জরিমানা মওকুফের জন্য আবেদন করার নিয়ম
স্টুডেন্ট লাইফে জরিমানা মওকুফের জন্য আবেদনটি ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেই এর ব্যবহার বেশি দেখা যায়।কেননা,প্রাইমারি লেভেল থেকেই জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লিখা শিখতে হয়। সাধারণত এই সময়েই ৫ম শ্রেণি হতে হাইয়ার লেভেল শিক্ষার্থীদেরকে যাচাই করার জন্য এবং স্কিলফুল করার জন্য শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে পরীক্ষায় উক্ত আবেদনপত্র দিয়ে থাকে।
বিভিন্ন সময় আমাদেরকে প্রয়োজনের তাগিদে জরিমানা মওকুফের জন্য আবেদন বা দরখাস্তপত্র লেখার প্রয়োজন হয় । এছাড়া পরীক্ষার খাতায়ও এধরনের দরখাস্ত লেখার কথা বলা হয় থাকে।তাই সামগ্রিকভাবে চিন্তা করলে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন সম্পর্কে একজন শিক্ষার্থীর জ্ঞান থাকা আবশ্যক।
বিশেষ করে অন্যের সাহায্য,সহযোগিতা,বায়না,বা চাকুরী এগুলো নেওয়ার ক্ষেত্রে এবং শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে কোন না কোন ভাবে এই দরখাস্ত/আবেদনপত্র প্রয়োজন হয়ে থাকে।
পারিপার্শ্বিক সহ নানা কারণে একজন শিক্ষার্থীর বেতন দিতে কিছুটা বিলম্ব হতেই পারে।এটা স্বাভাবিক একটি নিয়ম। কিন্তু সে বিধায় আমাদের দেশে অবস্থিত অনেক বিদ্যালয় রয়েছে, যেগুলোতে জরিমানা করে থাকে। নির্দিষ্ট সময়ে বেতন না দিতে পারলে সেই সময় থেকে জরিমানা শুরু হয়।
অনেক শিক্ষার্থী আছে, যাদের সময় মতো প্রতিমাসে বেতন পরিশোধ করার সামর্থ্য আর্থিকভাবে থাকে না। আর যখনই বিদ্যালয়ের বেতন নির্দিষ্ট সময়ে দিতে অসমর্থ হয়, তখনই প্রধান শিক্ষক হতে নির্দেশিত আইনে শিক্ষার্থীদের উপর জরিমানা হয়।
সেই শিক্ষার্থীদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট যুক্তিগত কারণ ব্যাখ্যা করে যে আবেদনপত্রের মাধ্যমে,যে কেন সে এই মাসে বা গত মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন দিতে পারে নি, তাহলে প্রধান শিক্ষক সেই ছাত্রের উপর থেকে জরিমানা মওকুফ করে দিতে পারেন।এখন সেই জরিমানা মওকুফের জন্য আবেদন পত্রটি কিভাবে লিখবেন তা নিম্নে দেয়া হলো,
তারিখ :০৩,০২,২০২৩
মাননীয়,
প্রধান শিক্ষক।
নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়,মৌলভীবাজার, সিলেট।
বিষয়:জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্রী।আমি আপনার বিদ্যালয়ে সকল নিয়ম-কানুন মান্য করে লেখা-পড়া করে আসছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন পরিশোধ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আর্থিক কিছু সংকটের কারনে গত মাসে আমি বিদ্যালয়ের বেতন পরিশোধ করতে পারি নি।তাই বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সঠিক সময়ের মধ্যে যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয়ের বেতন দিতে ব্যর্থ হয়, তাহলে নির্দিষ্ট পরিমাণ জরিমানা তাঁর উপর ধার্য করা হয়।নিয়ম অনুযায়ী আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু আজকে আমি আমার বেতন পরিশোধ করতে চাই, তবে আমার পক্ষে জরিমানা সহ বেতন পরিশোধ করা অসম্ভব। তাই প্রধান শিক্ষকের নিকট আমার আকুল আবেদন যে, গত মাসের বেতন দিতে ব্যর্থ হওয়ার আমার উপর আরোপিত জরিমানা মওকুফ করে বেতন পরিশোধের সুযোগ তৈরি করে দিয়ে বাধিত করবেন।
