মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস,উক্তি এবং কবিতা

মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস


প্রত্যেক সন্তানের কাছে বাবার গুরুত্ব অপরিসীম। বাবা সকল সময় সন্তানদেরকে বিপদে-আপদে আগলে রাখে। বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তখন মাথার উপর থেকে যেন বট বৃক্ষের ছায়া সরে যায়। সকল সময় আশ্বাস এবং জীবনের পথের সংগ্রাম করে যাওয়ার সাহস যে লোকটি দেখাতো তাকে পাওয়া যায় না।আজকের আর্টিকেলে থাকছে মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস বা মৃত বাবাকে নিয়ে সেরা কিছু স্ট্যাটাস



অন্য পোস্টঃস্কুল বন্ধুদের নিয়ে স্ট্যাটাস 

মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস



বাবা নামটি দুই অক্ষরের শব্দ হলেও এর অর্থ বিশাল সমুদ্রের থেকেও বেশি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই বাবার আগে মায়ের স্থান রাখেন। বাবা ও যেমন জীবনে মূল্যবান তেমনি মা ও মূল্যবান। তাই তাদের স্থান সবার উপরে দেওয়া হয়ে থাকে। যাদের বাবা মৃত হয়ে গিয়েছে তারা মৃত বাবাকে নিয়ে এই সকল স্ট্যাটাস গুলো পড়তে পারেন।



১.যার জীবনে বাবা নেই সেই জানে যে বাবা না থাকার কতটা যন্ত্রনা। 



২.বাবা সন্তানদেরকে সকল সময় বিপদে আপদে আগলে রাখে। মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস



৩.পৃথিবীর সব কিছুর অভাব পূরণ করা যায় কিন্তু বাবা-মার অভাব পূরণ করা যায় না।



৪.বাবা নামক মানুষটা যখন থাকবেনা তখন মাথার উপর ছায়াদানকারী বটবৃক্ষটাও থাকবে না।



৫.আমাদের জীবনের সবথেকে বড় অবলম্বন গুলোর মধ্যে বাবা অন্যতম। 



৬.ছোট থেকে ঘুমিয়েছি বাবা মার কোলে মাথা রেখে এখন বাবা-মা নেই ঘুমটা আর আগের মত হয় না। 



৭.যেখানেই থাকো তুমি বাবা দেখা দিয়ে যাও তোমায় নিয়ে আমি অনেক ভাবছি, আমায় ক্ষমা করে দাও। 



৮.বাবা তোমায় অনেক মনে পড়ে মনে পড়ে ঘুমের সময় তুমি থাকতে পাশে এখন তুমি নেই বড্ড একা লাগে। 



৯.বাবা তুমি কোথায় হারিয়ে গেলে কোন অজানায় ও কোন অচিনপুরে, তোমার ছেলেটা কাঁদছে বাবা বসে আছে একা, কতদিন আমি দেখিনি বাবা তোমায় দেখেনি দুচোখ ভরে। 



১০.খেতে গেলে তোমায় অনেক মনে পরে খাওয়ার ওই টেবিলে, নিজের পাতের খাবারগুলো আমায় তুলে দিয়ে বলতে, বাবা তুমি খাও বেশি করে। 



১১.বাবাকে হারিয়ে আমি বুঝতে পারছি যে জীবনে কত বড় অবলম্বন টা হারিয়ে ফেলেছি।



১২.পড়তে বসতে গেলে বাবা তোমার খুব মনে পড়ে, বলতে আমাকে তুমি বাবা পড়ো মনোযোগ দিয়ে।মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস 



১৩.বাবা তোমার মত আমার করেনা কেউ শাসন, তোমার দেওয়া বকানি গুলো আজ মনে পড়ছে ভীষন।



১৪.মনের স্মৃতির জানালা খুলে তোমার মনে পড়ে,কোথায় লুকিয়ে আছো তুমি আমাকে একা ফেলে।



১৫.বাবা তুমি আছো কোথায় আছো কোন অজানায়, তোমার ওই স্মৃতি গুলো আজও আমায় অশ্রু জলে ভাসাই।



১৬.বাবা আমায় নিয়ে তোমার যত স্বপ্ন ছিল সবই সুখের কল্পনায়, পুষেছি আমি অবিরত।



১৭.বাবা তুমি যেথায় রয়েছে ডাক শুনছো কি?অসহ্য যন্ত্রণা বুকে পুষে আমি পথ চলছি একা কি।



১৮.যেখানেই আছো তুমি আমায় ঢাকা নিয়ে যাও তোমায় নিয়ে ভাবছি আমি ক্ষমা করে দাও।



১৯.সবচেয়ে অভাগী হচ্ছে তারা যাদের মা-বাবা বেঁচে থাকাকালীন ও তারা জান্নাত নিশ্চিত করতে পারলো না। 



২০.বাবা-মার মত পরমাত্মীয় পৃথিবীতে কেউ নেই।



অন্য পোস্টঃবড় ভাইকে নিয়ে স্ট্যাটাস 

মৃত বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস  



২১.বাবা তোমাকে আমার আজ একটিবার দেখার জন্য হৃদয়ের ভিতর হাহাকার করে ওঠে। কিন্তু আমি সেটা কাউকে বোঝাতে পারিনা। কেন তুমি বাবা আমাকে রেখে বহুদূর চলে গেলে। 



