অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করার নিয়ম

অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন


অনেকে অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করে থাকেন।কিন্তু অনেকেই আছেন যারা অফিসে অনুপস্থিতির জন্য কিভাবে ছুটির আবেদন করতে হয় তা জানেন না। অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত কিছু কারণে হঠাৎ করে আমাদের অফিসে অনুপস্থিত হয়ে যেতে হয়। আবার আমরা আগে থেকে ছুটি ও নিতে পারি না। যার কারণে অনেকেই অফিসে অনুপস্থিত থাকার জন্য দরখাস্ত বা ছুটির আবেদন করে থাকেন। নিচে অফিসে অনুপস্থিত হয়ে গেলে কিভাবে ছুটির আবেদন করতে হয় তা দেখানো হলো:-




অফিসে অগ্রিম ছুটির আবেদন করার নিয়ম 


যারা অফিসে অগ্রিম ছুটির আবেদন করতে চান তারা নিচের নিয়মে খুব সহজেই অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করতে পারবেন। 



তারিখ: ৯/৪/২০২৩


বরাবর 


অফিস কর্তৃপক্ষ 


অফিসের নাম 


ঠিকানা 


বিষয়: অনুপস্থিত জনিত কারণে ছুটি মঞ্জুর করার আবেদন 


জনাব, সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার কোম্পানির একজন নিয়মিত সদস্য। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে গত ২৪/৩/২০২৩ তারিখ থেকে ৩০/৩/২০২৩ তারিখ পর্যন্ত অফিসে উপস্থিত থাকতে পারিনি। যার কারণে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। 



আপনার কাছে আমার বিনীত আবেদন এই যে আমাকে অনুগ্রহ করে এই সাত দিনের ছুটি মঞ্জুর বাধিত করবেন। 



নিবেদক 


শওকত ইসলাম 



অন্য পোস্টঃ শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম 

অফিসে অনুপস্থিত থাকার জন্য দরখাস্ত 


যদি কোন স্থানে যাওয়ার জন্য বা অনাকাঙ্ক্ষিত কোন কারণে অফিসে ছুটি নেওয়ার প্রয়োজন পড়ে থাকে তাহলে নিচের নিয়ম অনুযায়ী আপনারা চাইলে অফিস থেকে ছুটি আবেদন করতে পারেন। 



তারিখ: ২/৩/২০২৩


বরাবর 


অফিস কর্তৃপক্ষ 


অফিসের নাম 


ঠিকানা 


বিষয়: ব্যক্তিগত কারণে অফিস থেকে তিন দিনের ছুটি আবেদন 



জনাব, সবিনয় বিনিত আবেদন এই যে আমি আপনার অফিসের একজন নিয়মিত সদস্য। আমি দীর্ঘদিন ধরে আপনার অফিসে সততার সাথে কাজ করে চলেছি। আগামী ২৪/৪/২০২৩ তারিখে আমার ছোট ভাগিনার সুন্নাতে খাৎনা যার কারণে আমি অফিস থেকে তিন দিনের ছুটি আবেদন করছি।অর্থাৎ আগামী তিনদিন আমি অফিসে উপস্থিত থাকতে পারবো না। 



অতএব আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমাকে অনুগ্রহ করে এই তিন দিনের ছুটি মঞ্জুর করবেন। 



নিবেদক 


কবির হাসান ফারহান 



অন্য পোস্টঃ উপবৃত্তির জন্য আবেদন করার নিয়ম 


শেষ কথা, আশা করি পোস্টটি ইতিমধ্যে যারা পড়েছেন অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন কিভাবে করতে হয় বা অগ্রিম ছুটি আবেদন করার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। তারপরেও যদি এই নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ। 


Post a Comment (0)
Previous Post Next Post