ছাড়পত্রের জন্য আবেদন ও নমুনা কপি

 

ছাড়পত্রের জন্য আবেদন: আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক বৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আর্টিকেলের আলোচনা পর্বে। আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন তাহলে আসুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল আলোচনা শুরু করি। 



ছাড়পত্রের জন্য আবেদন



বিভিন্ন প্রয়োজনে আমাদের কখনো কখনো বিদ্যালয় থেকে চলে যেতে হয়। কখনো বাবা মায়ের চাকরির সূত্রে কখনো বা ফ্যামিলির অন্য কোনো কারণে। তবে কারণটা যাই হয়ে থাকুক না কেন তখন এক স্কুল থেকে অন্য স্কুলে যাবার জন্য আমাদের প্রয়োজন পড়ে ছাড়পত্রের। 


মূলত আপনি বর্তমানে যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুল যদি আপনাকে ছাড়পত্র প্রদান না করে তাহলে আপনি অন্যত্র ভর্তি হতে পারবেন না। তাহলে এখন করনীয় কি? করণীয় মূলত এটাই ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে স্কুলের প্রধান শিক্ষকের নিকট। আর তিনি যদি সেই পত্রটি আপনাকে দিয়ে থাকেন তাহলে আপনি অন্যত্র গিয়ে ভর্তি হতে পারবেন এবং শুরু করতে পারবেন আপনার পড়াশোনা। 


কিন্তু ছাড়পত্র কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আপনি কি জানেন? যদি না জানেন তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। কেননা আজ আমরা ছাড়পত্র লেখার সবচেয়ে সহজ ও সুন্দর নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। 


ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম


ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম অত্যন্ত সহজ। তবে কোন বিষয় যদি না জানা থাকে তাহলে তা সবার কাছেই কঠিন মনে হবে এটাই স্বাভাবিক। আমরা এর আগে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। ছারপত্রের জন্য আবেদন লেখার নিয়ম টা ঠিক একই রকম। তবুও আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করে উদাহরণ এবং নিয়মাবলী ধাপে ধাপে বুঝিয়ে দেব। 

মূলত আপনি যদি একটি ছাড়পত্র লিখতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে স্টেপ বাই স্টেপ যা যা করতে হবে সেগুলো হলো:


প্রথমত: আপনি যে তারিখে ছাড়পত্রটি শিক্ষকের নিকটে পাঠাচ্ছেন সেই তারিখ লিখতে হবে। 

দ্বিতীয়তঃ আপনি যার কাছে পাঠাচ্ছেন তার নাম লিখতে হবে। মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রধান শিক্ষকের নাম না লিখে আপনাকে "প্রধান শিক্ষক/অধ্যক্ষ শিক্ষক/প্রিন্সিপাল বলে সম্বোধন করতে হবে তাকে।

তৃতীয়তঃ আপনার বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঠিকানা লিখতে হবে।

চতুর্থত: আপনি কি বিষয়ে লিখছেন সেই বিষয়টা উপস্থাপন করতে হবে অর্থাৎ ছাড়পত্রের জন্য আবেদন এটা লিখতে হবে। 

পঞ্চমত: অল্প কথায় খুব সুন্দর ভাবে মূল আলোচনায় আপনাকে জানাতে হবে আপনার মতামত বা আপনার চাওয়া। 

ষষ্ঠমত: ইতি টেনে শেষ করতে হবে ছাড়পত্রের আবেদন। 

বিষয়টি আরো ক্লিয়ার ভাবে জানতে নিচের ছাড়পত্রগুলো মনোযোগ দিয়ে পড়ুন। 



অন্য পোস্ট:সার্টিফিকেট তোলার আবেদন করার নিয়ম


স্কুল থেকে ছাড়পত্রের জন্য আবেদন


মনে করুন আপনি এখন স্কুলে পড়াশোনা করছেন। ক্লাস -২. এখন হঠাৎ করে আপনার বাবা আপনাকে নিয়ে অনত্র চলে যাবে বলে চিন্তা করছেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রধান শিক্ষকের নিকট ছাড়পত্র চেয়ে আবেদন লিখতে হবে। সেক্ষেত্রে যা করতে হবে আপনাকে তা হলো:


তারিখ:১২ ফেব্রুয়ারি ২০২৩

বরাবর

প্রধান শিক্ষক

নলবাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিংড়া নাটোর


বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন


জনাব,

সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। মোছা: মিতু খাতুন। অনুগ্রহের সাথে জানাচ্ছি কিছু কারণবশত আমাকে এই স্কুল ছেড়ে যেতে হচ্ছে। আমরা মূলত নাটোর থেকে ঢাকাতে বসবাসের চিন্তাভাবনা করছি। কেননা সেখানে আমার পিতা চাকরিরত। তাই অনুগ্রহপূর্বক আমার ছাড়পত্র টা অবশ্যই প্রয়োজন।


