vivo v23 pro দাম কত।vivo v23 pro price in bangladesh
ভিভো বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় ফোন। গত বছরের শুরুতেই ভারতে লঞ্চ করা হয় vivo এর এই নতুন সিরিজটি। আপনার যদি চাহিদা থাকে একটি ভালো মানের সেলফি ক্যামেরা ফোন তাহলে আপনার ভিভো সিরিজের এই ফোনটি ক্রয় করা উচিত। ভিভোর এই সিরিজটির আরেকটি মূল আকর্ষণ হলো এর রঙ্গ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল যা সহজেই মানুষকে আকৃষ্ট করতে সক্ষম। কিন্তু এই vivo v23 pro দাম কত?
vivo v23 pro এর ব্যাটারি ব্যাকাপ বেশ ভালো মানের। এর রয়েছে একটি বড় ব্যাটারি যা 4,300 mAh এর। ব্যাটারিটি অসংখ্য কল, মেইল, ভিডিও ওয়াচিং, মিউজিক প্লেব্যাক ও অন্যান্য কাজ করার পরও দিনশেষে মোটামুটি চার্জ বজায় থাকে। এর রয়েছে 44W এর চার্জার যা ডুয়াল-ইঞ্জিন দ্রুত চার্জ প্রযুক্তির সাথে আসে এবং প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যে (প্রায়) ব্যাটারি রিফিল করে।
Vivo V23 Pro একটি 6 এনএম-ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত যা 3.0GHz এ ক্লক করা হয়েছে। চিপসেটটি 256GB পর্যন্ত স্টোরেজের সাথে 12GB পর্যন্ত RAM এর সাথে আসে। এছাড়াওে এটিতে আপনি এক্সটার্নাল 4GB ভার্চুয়াল RAM যোগ করতে পারবেন যা আপনার স্টোরেজের কিছু অংশ মেমরি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।
vivo v23 pro ফোনটি ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই সমর্থন করে। এটি উভয় WLAN ব্যান্ড যেমন 2.4GHz এবং 5GHz সমর্থন করে। দামের তুলনায় ফোনটি জল প্রতিরোধে সক্ষম না যা এটির মানকে কিছুটা কমিয়ে দেয়
ফোনটির 108MP প্রাথমিক ক্যামেরা, একটি 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে৷ সেলফির জন্য, Vivo একটি 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর সহ 50MP প্রাথমিক স্ন্যাপারের সেটআপে আসে। আরও ভাল কম-আলো সেলফির জন্য এটি রঙের পরিমাণ পরিবর্তন করতে সক্ষম এবং এর সামনে দুটি স্পটলাইট রয়েছে। চলুন vivo v23 pro দাম কত তা জেনে নেই।
vivo v23 pro এর মূল্য: ৩৮,৯৯০ টাকা (8GB RAM + 128GB)
এক নজরে vivo v23 pro এর স্পেসিফিকেশন
অন্য পোস্টঃvivo y 20 বাংলাদেশে দাম কত
vivo v23 pro এর ভালো দিক
vivo v23 pro এর ডিসপ্লে ও ব্যাক লুকিং বেশ চমৎকার।
সেলফি ক্যামেরা উন্নত মানের যা কম আলোতেও ছবি তুলতে সক্ষম।
প্রতিদিনের ব্যবহারের জন্য বেশ ভালো।
কর্মক্ষমতার দিক থেকে এটি অনেকটা এগিয়ে।
চমৎকার ব্যাটারি লাইফ।
vivo v23 pro এর মন্দ দিক
ডিসপ্লে প্রদর্শন ততটা ভালো নয়।
সিঙ্গেল স্পিকার।
vivo v23 pro দাম কত নিয়ে শেষকথা
vivo v23 pro দাম কত সেটি আমি উপরে এর স্পেসিফিকেশনসহ বলেছি। শুধু ভিভো (vivo) নয় যেকোন ফোন কেনার আগে অবশ্যই এর দাম সম্পর্কে ও এর ফিচার ভালোভাবে জেনে নেওয়া উচিত। কারণ বাজারে বিভিন্ন দামের ফোন যেমন রয়েছে ঠিক তেমনি প্রতিটি ফোনের বৈশিষ্ট্যেও বেশ পার্থক্য রয়েছে। কোন ফোন কোম্পানি ব্যাটারি, কোনটি ক্যামেরা আর কোনটি বিশেষ কোন বিষয়ে ফোকাস করে ফোন তৈরি করে থাকে। তাই আপনার চাহিদা, বাজেট ও প্রয়োজন অনুসারে যাচাই করেই ফোন ক্রয় করুন।