কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম
অনেক সময় কারো নাম্বারে ফোন দিলে বা কেউ আমাদের নাম্বারে ফোন দিলে স্ক্রিনে কল ফরওয়ার্ডিং অপশন চলে আসে। অনেকে কিভাবে কল ফরওয়ার্ড অপশন বন্ধ করতে হয় এই বিষয়ে জানেন না। অনেক ক্ষেত্রে কল ফরওয়ার্ড আমাদের প্রয়োজন হলেও অনেক সময় সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আজকের পোস্টে কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম বা কিভাবে খুব সহজেই কল ফরওয়ার্ড বন্ধ করা যায় তাই নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:-
কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম
কল ফরওয়ার্ড বন্ধ করার জন্য দুইটি অপশন রয়েছে। প্রথম অপশনটি কল সেটিং এ গিয়ে বন্ধ করতে হবে এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে কোড ডায়াল করার মাধ্যমে বন্ধ করতে হবে। প্রথমে কিভাবে সেটিংসের মাধ্যমে কল ফরওয়ার্ড বন্ধ করা যায় তা উল্লেখ করা হলো:-
ধাপ ১ঃ সর্বপ্রথম আপনাদেরকে এন্ড্রয়েড ফোনের কলের সেটিং অ্যাপ টি ওপেন করতে হবে। তারপরে উপরের দিকে থ্রি ডট বাট বাটনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে।
ধাপ ২ঃ থ্রি ডট বাটনে ক্লিক করার সাথে সাথেই setting নামের একটি অপশন দেখা যাবে।
সরাসরি সেটিং অপশনে ক্লিক করতে হবে।সেটিং অপশনে ক্লিক করার পর নিচের দিকে calling accounts নামের আরেকটি অপশন দেখা যাবে।
ধাপ ৩ঃ এবার calling accounts অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফোনে যদি দুইটা সিম থেকে থাকে তাহলে এখান থেকে যেকোন একটি সিলেক্ট করতে হবে।
অর্থাৎ যেটাতে কল ফরওয়ার্ড বন্ধ করতে চান সেটা সিলেক্ট করবেন।
ধাপ ৪ঃ এবার এখানে আরো কয়েকটি অপশন চলে আসবে। এখান থেকে call forwarding স্থানে ক্লিক করতে হবে। তারপরে আবার voice call forwarding ক্লিক করতে হবে।
তারপরে এখান থেকে always forward যে অপশনটি রয়েছে সেটাতে সিলেক্ট করে কল ফরওয়ার্ড অফ করে দিতে হবে।
এভাবে চাইলে যে কোন ব্যক্তি ফোনের কলেজ সেটিং এ গিয়ে কল ফরওয়ার্ড চালু থাকলে বন্ধ করে ফেলতে পারবেন।
অন্য পোস্টঃ এটিএম বুথে টাকা জমা দেয়ার নিয়ম
কল ফরওয়ার্ড বন্ধ করার কোড
কল ফরওয়ার্ড বন্ধ করার জন্য আমাদেরকে নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে। অর্থাৎ কিছু কোড রয়েছে যেগুলো ডায়াল করে খুব সহজেই কারো কল ফরওয়ার্ড অপশন চালু থাকলে বন্ধ করা যায়। যেহেতু বাংলাদেশে বেশ কয়েকটি সিম অপারেটর কোম্পানি রয়েছে তাই তাদের কল ফরওয়ার্ড অপশন বন্ধ করার কোড আলাদা। যেমন বাংলালিংক, এয়ারটেল ও রবির কল ফরওয়ার্ড বন্ধ করার কোড আলাদা। নিচে কোন অপারেটর কোম্পানির সিম কোন কোড ডায়াল করার মাধ্যমে ফরওয়ার্ড অপশন বন্ধ হবে সেটা তুলে ধরা হলো:-
রবি কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম
রবি সিমে কল ফরওয়ার্ড বন্ধ করার জন্য নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে। রবি সিম ব্যবহারকারীদের যদি কখনো কল ফরওয়ার্ড অপশনটি চালু হয়ে যায় তাহলে সেটা বন্ধ করার জন্য ##002# ডায়াল করতে হবে। তাহলে খুব সহজেই কল ফরওয়ার্ড অপশনটি বন্ধ হয়ে যাবে।
এয়ারটেল কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম
যারা এয়ারটেল সিম ব্যবহারকারী রয়েছে তাদের কল ফরওয়ার্ড হয়ে গেলে বা কল ডাইভার্ট হয়ে গেলে তারা নির্দিষ্ট একটি কোড ব্যবহার করে খুবই দ্রুততম সময়ের মধ্যে সেটা কাটাতে পারবেন। এয়ারটেল সিম ব্যবহারকারীরা সরাসরি ডায়াল অপশনে চলে যাবেন এবং ##002# ডায়াল করে কল ডাইভার্ট কাটিয়ে ফেলতে পারবেন।
বাংলালিংক কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম
বাংলালিংক এয়ারটেল ও রবি নাম্বারে যদি কখনো কল ফরোয়ার্ড চালু হয়ে যায় তাহলে একটি কোড ব্যবহার করে খুব সহজেই সেটি কাটিয়ে ফেলা যাবে। কেননা সকল সিমের কল ফরওয়ার্ড বন্ধ করার কোড একই হয়ে থাকে। যদি বাংলালিংক সিমে কল ফরওয়ার্ড অপশনটি চালু হয়ে যায় তাহলে *#62# নাম্বারটা ডায়াল করে চেক করতে পারবেন এবং যদি কল ডাইভার্ট বা ফরওয়ার্ড বন্ধ করতে চান তাহলে ডায়াল অপশনে গিয়ে ##002# ডায়াল করতে হবে।
অন্য পোস্টঃ নতুন ল্যাপটপ চার্জ দেওয়ার নিয়ম
একটি নাম্বারে কল দিলে আউটগোয়িং কল ফরওয়ার্ড বলে কেন
যদি কোন ব্যক্তি তার ফোন নাম্বার কল ফরওয়ার্ড করে রাখে তাহলে সেই নাম্বারে কল করার সাথে সাথে সেই কলটি ডাইভার্ট হয়ে অন্য সিম বা নাম্বারে আউটগোয়িং কল ফরওয়ার্ড বলে।
সহজ ভাষায় যদি বলতে হয় আপনি যাকে কল দিবেন সে যদি তার নাম্বারে কল ফরওয়ার্ডিং অপশনটি চালু করে রাখে তাহলে আপনি তাকে কল দেওয়ার সাথে সাথে কল ফরওয়ার্ডিং লেখা শো করবে বা কল ডাইভার্ট হবে।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কাউকে যদি ফোন দেওয়া হয় তাহলে সে ফোনটি রিসিভ না করতে পারলে কল ফরওয়ার্ড লেখাটি দেখা যায়।
শেষ কথা, আশা করি আজকের পোস্টটি করার মাধ্যমে কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম বা কিভাবে কল ডাইভার্ট বন্ধ করতে হয় ও কল ফরওয়ার্ড বন্ধ করার কোড সম্পর্কে জানতে পেরেছেন। তারপরে যদি এই নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে বা পোস্টটি পড়ে কোন বিষয় সম্পর্কে বলতে কোন ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।