তো মহোদয়ের নিকট আকুল আবেদন আমাকে ছাড়পত্র দিয়ে অন্যত্র ভর্তি হবার সুযোগ করে দিতে বাধিত থাকবেন। 


বিনীত নিবেদিতা

মোছা: মিতু খাতুন

ক্লাস: ২

রোল নম্বর: ০১


কলেজ থেকে ছাড়পত্রের জন্য আবেদন


ঠিক একইভাবে কলেজ থেকে যদি আপনি ছাড়পত্র নিতে চান সেক্ষেত্রে আপনাকে এই একই নিয়ম অনুসরণ করে লিখতে হবে। আসুন একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ারলি জেনে নেয়া যাক।


তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৩

বরাবর

অধ্যক্ষ

এনএস গভমেন্ট কলেজ নাটোর

সিংড়া-নাটোর


বিষয়: ছাড়পত্র চেয়ে আবেদন।


জনাব,

সবিনয় নিবেদন এই যে আমি আপনার কলেজের একজন নিয়মিত ছাত্রী, আমার বাবার চাকরির সূত্রে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্তের কারণে ছাড়পত্রের প্রয়োজন। 


অতএব মহাদয়ের নিকট আকুল নিবেদন আমাকে আমার ছাড়পত্র দিতে বাধ্য থাকবেন। 


বিনীত নিবেদিকা

মোছা: নীলা খাতুন

রোল: ১২০০০৭


স্কুল পরিবর্তনের জন্য আবেদন পত্র | ছাড়পত্রের জন্য আবেদন ৩য় শ্রেণী



বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি-TC) পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো/ মনে কর, তোমার নাম নাদিয়া ফাতিমা। তোমার বাবা চাকরি সূত্রে বদলি হবে। আর তাই তুমিও সাথে যাবে।  তো এইজন্য তোমার বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রয়োজন। তাই, ছাড়পত্র (টিসি) চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ। 


১২ ফেব্রুয়ারি ২০২৩

বরাবর ,

প্রধান শিক্ষক,

রংপুর সরকারিপ্রাথমিক বিদ্যালয়, রংপুর। 

বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন। 

 

জনাব, 


সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার আব্বা একজন সরকারি চাকরিজীবি। বদলিজনিত কারণে তাঁর কর্মস্থল পরিবর্তন হওয়ায় আমাকেও বিদ্যালয় পরিত্যাগ করে আমার আব্বার নতুন কর্মস্থল বগুড়ায় চলে যেতে হচ্ছে। এমতাবস্থায় নতুন বিদ্যালয়ে ভর্তির জন্য ছাড়পত্র প্রয়োজন। 


অতএব, বিনীত নিবেদন, আমাকে বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র প্রদান করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব। 

বিনীত নিবেদিকা, 

আপনার একান্ত অনুগত ছাত্র 

নাদিয়া ফাতিমা

শ্রেণি-৩য় 

রোল নং: ২১ 



অন্য পোস্টঃপ্রতিবেদন লেখার নিয়ম



ছাড়পত্রের জন্য আবেদন ৪র্থ শ্রেণি



তারিখ: ২৮ ডিসেম্বর, ২০২২ 

বরাবর 

প্রধান শিক্ষক 

বাড্ডা আলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় বাড্ডা, ঢাকা 

বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন । 


জনাব, 

যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নাদিয়া ফাতিমা আপনার বিদ্যালয়ের চতুর্থ  শ্রেণির ছাত্রী। আমার রোল নং-১। আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী। সম্প্রতি আমার বাবা চাকরিসূত্রে খুলনা জেলায় বদলি হয়েছেন। আমাকেও তার সাথে খুলনায় যেতে হবে। সঙ্গত কারণে আমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ে ভর্তি করাবেন। তাই আমার ছাড়পত্রের বিশেষ প্রয়োজন। 


অতএব, সবিনয় নিবেদন এই যে, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র প্রদান করে আমার লেখাপড়ার পথ সুগম করতে জনাবের আজ্ঞা হোক। 

বিনীত নিবেদিকা আপনার অনুগত ছাত্রী 

নিলা ফাতিহা 

শ্রেণি-৪র্থ 

রোল নং-০১



ছাড়পত্রের জন্য আবেদন ৫ম শ্রেণী



তারিখঃ১২ ফেব্রুয়ারি ২০২৩

বরাবর

প্রধান শিক্ষক

হেমনগর শশীমুখী প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল।


বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।


জনাব,

যথবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি সুমন হোসেন আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। আমার শ্রেণির রোল নং ১। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি আমার বাবা রাজশাহীতে বদলী হয়েছেন। আমাকেও তার সাথে রাজশাহীতে যেতে হবে। সঙ্গত কারণে আমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে রাজশাহী কলেজিয়েট স্কুলে ভর্তি করবেন।

অতএব, সবিনয় নিবেদন এই যে, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র প্রদান করে আমার লেখাপড়ার পথ সুগম করতে জনাবের আজ্ঞা হোক।

বিনীত নিবেদক 

আপনার অনুগত ছাত্র

সুমন হোসেন

শ্রেণি: ৫ম, 

রোল নং ১. 

