ঘরে বসেই ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম
আমরা আপনাদের সুবিধার জন্য ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম এই আর্টিকেলে সঠিক পদ্ধতিতে তুলে ধরবো। ডিগ্রী এই বছরের ফলাফল দেখার সকল নিয়ম ও তথ্যর জন্য আশা করি আপনারা পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। লেখাটি পড়লে আপনারা ১ম, ২য়,৩য় বর্ষের ডিগ্রী রেজাল্ট নিজেরা ইন্টারনেটে বা sms এর মাধ্যমে বের করতে পারবেন পাশাপাশি আপনার বন্ধু/অপরের ডিগ্রি রেজাল্ট বের করে সাহায্য করতে পারবেন।
ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম
দুইভাবে ডিগ্রি পরীক্ষার রেজাল্ট দেখা যায়। প্রথমত অনলাইনে, দ্বিতীয়তো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে।
ডিগ্রী পড়ুয়া অনেক শিক্ষার্থী জানে না কিভাবে ডিগ্রি পরীক্ষার রেজাল্ট দেখতে হয় এবং মার্কশিট সহকারে তা ডাউনলোড করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ফলাফল প্রকাশের দুই-চার দিন পর অনেক শিক্ষার্থী রেজাল্ট টের পায়। তাই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাদের উদ্দেশ্যে ডিগ্রি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সহজভাবে শেয়ার করতে চলেছি।
ডিগ্রি রেজাল্ট দেখবেন যেভাবে:
১. প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd results প্রবেশ করুন।
২. ডিগ্রী রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটের ডিগ্রী অপশনে ক্লিক করুন।
৩. আপনার যে বর্ষ প্রয়োজন ( ১ম,২য়,৩য়, ) সে অনুযায়ী অপশনে ক্লিক করুন।
৪. ইনফরমেশন বক্সে সঠিক পরীক্ষার সাল প্রদান করুন।
৫. পাশাপাশি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটি সেখানে বসাতে হবে।
৬. ক্যাপচা পূরণ করে অনুসন্ধান বাটনে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে কাঙ্খিত রেজাল্ট।
৭. আপনি যদি ডিগ্রি রেজাল্ট ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
৮. আপনি চাইলে নিচের দেখানো পদ্ধতি অনুযায়ী মোবাইল থেকে এসএমএস করেও রেজাল্ট দেখতে পারবেন।
মনে রাখবেন প্রতিটি তথ্যই সঠিক এবং যথাযথ হতে হবে। একটি সংখ্যা গত ভুল তথ্য দিলেও রেজাল্ট আসবে না, সুতরাং তথ্য পূরণ করার সময় ধীরে-সুস্থে কাজ করতে হবে।
ডিগ্রী রেজাল্ট দেখার লিংক
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ডিগ্রী রেজাল্ট সংক্রান্ত তথ্য ও ডিগ্রী রেজাল্ট দেখার লিংক: www.nu.ac.bd/result
অন্যদিকে ম্যাসেজ/এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পারেন। কেননা রেজাল্ট প্রকাশের পর অনেক সময় দেখা যায় জাবির সার্ভার লোডিং হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে তখন আপনার রেজাল্টটি নিতে অনেক ঝামেলায় পড়তে হয়। সেই সময় মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনি আপনার ডিগ্রী পরীক্ষার কাঙ্খিত ফলাফলটি সহজেই পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনারা নিচের পদ্ধতি অনুসরণ করে রেজাল্টটি পেতে পারেন।
"NU<Space>DEG<Space<>Roll No" তারপর Send করুন 16222 নম্বরে।
3rd year ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম
NUBD এর 3rd year ডিগ্রী রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হয়েছে।গত ০৬/০২/২০২৩ তারিখ রাত ৮ টা থেকে এই ফলাফল রোল নাম্বার দিয়ে এসএমএস এবং ওয়েবসাইটে দেখা যাবে। জানা যায় সারা দেশের মোট ৭১১ টি কেন্দ্রে ১৮৭৩ টি কলেজের সর্বমোট ১৬৩২২৭ জন (নিয়মিত,অনিয়মিত, ও মান উন্নয়ন) পরীক্ষার্থী এই ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ডিগ্রি ২০২৩ এর চূড়ান্ত ফলাফল শেষে গড় পাশের হার ৫৭.৮৫%।
3rd year ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার সাইট গুলো হলো, http://result.nu.ac.bd ,
http://103.113.200.7
http://www.nu.ac.bd/results
তিনটি সাইটের যেকোনো একটি সাইটে ভিজিট করুন।
এরপর ওয়েবসাইটের অপশন থেকে ডিগ্রী বাটনটি সিলেক্ট করুন।
এবার ৩য় বর্ষ (3rd year) বাটনে ক্লিক করুন।
সেখানে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন, পরীক্ষার সাল (২০২০) দিয়ে দিন।
তারপর ক্যাপচা ঘরটি সঠিকভাবে দিয়ে দিন।
তথ্য/ক্যাপচা সঠিক হলে রেজাল্ট অনুসন্ধান বাটনে ক্লিক করুন
এখন নিজেই ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার ফলাফল দেখে ফেলুন।
হঠাৎ হঠাৎ সাইট ডাউন থাকে তাই তিনটি ওয়েবসাইটের লিংক দেয়া হয়েছে এখান থেকে যেকোন একটি লিংকে ক্লিক করুন।
1st year ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম
গত বছর ২০২২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় সারাদেশের মোট ৭০৫ টি কেন্দ্রে ১৮৯২ টি কলেজের সর্বমোট ২ লাখ ৫২ হাজার ৭৮৭ জন নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ এ সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।যেখানে গড় পাশের হার ছিল ৮৮ দশমিক ২০ শতাংশ।
1st year ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম,
অনলাইনে ডিগ্রি পরিক্ষার রেজাল্ট দেখতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/।
এরপর রেজাল্ট পেজের বাম সাইড থেকে সার্চ অপশন এ গিয়ে ডিগ্রি ১ম বর্ষ পছন্দ করুন।
NU ওয়েবসাইটের সার্চ বক্সে আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল দিয়ে সার্চ করুন।
আশা করি সার্চ শেষে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ডিগ্রি 1st year পরীক্ষার ফলাফল বা যেকোনো সার্টিফিকেট কোর্সের ফলাফল।
কিভাবে ডিগ্রী রেজাল্ট দেখব
ডিগ্রী পরীক্ষার রেজাল্ট মূলত দুইভাবে দেখা যায। সেগুলো হলো, অনলাইনে এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে। নিচের পদ্ধতি অনুসরণ করে SMS এর মাধ্যমে রেজাল্ট পেতে পারেন।
"NU<Space>DEG<Space<>Roll No" তারপর Send করুন 16222 নম্বরে।
ডিগ্রী পাস কোর্স যা তৃতীয় বর্ষ পরীক্ষা নামে পরিচিত। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এ পরীক্ষার ফলাফল বা রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd এ প্রকাশ করা হয়ে থাকে।
এছাড়াও আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বরের সাথে পরীক্ষার সন এবং ক্যাপচা কোড পূরণ করে আপনার কাঙ্খিত ডিগ্রী পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন। আপনি একই সাথে উক্ত ওয়েবসাইট থেকেই চাইলে মার্কশিট সহকারে রেজাল্ট দেখতে পারবেন পাশাপাশি মার্কশিট ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।
শেষকথা
ডিগ্রি সকল বর্ষের রেজাল্ট দেখার পদ্ধতি মূলত একই রকম। তাই আশা করি আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে সুন্দর করে অবগত হয়েছেন। তারপরও কোন কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে জানাতে পারেন আশা করি আমরা আপনাকে সুন্দর একটি সমাধান দিতে সচেষ্ট হবো।