রকেট দীর্ঘদিন ধরে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে। রকেট একাউন্ট ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারেন। রকেট একাউন্টে সেন্ড মানি,ক্যাশ আউট মোবাইল রিচার্জ সহ আরো অনেক ধরনের পরিসেবা রয়েছে যেগুলো গ্রাহকরা নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন।
অনেকেই রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জানেন না। আজকের পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম সম্পর্কে জানাবো।তাহলে চলুন জেনে নেওয়া যাক:-
অন্য পোস্ট:রোমানিয়া যান কম খরচে এবং মাসে লাখ টাকা আয় করুন
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম
যারা রকেট একাউন্ট ব্যবহার করে থাকেন তারা চাইলে রকেট একাউন্ট থেকে দুইভাবে মোবাইল রিচার্জ করতে পারবেন। যেমন:-
১.রকেট মোবাইল অ্যাপের মাধ্যমে
২.ইউএসডি কোড ডায়াল করার মাধ্যমে
তাহলে চলুন এবার এই দুটি পদ্ধতি সম্পর্কেই এবার জেনে নেওয়া যাক কিভাবে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন।
অন্য পোস্ট:7 দিনে ফর্সা হওয়ার দারুন ক্রিম
রকেট মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ
বর্তমান সময়ে অনেকেই মোবাইল ব্যাংকিং ব্যবহার করে রিচার্জ করে থাকেন।রকেট অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করাটা আরো অনেক সহজ। রকেট অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাদের যা যা করতে হবে সে সম্পর্কে বিস্তারিত বলা হলোঃ-
ধাপ ১ঃপ্রথমে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে rocket app লিখে সার্চ দিতে হবে।
ধাপ ২ঃতারপরে যদি আপনার রকেট অ্যাপ এ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগইন করুন এবং একাউন্ট না থেকে থাকলে রেজিস্টার করুন।
ধাপ ৩ঃরকেট অ্যাপে ঢোকার পর নিচের মত এরকম একটি পেজ দেখতে পারবেন। সেখান থেকে mobile recharge অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৪ঃতারপরে আপ্নারা প্রিপেইড এবং পোস্টপেইড নামক দুটি অপশন দেখতে পাবেন সেখান থেকে যে নাম্বারে টাকা রিচার্জ করতে চান সেই নাম্বারটি লিখুন ।
কারো যদি মোবাইল নাম্বার সেভ থাকে তাহলে কন্টাক অপশন থেকে এখানে নাম্বার নিয়ে আসতে পারেন।
অন্য পোস্ট:তাস খেলে টাকা ইনকাম করার দারুন সুযোগ
ধাপ ৫ঃনাম্বার লেখা শেষ হয়ে গেলে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।তারপরে চার ডিজিটের রকেট নাম্বারটি লিখে রকেট বাটনে টাব করে ধরে রাখতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে টাকা রিচার্জ করা হয়ে যাবে এবং আপনি একটি মেসেজ দেখতে পারবেন।
তাহলে আপনারা অবশ্যই এতক্ষণে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছেন। মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এ পদ্ধতিতে রিচার্জ করা যাবে।
কোড ডায়াল করে রকেট নাম্বার থেকে মোবাইল রিচার্জ
কোড ডায়াল করে রকেট থেকে খুব সহজেই মোবাইলে রিচার্জ করা যায়। কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করা অনেক সহজতর একটি পদ্ধতি। নিচে ধাপে ধাপে আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখানো হলোঃ-
ধাপ ১ঃপ্রথমে আপনাদেরকে ডায়াল অপশনে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে *322# ডায়াল করতে হবে।
ধাপ ২ঃতারপরে আর একটি নতুন পেজ আসবে এখান থেকে তিন নম্বর অপশনটি সিলেক্ট করবেন।এখানে লেখা দেখতে পাবেন topup/telco service.
ধাপ ৩ঃতারপরে আপনাদের সামনে আরেকটি পেইজ আসবে।
এখান থেকে আপনাদেরকে টপ আপ বাটনে ক্লিক করে নেক্সট পেজ এ যেতে হবে। টপ আপ বাটন সিলেক্ট করার জন্য আপনাদেরকে ১ টাইপ করতে হবে।
ধাপ ৪ঃএখান থেকে আপনাকে self অথবা other যেকোনো একটি অপশন সিলেক্ট করতে হবে।
ধাপ ৫ঃতারপরে আপনাদের সামনে এরকম আরেকটি পেজ আসবে এবং এখানে আপনাদেরকে অপারেটর সিলেক্ট করতে হবে।অর্থাৎ আপনি কোন অপারেটরে রিচার্জ করতে চাচ্ছেন ।
ধাপ ৬ঃতারপরে যথাক্রমে আপনাকে কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটা বসাতে হবে এবং নাম্বার বসাতে হবে।
ধাপ ৭ঃতারপরে আপনার রকেট একাউন্টের পিন নাম্বার দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটি মেসেজ দেখতে পারবেন এবং আপনার রিচার্জ টি এর মাধ্যমেই সফল হবে।
এইভাবে নিজের মোবাইল থেকে খুব সহজেই কোড ডায়াল করার মাধ্যমে রকেট থেকে মোবাইল রিচার্জ করা সম্ভব।
অন্য পোস্ট:ফ্রী টাকা ইনকাম করার দারুন কয়েকটি উপায়
রকেট থেকে স্কিটো সিমে রিচার্জ
রকেট থেকে খুব সহজেই স্কিটো সিমে রিচার্জ করা সম্ভব। যারা রকেট থেকে মোবাইল রিচার্জ করতে চান তারা চাইলে অপারেটরের স্থানে স্কিটো লিখে খুব সহজেই স্কিটো সিমে রিচার্জ নিতে পারবেন।
রকেট থেকে মোবাইল রিচার্জ করার কিছু শর্ত
রকেট থেকে মোবাইল রিচার্জ করার জন্য কিছু লিমিটেশন রয়েছে যেগুলো অবশ্যই আমাদের জেনে রাখা উচিত। যেমন:-
➡️রকেট একাউন্ট থেকে সর্বনিম্ন ১০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।দিনে ১০০ বারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত এখান থেকে রিচার্জ করা যাবে।
➡️এক মাসে সর্বোচ্চ ১০০০ বার পর্যন্ত রিচার্জ করা যাবে এবং এই ক্ষেত্রে মোট ২৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন।
আমাদের শেষ কথা
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ অনেকটা সহজতর। যেকোনো ব্যক্তি চাইলে উক্ত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই রকেট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। তারপরেও কেউ যদি কোন বিষয় সর্ম্পকে না বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।