২২.মেঘের উপরে হয়তো নেটওয়ার্ক থাকে না যার কারণে আমার বাবার কল আমার কাছে আসে না।বাবা থাকতে বাবার না তাকার যন্ত্রণাটা যে কতটা সেই বোঝে যার বাবা নেই। মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস 



২৩.যাই করো না কেন কখনো বাবার মনে দুঃখ দিবে না এতে করে সৃষ্টিকর্তা নারাজ হয়।



২৪.সন্তানদেরকে বাবা সকল সময় আগলে রাখে এবং বিপদে আপদে সাহায্য করে। 



২৫.বাবার নামটা অনেকটা মধুর যা বারবার শুনতে মন চাই। 



অন্য পোস্টঃনিজেকে নিয়ে সেরা কিছু স্ট্যাটাস 

বাবাকে নিয়ে কিছু কথা 



২৬.সৃষ্টিকর্তার দেওয়া সবথেকে বড় উপহার হচ্ছে বাবা।



২৭.বাবা তুমি হারিয়ে যাওয়ার পর আমি বুঝেছি আমি তোমাকে কতটা ভালবাসতাম।



২৮.বাবা শব্দটা উচ্চারণ হওয়ার সাথে সাথে যে কোন ব্যক্তির হৃদয়ে কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালবাসার ওনুভব জাগ্রত হয়।মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস 



২৯.বাবার ছায়া বটগাছের ছায়া থেকেও অনেক বড় হয়ে থাকে কেননা বাবা তার সন্তানকে পৃথিবীর সব ধরনের উত্তাপ থেকে রক্ষা করে থাকেন।



৩০.বাবার চোখে একমাত্র চোখ যেটা দেখতে পাই কল্পনার অতীত কত দূরত্ব । তাই তিনি সন্তানের ভবিষ্যৎ নিয়ে সকল সময় চিন্তিত থাকেন।



অন্য পোস্টঃচরম হাসির সেরা কিছু স্ট্যাটাস 

I miss you মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস



৩১.আমাদের জীবনে মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে,তখন কারো পরামর্শ খুব জরুরি হয়ে পড়ে। সেই সময় পাশে দাঁড়ানোর জন্য আদর্শ ব্যক্তির নাম হল বাবা । 



৩২.একটু সাহস নিয়েই তাকে কাছে পাওয়ার উদ্যোগ নিতে হবে। জীবনে বাবার মতো বন্ধু পাওয়া সত্যিই অনেক কঠিন। ভাগ্যবান হচ্ছে তারাই যারা তাদের বাবার সাথে বন্ধুত্ব করতে পারে। 



৩৩.একজন বাবা তার সন্তানের জন্য কত রকম ভাবে অবদান রেখে যান, তার হিসাব কখনো কোনো মানুষই বের করতে পারবেনা। মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস 



৩৪.বাবা সে তো শুধু একটা মানুষ নয় নয়তো সম্পর্কের নাম, বাবার মাঝে রয়েছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশমান। 



৩৫.ভালোবাসার যদি মাফতে চান তাহলে হাসপাতালে গিয়ে পড়ে থাকুন দেখবেন বাবা মা ছাড়া কেউ আপনার পাশে নাই। 



৩৬.বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার একটি নাম। যেটা হারিয়ে যাওয়ার পরে মানুষ বুঝতে পারে পৃথিবীতে কত রকমের মিথ্যা ভালোবাসা রয়েছে। 



৩৭.পিতা-মাতা বেঁচে থাকলে অবশ্যই তাদের যত্ন করতে হবে না হলে যেদিন হারিয়ে যাবে তখন বুঝতে পারবে যে কি রত্ন  জীবনে হারিয়েছে। 



৩৮.পৃথিবীর সবথেকে বড় শহর কোনটা জানেন মা বাবার আদর, সবচেয়ে কষ্ট হচ্ছে মা বাবার চোখের জল, আর সবচেয়ে অমূল্য রতন হচ্ছে মা বাবার ভালোবাসা।



৩৯.বাবার চেয়ে যারা কাউকে বেশি ভালোবাসে জানবে তার মত বোকা আর কেউ নেই।



৪০.বাবা হচ্ছে এমন একটি নাম যেটি সকল ধরনের বিপদের সন্তানদেরকে রক্ষা করে।



অন্য পোস্টঃধৈর্য নিয়ে সেরা 50 টি উক্তি 

আমাদের শেষ কথা 



বাবা-মা হচ্ছে সন্তানদের জীবনের সবথেকে বড় রত্ন। জীবনের প্রতিমুহূর্তে বাবা-মা সন্তানদের পাশে থাকে। কঠিন পরিস্থিতিতেও তাদেরকে স্বাভাবিক থাকার পরামর্শ প্রদান করে থাকেন এবং কিভাবে সামনে এগিয়ে যেতে হবে তার দিকনির্দেশনা দিয়ে থাকেন। আর তারই পরিপ্রেক্ষিতে আজকের এই পোস্টে মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস বা মৃত বাবাকে নিয়ে সেরা কিছু স্ট্যাটাস দেওয়া হয়েছে। 


Next Post Previous Post