অতএব, আপনার সমীপে বিনীত নিবেদন এই যে,প্রধান শিক্ষক তাঁর সহৃদয়ে বিবেচনার মাধ্যমে জরিমানা মওকুফ করে আমাকে বেতন পরিশোধের সুযোগ তৈরি করে দেওয়া হয়, তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকিব।
নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্রী,
নাম:আয়েশা খাতুন
শ্রেণি:দশম
রোল নং:০৪
উপরোক্ত আবেদন পত্রটি হলো জরিমানা মওকুফ করে প্রধান শিক্ষকের নিকট আবেদন করার ফরম্যাট।এখন আমরা জানবো অনেকদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারনে যে জরিমানা করা হয়,সেই জরিমানা মওকুফের জন্য কিভাবে আবেদন করা হয়।
তারিখ:০৩,০২,২০২৩
বরাবর,
প্রধান শিক্ষক
মৌলভীবাজার সরকারি কলেজ, সিলেট।
বিষয়:জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদক এই যে,
আমি আপনার কলেজের অনার্স প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। উনার খেদমতে আমি ৫দিন যাবত কলেজে অনুপস্থিত ছিলাম। কলেজে অনুপস্থিত থাকার কারণে কলেজ কর্তৃপক্ষ আমাকে ১০০০/= টাকা জরিমানা করেছে। যা পরিশোধ করা আমার পরিবারের জন্য খুবই কষ্টকর।
অতএব,
মহোদয় সমীপে আমার আকুল আবেদন এই যে, আমার আর্থিক পরিস্থিতির বিবেচনায় জরিমানা মওকুফ করে ক্লাসে প্রবেশের অনুমতিদানে আপনার সুমর্জি কামনা করি।
নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রী
নাম:খাদিজা আক্তার
শ্রেণীঃ অনার্স প্রথম বর্ষ
রোল-০৭
এবং ঠিক অনুরুপ ভাবে হয়তো আপনার শারিরীক কোনো অসুস্থতার কারনে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন,সেই অনুযায়ী প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখতে পারেন।
অসুস্থতার জন্য জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র নিম্নে দেওয়া হলো:-
তারিখ :০৩,০২,২০২৩
মাননীয়,
প্রধান শিক্ষক।
দিলদার পুর উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার, সিলেট।
বিষয়ঃজরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান পূর্বক নিবেদ, এই যে আমি আপনার স্কুলের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমার অসুস্থতার কারণে আমি গত পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিলাম। এজন্য স্কুলে আমি উপস্থিত হতে পারিনি। এই পাঁচ দিন অনুপস্থিত থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ আমাকে ৫০০ টাকা জরিমানা করেছে।আর্থিক অবস্থানের দিক দিয়ে যা পরিশোধ করা আমার জন্য খুবই কষ্টকর।
অতএব, আপনার সমীপে আমার আকুল আবেদন এই যে,আমার অসুস্থতা ও আর্থিক পরিস্থিতি বিবেচনার মাধ্যমে জরিমানা মওকুফ করে ক্লাসে প্রবেশের অনুমতিদানে বাধিত করবেন।
নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রী
নাম:সিমা আক্তার
শ্রেণী :নবম
রোল নং:০৩
এই আবেদন গুলার মাধ্যমেই আপনার বিদ্যালয়ের জরিমানা থেকে পরিত্রান পেতে পারেন।আশাকরি পোস্টটি পড়ে আপনারা জরিমানা মওকুফের জন্য আবেদন এসব সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছেন।এই বিষয় সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।