কৃষি ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং এর সুবিধা

কৃষি ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং এর সুবিধা


কৃষি ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি সরকারি ব্যাংক।কৃষি এবং কৃষকদের অগ্রযাত্রার জন্য কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।বাংলাদেশের অন্যান্য ব্যাংকের মতো কৃষি ব্যাংকও নানান ধরনের সুবিধা দিয়ে থাকে।কৃষি ব্যাংকের এই সকল সুবিধা গুলোর মধ্যে কৃষি ব্যাংক ডিপোজিট স্কিম সেবাও প্রদান করে থাকে।কৃষি ব্যাংকের ডিপিএস করার রয়েছে নানান সুবিধা। আজকের পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে কৃষি ব্যাংক ডিপিএস সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।


কৃষি ব্যাংক ডিপিএস কি?krishi bank dps


কৃষি ব্যাংকে নিদৃষ্ট মেয়াদ অনুযায়ী  টাকা সঞ্চয় করার জন্য যে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে থাকে তাকেই মূলত বলা হয়ে থাকে কৃষি ব্যাংক ডিপিএস। একজন ব্যক্তি চাইলে কৃষি ব্যাংকে অনেক ধরনের ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে তাদের মধ্যে যেকোনো অ্যাকাউন্ট করতে পারেন। তাহলে চলুন এবার জানেন নেওয়া যাক কৃষি ব্যাংক ডিপিএস কত প্রকার সেই সম্পর্কেঃ-


অন্য পোস্টঃব্র্যাক ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খোলার নিয়ম 

কৃষি ব্যাংক ডিপিএস কত প্রকার /কৃষি ব্যাংক ডিপিএস ২০২২


কৃষি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ডিপিএস সুবিধা দিয়ে থাকে।যেমনঃ-


➡️ফিক্স ডিপোজিট রিসিপ্ট 


➡️বিকোবি মাসিক প্রফিট স্কিম 


➡️বিকেবি ত্রৈমাসিক প্রফিট স্কিম


➡️বিকেবি মিলিয়নার স্কিম


➡️বিকেবি ডাবল প্রফিট স্কিম


➡️বিকেবি লাখপতি স্কিম



যারা কৃষি ব্যাংক ডিপিএস করতে চান তারা চাইলে এই ডিপিএস গুলোর মধ্যে থেকে যেকোন ডিপিএস অ্যাকাউন্ট করতে পারেন।তাহলে চলুন এই ডিপিএস গুলো সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক।


ফিক্স ডিপোজিট রিসিপ্ট 


যারা কৃষি ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট করতে চান তারা চাইলে এই ডিপিএসটি খুলতে পারেন। বাংলাদেশ কৃষি ব্যাংক এককালীন ৩ মাস ৬ মাস এবং ১ বছর মেয়াদী এফডিআর এবং ফিক্স ডিপোজিট এর বিপরীতে ৫.৭৫%, ৫.৮৫% ও ৬% হারে মুনাফা প্রদান করে থাকে।


বিকোবি মাসিক প্রফিট স্কিম


যারা এককালীন হিসাবে প্রতি লাখ বার আর বেশি টাকা সাত বছর মেয়াদে জমা রাখলে প্রতি মাসে ৫৮৩ টাকা মুনাফা প্রদান করে থাকে ডিপিএস এর মাধ্যমে।



অন্য পোস্টঃঅগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

বিকেবি ডাবল প্রফিট স্কিম


যারা কৃষি ব্যাংকে বিকেবি ডাবল প্রফিট স্কিম ডিপিএসে এককালীন ১০ হাজার টাকা ১২ বছর মেয়াদে জমা রাখলে ৭ শতাংশ মুনাফা হারে ইন্টারেস্ট প্রদান করা হয়ে থাকে।


বিকেবি লাখপতি স্কিম


কৃষি ব্যাংকে যত ডিপিএস রয়েছে তার মধ্যে এই ডিপিএসটি খুবই গুরুত্বপূর্ণ।এই ডিপিএসে মাসিক ৯৮০ টাকা কিস্তিতে ৭ বছর মেয়াদে মাসিক ৭% চক্রবৃদ্ধি হারে সাত বছর পর এমন এক লক্ষ টাকা প্রদান করা হয়ে থাকে। 


কৃষি ব্যাংক ডিপিএস খোলার নিয়ম /krishi bank dps chart


আপনাদের যদি কৃষি ব্যাংকে ডিপিএস খুলতে হয় তাহলে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট এর দরকার হবে। এই ডকুমেন্টগুলো না থাকলে কোনভাবেই কৃষি ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন না।যেমনঃ


➡️প্রথমে কৃষি ব্যাংক ডিপিএস ফরম লাগবে সেটা আপনারা সরাসরি কৃষি ব্যাংকের শাখা থেকে সংগ্রহ করে নিতে পারেন। 


➡️যে ব্যক্তি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান তার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে। 


➡️ব্যক্তির যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে তাহলে ট্রেড লাইসেন্স দিতে হবে এবং সর্বশেষ ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। 


➡️নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রর প্রয়োজন হবে। 



যারা কৃষি ব্যাংক ডিপিএস খুলতে চান তারা চাইলে এই সমস্ত ডকুমেন্ট গুলার মাধ্যমে খুব সহজেই কৃষি ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন।



অন্য পোস্টঃইসলামী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খোলার নিয়ম 

কৃষি ব্যাংক ডিপিএস লাভ কত/কৃষি ব্যাংক ডিপিএস সুদের হার


যারা কৃষি ব্যাংকে ডিপিএস খুলতে চান তাদের জন্য কৃষি ব্যাংক ডিপিএস লাভ এবং কৃষি ব্যাংক ডিপিএস সুদের হার কত এটা সম্পর্কে জানা খুবই জরুরী।আপনাদের সাথে এর আগে আলোচনা করা হয়েছে কৃষি ব্যাংকের বিভিন্ন ধরনের ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং এই অ্যাকাউন্ট ভেদে লাভের হার ভিন্নতর হয়ে থাকে। তাই সর্বপ্রথম আগে কোন ধরনের ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান সেটা সিলেক্ট করতে হবে এবং তারপর ইন্টারেস্ট রেট জানতে হবে।


আমাদের শেষ কথা 


আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে কৃষি ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।তার পরেও যদি কৃষি ব্যাংকের ডিপিএস সম্পর্কে কোন বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করা হবে এবং আমাদের পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। 

Next Post Previous Post