ছাড়পত্রের জন্য আবেদন class 6


১২ ফেব্রুয়ারি ২০২৩

প্রধান শিক্ষক,

মতিঝিল মডার্ন স্কুল,

ঢাকা।

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের ষষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তাকে ঢাকা থেকে কুমিল্লায় বদলি করা হয়েছে। আমাদের পরিবার শীঘ্রই নতুন জায়গায় স্থানান্তরিত হতে চলেছে। এখানে আমার সাথে থাকার মতো কোন আত্মীয়ও নেই। তাই আপনার স্কুলে পড়ালেখা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায়, আমার একটি ট্রান্সফার সার্টিফিকেটের খুব প্রয়োজন।

অতএব, সবিনয় নিবেদন, বিদ্যালয়ের পাওনা সমস্ত ফি প্রাপ্তির পর নতুন বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।

আপনার একান্ত অনুগত ছাত্র,

আরিফ

শ্রেণি- ষষ্ঠ, 

রোল নং-৩


অন্য পোস্ট :স্ট্যাম্প লেখার নিয়ম

বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র চেয়ে আবেদন



তারিখঃ১২ ফেব্রুয়ারি ২০২৩

বরাবর

প্রধান শিক্ষক

নলবাতা উচ্চ বিদ্যালয়


বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।


জনাব,

যথবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি সেতু রানী আপনার বিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্রী। আমার শ্রেণির রোল নং ১। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি আমার বাবা ঢাকাতে বদলী হয়েছেন। আমাকেও তার সাথে সেখানে যেতে হবে। সঙ্গত কারণে আমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে ঢাকার একটি স্কুলে ভর্তি করবেন।

অতএব, সবিনয় নিবেদন এই যে, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র প্রদান করে আমার লেখাপড়ার পথ সুগম করতে জনাবের আজ্ঞা হোক।

বিনীত নিবেদিকা

আপনার অনুগত ছাত্রী 

সেতু রানী 

শ্রেণি: ১০ম. 

রোল নং ১.

ছাড়পত্রের জন্য আবেদন ফরম



ছাড়পত্রের জন্য আবেদন ও নমুনা কপি


জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়পত্রের জন্য আবেদন ফরম


ছাড়পত্রের জন্য আবেদন ও নমুনা কপি



বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন | ছাড়পত্রের নমুনা কপি


ছাড়পত্রের জন্য আবেদন ও নমুনা কপি


ছাড়পত্রের অনুমতির জন্য আবেদন দরখাস্ত


১২ ফেব্রুয়ারি ২০২৩ 

বরাবর

প্রধান শিক্ষক

হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের একজন নিয়মিত ছাত্র। আমার আব্বা একজন সরকারি চাকরিজীবি। বদলিজনিত কারণে তাঁর কর্মস্থল পরিবর্তন হওয়ায় আমাকেও বিদ্যালয় পরিত্যাগ করে আমার আব্বার নতুন কর্মস্থল চট্টগ্রাম চলে যেতে হচ্ছে। এমতাবস্থায় নতুন বিদ্যালয়ে ভর্তির জন্য ছাড়পত্র প্রয়োজন।

অতএব, বিনীত নিবেদন, আমাকে বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র প্রদান করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।

বিনীত 

নিরব হোসেন 

রোলঃ ০১ 

ক্লাসঃ ৯ম. 


ছাড়পত্রের জন্য আবেদন ও নমুনা কপি


চাকরির ছাড়পত্রের জন্য আবেদন


তারিখঃ ১২ ফেব্রুয়ারি ২০২৩ 

বরাবর

ব্যবস্থাপক

মানব সম্পদ বিভাগ

এবিসি কোম্পানি লিঃ

বনানী, ঢাকা।

 

বিষয়ঃ চাকুরি থেকে অব্যাহতি পাওয়ার আবেদন।

 

জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি কামরুল ইসলাম আপনার কোম্পানীতে দীর্ঘ ৩ বছর যাবত হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার জন্য আগামী ০১-১০-২০২২ ইং তারিখ থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।

 

নিবেদক-

স্বাক্ষর

(কামরুল ইসলাম)

হিসাবরক্ষক

এবিসি কোম্পানি লিঃ

বনানী, ঢাকা।

ছাড়পত্রের জন্য আবেদন ও নমুনা কপি

 


পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বৃন্দ, ছাড়পত্রের জন্য আবেদন সম্পর্কিত আজকের আর্টিকেলটি আমরা এখানেই শেষ করছি। আশা করি আমাদের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করে আপনি একেবারে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন পত্র লিখতে সক্ষম হবেন। তবুও যদি কোন প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানান সে সাথে নিয়মিত পোস্টের নোটিফিকেশন পেতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post