উপবৃত্তির ফরম পূরণ করার নিয়ম
আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা উপবৃত্তি সম্পর্কে আলোচনা করবো।এই উপবৃত্তি দরিদ্র ছাত্র-ছাত্রীদেরকে দিয়ে থাকে। কিন্তু এই উপবৃত্তি পেতে হলে সঠিকভাবে ফরম পূরণ করতে হবে। তাই আজকের পোস্টে উপবৃত্তি ফরম পূরণ করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে।তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাকঃ-
উপবৃত্তি ফরম পূরণ করার নিয়ম /প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি ফরম ২০২২
প্রথমত ছাত্রছাত্রীদের হাতে কলমে ফরম পূরণ করতে হবে।কম্পিউটার টাইপিং করে ফরম পূরণ করা যাবে না। তারপর ফরমের পাশে লেখা থাকবে সমন্বিত উপবৃত্তি কর্মসূচী,প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট,শিক্ষা মন্ত্রণালয় এবং আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি লেখা থাকবে। ফরম পূরণের জন্য ২ থেকে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ছাত্র-ছাত্রীদের।
এরপর আবেদনকারীর ব্যাক্তিগত তথ্যাদি লাগবে। ছাত্রছাত্রীর পরিচয় নম্বর এবং জন্মনিবন্ধন সনদ নম্বর (১৭ ডিজিট) লাগবে। তারপর সিরিয়াল অনুযায়ী ফরম পূরণ করতে হবে।সিরিয়ালে যেভাবে বসাতে হবে তা নিচে দেখানো হলোঃ
১.আবেদনকারীর নাম
২. লিঙ্গ(ছেলে হলে ছেলের ঘরে টিক দিতে হবে এবং মেয়ে হলে মেয়ের ঘরে টিক দিতে হবে)।
৩.গ্রাম,ওয়ার্ড,ইউনিয়ন,পৌরসভা
৪.জন্মতারিখ
৫. আবেদনকারীর পিতা মাতার তথ্য এবং তাদের জাতিয় পরিচয় পত্র নম্বর(১০ অথবা ১৭ ডিজিট)।
৬. পিতা-মাতার অবর্তমানে অভিভাবকের নাম এবং তার পরিচয়পত্র নম্বর
৭.অভিভাবকের ঠিকানা- গ্রাম,ইউনিয়ন,পৌরসভা,ওয়ার্ড,উপজেলা,জেলা।
৮.পড়াশোনার খরচ কে বহন করে- তার নামে টিক চিহ্ন দিতে হবে।
৯.আবেদনকারী কি বাংলাদেশের কোনো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কিনা
১০.আবেদনকারী ছাত্রছাত্রী কি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান (মুক্তিযোদ্ধা নাতি/নাতনি) যদি হয়ে থাকে তাহলে প্রমাণসহ কাগজ ফরমের সাথেই দিয়ে দিতে হবে।
১১.আবেদনকারীর অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা।
১২. আবেদনকারীর অভিভাবকের স্বামী/স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা।
১৩.আবেদনকারীর পূর্বের শিক্ষার লেভেল প্রমাণসহ দিয়ে দিতে হবে।
১৪. আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি/শিক্ষাভাতা পায় কিনা তা হ্যাঁ বা না টিক চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিতে হবে।
১৫.আবেদনকারীর অভিভাবকের মোবাইল ফোন নম্বর যার মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণের খুদেবার্তা পেতে ইচ্ছুক
১৬. আবেদনকারীর কি কোনো শারীরিক প্রতিবন্ধিতা আছে কিনা
১৭. আবেদনকারীর অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধিতা আছে কিনা
১৮.আবেদনকারীর পরিবারের কোনো সদস্য কি জন্মগতভাবে/দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন কিনা
১৯.আবেদনকারী কি কোনো দীর্ঘস্থায়ী রোগের জন্য ঔষধের উপর নির্ভরশীল কিনা
২০.আবেদনকারীর পরিবারের কোনো সদস্য কি কোনো মানসিক রোগে ভুগছেন কিনা ।
২১.আবেদনকারীর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানর নাম এবং ইআইআইএন নম্বর দিয়ে দিতে হবে।
২২. বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা -উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা,এইসব সম্পর্কে লিখে দিতে হবে।
২৩.আবেদনকারীর পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নাম
২৪.পিতা/মাতা/অভিভাবক কি কোনো চাকুরি করেন কিনা
২৫.আবেদনকারীর অভিভাবক কি গ্রামে/শহরে কোনো চাকুরি করেন কিনা তা নিচে টিক চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিতে হবে।
২৬.আবেদনকারীর মা-বাবা অথবা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে কিনা
২৭.পরিবারের কত জন সদস্য চাকুরি করেন
২৮.আবেদনকারীর অভিভাবক কোনো উৎস থেকে কি কোনো আয় করেন
২৯.আবেদনকারীর মা-বাবা অথবা অভিভাবকের মাসিক আয় কত
৩০. আবেদনকারীর মা-বাবা দুজনেই জীবিত আছেন কিনা বা একজন জীবিত থাকলে তিনি কে?
৩১.আঠারো বছরের নীচে পরিবারের সদস্য সংখ্যা
৩২.আবেদনকারীর পরিবারের কয়টি ঘর আছে
৩৩. আবেদনকারী কোন এলাকায় বাস করেন
৩৪.আবেদনকারীর বাড়িতে কয়টি কক্ষ আছে
৩৫.বাড়িতে বিদ্যুৎ আছে কি না
৩৬.বাড়িতে কক্ষের সাথে সংযুক্ত টয়লেট আছে কিনা
৩৭.বাড়িতে টেলিভিশন আছে কিনা
৩৮.রান্না হয় কি দিয়ে
৩৯.বাড়ির প্রধান ঘরের মেঝে কি দিয়ে তৈরি
৪০. বাড়ির দেয়াল কি দিয়ে তৈরি
৪১.বাড়ির ছাদ কি দিয়ে তৈরি
৪২.অভিভাবকের মালিকানায় মোট ভূমির পরিমাণ
৪৩.অভিভাবকের অন্যান্য কোন কার্ড আছে কিনা;যেমনঃভিজিডি কার্ড,ভিজিএফ কার্ড,বয়স্ক ভাতা কার্ড,বিধবা ভাতা কার্ড,স্বামী পরিত্যক্তা কার্ড এইসব প্রমাণপত্রসহ কাগজ জমা দিতে হবে।
ব্যাংক সম্পর্কে তথ্যাদি
৪৪. আবেদনকারীর অভিভাবকের কোনো হিসাব পরিচালনা করেন কিনা।
৪৫. ব্যাংকের নাম, মোবাইল ব্যাংক অপারেটরের নাম,ব্যাংক সম্পর্কে যাবতীয় সকল কিছু পূরণ করে দিতে হবে।
এইসব কিছু বাংলায় লিখে ফরম পূরণ করতে দিতে হবে।
নিচে ফরম পূরণের ছবিসহ দিয়ে দেওয়া হলোঃ
এই ফরমটি নিয়ম মেনে সঠিক ভাবে পূরণ করতে হবে।নিচের ভিডিওটি দেখে ফর্মটি পূরণ করুন-
যদি ফরমটি পূরণ করতে কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে উপরে ভিডিওটি দেখে ফর্মটি ধীরে ধীরে পূরণ করতে পারেন।
শেষ কথা,আশা করি আজকের পোস্টে যারা পড়েছেন তারা উপবৃত্তি ফরম পূরণের নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। তারপরেও যদি এই বিষয় সম্পর্কে কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।ধন্যবাদ।