ইজিবাইকের দাম কত ২০২৫
ইজিবাইকের দাম কত ২০২৫ |
ইজিবাইক অটো গাড়ির দাম কেমন হতে পারে | ইজি বাইক এর দাম
গ্রামাঞ্চলে এই অটোরিকশা খুব জনপ্রিয় এবং লোকেরা এটিকে তাদের প্রতিদিনের পরিবহন ব্যবস্থা হিসাবে ব্যবহার করে। এই অটোরিকশাগুলোর জন্য খুব বেশি খরচ হয় না এবং গ্রামগুলিতে প্রচুর লোক অটোরিকশা চালানোর মাধ্যমে আয়ের উৎস খুঁজে পান।
এই ধরণের অটোরিকশা তেল ব্যবহার না করায় তা প্রকৃতির কোনো ক্ষতি করে না। রিকশাগুলো ব্যাটারি চার্জের মাধ্যমে চালিত হয়। এক চার্জে ৮ থেকে ১০ ঘন্টা অবধি ব্যবহার করা যায়। সেজন্য অটোরিকশার চালকেরা সারা রাত চার্জ দিয়ে সারাদিন গাড়ি চালাতে পারে।এবার আসুন কয়েকটি অটোরিকশার দামটা জেনে নেইঃ
ইজিবাইক অটোরিকশার ছবি
অটো গাড়ির দাম?
আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী আপনাকে নির্বাচন করতে হবে। এসব অটোরিক্সা সাধারনত চায়না এবং জাপান থেকে আনা হয় এবং বাংলাদেশে ফিটিং করে বিক্রয় করা হয়। দাম 2,50,000 থেকে শুরু করে 3,50,000 টাকা পর্যন্ত।
মোটর চালিত অটো রিক্সার দাম?
এটি ৭৫ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এটিও সম্পুর্ন আপনার মডেল এবং ব্যাটারির চাহিদা অনুযায়ী।
মিশুক অটো গাড়ির দাম?
**আইপিএস ব্যাটারির নাম এবং দাম সহ ও অন্যান্য কিছু ব্যাটারির মূল্য তালিকাঃ
- Hamko HPD 80AH IPS Battery =৳12,000
- Lucas Appliance AP-150 Battery=৳24,000
- Lucas Appliance AP200 IPS Battery =৳27,000
- Rahimafrooz IPB-120 IPS Battery=৳22,200
- Rahimafrooz IPB-150 IPS Battery =৳25,500
- Hamko 200AH Battery=৳24,500
ব্যাটারির নাম এবং দাম দেওয়া হলো, অবশ্যই পুরোটা পড়বেন আপনাদের প্রয়োজনে আসবে।
পরিশেষে একটি কথাই বলবো আমাদের পোস্টটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা ইজিবাইক, ইজিবাইকের দাম,ব্যাটারি সম্পর্কে, ইজিবাইকের ব্যাটারির দাম এই সব, কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
বেকার আইটি
অনলাইন ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে বেকার আইটি এই ওয়েবসাইটি ভিজিট করুনঃ https://bekarit.com