আমাদের দেশের কৃষকরা বিভিন্ন ধরনের মুরগি পালন করছে। এই সকল মুরগি গুলোর মধ্যে রয়েছে কক মুরগি, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি অন্যতম। এই মুরগিগুলো পালন করার মাধ্যমে কৃষকরা অনেক ভালো টাকা লাভ করতে পারছেন। তবে বর্তমানে বাজারে যে টাইগার মুরগি পাওয়া যাচ্ছে এবং কৃষকরা টাইগার মুরগির খামার দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই ভালোভাবে মুনাফা অর্জন করতে পারছেন।
টাইগার মুরগির খামার দেওয়ার আগে অবশ্যই টাইগার মুরগির খাবার তালিকা সম্পর্কে জেনে নিতে হবে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আজকের পোস্টে আমি আপনাদের সাথে টাইগার মুরগির খাবার তালিকা বা টাইগার মুরগির কোন সময় কোন খাবার দিতে হবে এই বিষয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো।তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:-
টাইগার মুরগির খাবার তালিকা
টাইগার মুরগির খাবার তালিকার মধ্যে প্রথম দিন থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত মুরগির কিরকম খাবার যাবে এই নিয়ে টোটালি আলোচনা করা হয়েছে আজকের আর্টিকেলে। তার জন্য অবশ্যই আজকের পোস্টটি বিস্তারিত ও মনোযোগ সহকারে পড়তে হবে এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য।
টাইগার মুরগির খাবার তালিকা প্রথম দিন
এই সময়টাতে মুরগি গুলোর ওজন হয়ে থাকে সাধারণত ৫৬ গ্রাম থেকে ৬০ গ্রামের মতো।এই সময়ে দৈনিক বৃদ্ধি হবে চৌদ্দগ্রাম এবং গড় হবে শূন্য। তাই এই মুরগি গুলোকে সাধারণত দৈনিক ১৩ গ্রাম করে প্রথম অবস্থায় খাবার দিতে হবে।
দ্বিতীয় দিনের টাইগার মুরগির খাবার তালিকা
দ্বিতীয় দিনে এসে টাইগার মুরগির বাচ্চার বয়স অনুযায়ী ওজন হবে ৭২ গ্রামের মতো।এদের দৈনিক বৃদ্ধি এই সময়টাতে হবে ১৬ গ্রাম। খাদ্য পরিবর্তনের হার ০.৪১৭ এবং দৈনিক বৃদ্ধির গর ০ শতাংশ।এদের এই সময়টাতে এসে দৈনিক খাদ্য গ্রহণ হবে ১৭ গ্রামের মতো এবং মোট খাদ্য গ্রহণ হবে ৩০ গ্রাম।
টাইগার মুরগির তৃতীয় দিনের খাবার তালিকা
এই সময়টাতে এসে টাইগার মুরগির বাচ্চা গুলোর বয়স অনুযায়ী ওজন হবে ৯০ গ্রামের মতো। এই সময়টাতে দৈনিক বৃদ্ধির হার হবে ১৭ গ্রাম এবং গড়বৃদ্ধি হবে জিরো গ্রাম। এই সময়ে টাইগার মুরগিকে ২১ গ্রামের মতো খাবার দিতে হবে।আর সর্বমোট খাদ্য গ্রহণের পরিমাণ হবে মোট ৫১ গ্রাম।
টাইগার মুরগির চতুর্থ দিনের খাবার তালিকা
টাইগার মুরগির বয়স যখন চতুর্থ দিন বা টাইগার মুরগির বয়স চার দিন হবে তখন কি পরিমান খাবার দিতে হবে সেটা অবশ্যই জেনে নিতে হবে। চতুর্থ দিনে এসে মুরগির ওজন হতে পারে ১০৯ গ্রামের মতো। এই সময়টাতে টাইগার মুরগি গুলোকে প্রতিবার ২৩ গ্রাম করে খাবার দিতে হবে এবং মোট খাবারের পরিমাণ হবে ৭৪ গ্রাম।
অন্য পোস্ট:টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
টাইগার মুরগির পঞ্চম দিনের খাবার তালিকা
টাইগার মুরগিগুলো পঞ্চম দিনে এসে এদের মোট ওজন হবে ১৩১ গ্রামের মতো। এই সময়টাতে মুরগিগুলোকে দৈনিক খাদ্য দিতে হবে ২৭ গ্রামের মতো। তাহলে এক নাম্বার দিন থেকে ৫ নাম্বার দিন পর্যন্ত হিসাব করলে মোট দাঁড়ায় ১০৫ গ্রামের মতো।
টাইগার মুরগির ষষ্ঠ দিনের খাবার তালিকা
ষষ্ঠ দিনে এসে টাইগার মুরগি গুলোর বয়স অনুযায়ী ওজন হবে ১৫৭ গ্রামের মতো। এই সময়টাতে মুরগিগুলোকে প্রতিদিন ৩১ গ্রাম করে খাবার খাওয়াতে হবে তাহলে খুবই ভালো হবে এবং এদের বৃদ্ধি দ্রুত হবে।
টাইগার মুরগির সপ্তম দিনের খাবার তালিকা
সপ্তম দিনে এসে টাইগার মুরগী গুলোর বাচ্চা গুলোর বয়সের তুলনায় ওজন হবে ১৮৫ গ্রামের মতো। এই সময়টাতে মুরগিগুলোকে প্রতিদিন ৩৫ গ্রাম করে খাবার খাওয়াতে হবে।টাইগার মুরগির খাবার কিভাবে প্রস্তুত করবেন ও কি পরিমাণে দিবেন এই বিষয়ে জানার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন।
অন্য পোস্ট:টাইগার মুরগি চেনার উপায়
শেষকথা,আশা করি আজকের পোস্টটি যারা বিস্তারিত ও মনোযোগ সহকারে করেছেন তারা টাইগার মুরগির খাবার তালিকা বা টাইগার মুরগিকে কি পরিমানে খাবার দিতে হবে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। তারপরেও যদি এই নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।