীক্ষার খরচ ৪০,০০ টাকা।
বোয়েসলে ফি জমা দিতে লাগবে ৪০ হাজার টাকা।
জামানত ও ফ্লাইট এক লক্ষ টাকা জমা দিতে হবে।
মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স করতে লাগবে ৮ থেকে ১০ হাজার টাকা।
ট্রেনিং সার্টিফিকেট বের করতে লাগবে ১০ থেকে ১৫ হাজার টাকা।
দক্ষিণ কোরিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?
দক্ষিণ কোরিয়ার মূদ্রার নাম হচ্ছে কোরিয়ান ওন (Korian Won) যাকে সংক্ষেপে KRW। সেদেশে জনগণ এই মূদ্রাকে ওন (Won) নামে ডাকে। দক্ষিণ কোরিয়ার ১ ওন সমান বাংলাদেশের 0.084 পয়সার সমান। দক্ষিণ কোরিয়ার ১০০ ওন সমান বাংলাদেশের ৮.৩৯ টাকা।
দক্ষিণ কোরিয়া দূতাবাস বাংলাদেশ?
ঢাকায় দক্ষিণ কোরিয়ার আবেদন কেন্দ্র, বাংলাদেশ?
ঠিকানাঃ ৪ মাদানী এভিনিউ রোড, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, বারিধারা মডেল টাউন, ঢাকা ১২ ১২ বাংলাদেশ।
ভিসা অফিস এর সময়সূচি?
রবিবার থেকে বৃহস্পতিবার
09: 00 থেকে 12: 30 ও 14: 00 থেকে 17: 00
টেলিফোন নাম্বার
(+88 0) 2-58 81- 20 88- 90
(+88 0) 2-58 81-20 41
ওয়েবসাই এর এড্রেস
overseas.mofa.go.kr/bd-en/index.do
ফ্যাক্স নম্বর
(+88 0) 2 58 82- 38 71
ইমেইল এড্রেস
embdhaka@mofa.go.kr
মিশন প্রধান
মিস্টার লি জ্যাং, কেউন, রাষ্ট্রদূত।