ঘি এর দাম কতঃ ঘি আমাদের দেশে মিষ্টি জাতীয় খাবার তৈরিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এটি আপনি প্রতিদিনকার খাবার রান্নাতেও ব্যবহার করতে পারবেন। এই ঘি এর পুষ্টিগুণ অনেক বেশি। ঘি ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বির সমৃদ্ধ উৎস। যদিও চর্বি পরিমিতভাবে খাওয়া উচিত, গবেষণায় দেখা গেছে যে, চর্বিযুক্ত খাবার যেমন ঘি খাওয়া শরীরকে কিছু প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ শোষণ করতে সাহায্য করে। ঘি দিয়ে স্বাস্থ্যকর খাবার এবং শাকসবজি রান্না করা আপনাকে আরও পুষ্টি শোষণ করতে সাহায্য করতে পারে। এখন জানা দরকার এই পুষ্টিকর ঘি এর দাম কত?
ঘি এর দাম কত
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ঘি পাওয়া যায়। খাঁটি ঘি চেনার উপায় এর ঘ্রাণ। বাজারে প্রতিটি কোম্পানিই তাদের ঘিকে খাঁটি বলে বিক্রি করে কিন্তু খাঁটি ঘির সাধারণত দাম একটু বেশিই হয়ে থাকে। বাজারে যদি আপনি একেবারে খাঁটি ঘি কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে ১২৯৯ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।
১০০ গ্রাম ঘি এর দাম
সাধারণত ঘি ১০০ বা ২০০ গ্রাম করেই মানুষ বেশি কিনে থাকেন। ১০০ গ্রাম ঘি এর দাম ১৩০ টাকা।
প্রাণ ঘি এর দাম
প্রাণ বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি কোম্পানি। প্রাণের বিভিন্ন পণ্য সারাবিশ্বে রয়েছে। প্রাণের সবচেয়ে জনপ্রিয় পণ্য হচ্ছে এর দুধ ও ঘি। বেশিরভাগ মানুষ প্রাণের ঘি কিনতেই বেশি পছন্দ করে থাকেন তাই এর চাহিদাও অনেক বেশি হয়ে থাকে।
প্রাণ ঘি এর দাম
১০০ গ্রাম প্রাণ ঘি = ১৩০ টাকা
২০০ গ্রাম প্রাণ ঘি = ২৪০ টাকা
৪০০ গ্রাম প্রাণ ঘি = ৬২০ টাকা
আড়ং ঘি এর দাম
আড়ং বাংলাদেশের একটি প্রসিদ্ধ কোম্পানি। তাদের নিজস্ব অনেক পণ্য রয়েছে তার মধ্যে একটি হলো আড়ং ঘি। এটি সাধারণত দুইটি প্যাকেজিং এর মাধ্যমে বাজারে আসে।
আড়ং ঘি এর দাম
৪০০ গ্রাম আড়ং ঘি = ৫২০ টাকা
৯০০ গ্রাম আড়ং ঘি = ১১০০ টাকা
১ কেজি ঘি এর দাম কত
১ কেজি ঘির এর দাম ১২০০ - ১৫০০ টাকা। ঘি ১০০ গ্রামের প্যাকেজিং থেকে শুরু করে ১০০০ গ্রাম অর্থাৎ ১ কেজির প্যাকেজিংয়ে পর্যন্ত পাওয়া যায়।
সমাপ্তি
বর্তমানে খাঁটি জিনিস পাওয়া বেশ মুশকিল কিন্তু ঘি এখনো খাঁটি পাওয়া যায়। অনেকেই আবার হোমমেড ঘি তৈরি করে বাজারে বিক্রি করে থাকেন। ঘি খাবারের স্বাদ যেমন বাড়িয়ে তোলে ঠিক তেমনি এর পুষ্টিগুণ রয়েছে অনেক বেশি। তাই আজকের পোস্টে আমি আপনাদের সাথে বাজারে গ্রাম হিসেবে ঘি এর দাম কেমন তা জানানোর চেষ্টা করেছি।