মোবাইলকে কম্পিউটারের মতন বানানোর সহজ উপায়

মোবাইলকে কম্পিউটারের মতন বানানোর সহজ উপায়

আপনার কি কখনো মনে হয়েছে মোবাইলকে যদি কম্পিউটারের মত বানানো যেত তাহলে কেমন হতো। হ্যাঁ মোবাইলকে কিভাবে কম্পিউটার এর মত বানাবেন শুধুমাত্র অ্যাপ ব্যবহার করে আজকের পোস্টে শুধু সেই বিষয়েই আলোচনা করা হবে। অর্থাৎ এই অ্যাপ গুলো ব্যাবহার করে আপনি মোবাইলকে কম্পিউটার বানানো যাবে । আপনার ঠিক এরকম মনে হবে যেন কম্পিউটার ব্যবহার করছেন। তাই যারা নিজের এন্ড্রয়েড মোবাইল টি কে কম্পিউটারের মত বানাতে চান তারা অবশ্যই আজকের পোস্টটি মিস করবেন না।



মোবাইলকে কম্পিউটার বানানোর সহজ উপায়


আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি যদি কম্পিউটারের মত বানিয়ে ফেলতে চান তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে কিছু অ্যাপ ব্যবহার করতে হবে। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুব সহজেই মোবাইলকে কম্পিউটারের মত বানানো যাবে।


আমি যে অ্যাপগুলোর কথা বলতেছি এই অ্যাপ গুলো সম্পূর্ণ ফ্রি এবং আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ গুলো ডাউনলোড করে নিতে পারবেন।আর এই অ্যাপ ব্যবহারে আপনার মোবাইল হয়ে যাবে অনেকটা কম্পিউটারের মত।


১.Windows Launcher APP


যারা নিজের এন্ড্রয়েড মোবাইল দিয়ে কম্পিউটারের মত বানাতে চান তারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। কেননা windows launcher app একটি অসাধারণ অ্যাপ এবং এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনার মোবাইলটি Windows 10 কম্পিউটারের মত হয়ে যাবে।



অর্থাৎ কোন ব্যক্তির পার্সোনাল কম্পিউটারের চেহারা যে রকম হয়ে থাকে ঠিক তেমন হবে অ্যাপ্লিকেশনটি চালু হওয়ার পরপরই। অ্যাপ্লিকেশনটি ব্যবহারে আপনার মোবাইলে কম্পিউটারের মত desktop start icon,file manager,এবং status bar সহ সবকিছুই কম্পিউটারের মত হয়ে যাবে। 


তাহলে মোবাইল থেকে যদি কম্পিউটার ভার্শন এর অভিজ্ঞতা নিতে চান তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। 



অন্য পোস্টঃমাস্টার কপি মোবাইল চেনার সহজ উপায়
 

২.Computer Launcher For win 10


গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটির আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই অ্যাপটি ডাউনলোড করার পর যখন আপনি চালু করবেন তখন আপনার মোবাইলের স্ক্রিন অনেকটা কম্পিউটারের স্ক্রিন এর মত হয়ে যাবে। 


অর্থাৎ আপনার মোবাইল তখন আর মোবাইল থাকবে না পুরোটাই কম্পিউটার হয়ে যাবে। মোবাইলকে পিসির মতো করে তুলতে এই অ্যাপটি অসাধারণ কাজ করে থাকে। 



এই অ্যাপটি যখন আপনি চালু করবেন তখন মোবাইলে শুধু main ডেক্সটপ page তৈরি করে না file manager,windows,icon,start menu সবকিছুই কম্পিউটারের মত তৈরী করে দিয়ে থাকে। এক কথায় এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের আপনার মোবাইল ফোনটি পুরোপুরি কম্পিউটারের রূপ ধারণ করবে। তাই যদি নিজের মোবাইলটিকে কম্পিউটার বানাতে চান তাহলে সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। 



৩.Computer Launcher App


computer launcher app হচ্ছে অসাধারণ একটি অ্যাপ্লিকেশন মোবাইলকে কম্পিউটার মতন করে তোলার জন্য। কম্পিউটারে যে সকল ফাংশন আপনি দেখে থাকেন এই অ্যাপটি ব্যবহারে আপনার মোবাইলে সে ধরনের ফাংশন চলে আসবে। 


অর্থাৎ নিজের মোবাইল ফোনে আপনি কম্পিউটারের মত start icon,notification bar,quick setting icon সবকিছুই পেয়ে যাবেন। আর এই অ্যাপটি আপনি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনি যখন এপটি ওপেন করবেন তখন এটি পুরোপুরি Windows 10 কম্পিউটারের মত হয়ে যাবে। এক কথায় এই অ্যাপসটি অসাধারণ কাজ করে থাকে মোবাইলকে কম্পিউটার ভার্সনে নিয়ে যেতে। 


৪.Computer Launcher


মোবাইলকে কম্পিউটার বানানোর জন্য আপনারা এই এপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি মোবাইল কে ডেক্সটপ মোডে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। কম্পিউটারে যে ধরনের ফিচার থাকে আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি চালু করে সেই ধরনের ফিচার মোবাইলে আনতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে কম্পিউটার Launcher লিখে সার্চ দিলে খুব সহজেই আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন।



৫.Windows 10 Desktop launcher



আপনার মোবাইলকে যদি কম্পিউটার এর ফটোকপি বানিয়ে ফেলতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং চালু করে নিজের এন্ড্রয়েড মোবাইল টিকে কম্পিউটারে ভার্সনে নিয়ে যেতে পারবেন।



তাছাড়া এই অ্যাপ্লিকেশনটি অনেক ট্রাস্টেড একটি এপ্লিকেশন এবং খুব সহজেই এটি কাজ করে থাকে। যদি মোবাইলকে কোন সময় কম্পিউটারের মত বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এই অ্যাপটি ব্যবহার করে করতে পারেন।মোবাইল কম্পিউটার অ্যাপস বা এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানানোর জন্য এটা হচ্ছে বর্তমান সময়ে সব থেকে কার্যকারী অ্যাপ। 



অন্য পোষ্টঃঅরিজিনাল নোকিয়া ফোন চেনার সহজ উপায়


শেষ কথা, যারা নিজের মোবাইলকে কম্পিউটার বানানোর উপায় খুঁজছিলেন তারা হয়তো আজকের পোস্টটি পড়ার মাধ্যমে সঠিক ধারণা পেয়েছেন। উপরের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনটি কে আপনি কম্পিউটার করে তুলতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনগুলো খুব সহজেই ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এবং ব্যবহার করা যাবে। এরপরেও যদি কোনো বিষয় সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। 


Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post