অগ্রণী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং এর সুবিধা

অগ্রণী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং এর সুবিধা


বাংলাদেশের অন্যান্য ব্যাংকগুলোর মত অগ্রণী ব্যাংক তাদের ডিপিএস কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে। অন্যান্য ব্যাংকগুলোর যেমন ডিপিএস সুবিধা দিয়ে থাকে অগ্রণী ব্যাংক ডিপিএস সুবিধা দিচ্ছে। অগ্রণী ব্যাংকের গ্রাহকরা চাইলে খুব সহজেই অগ্রণী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে অগ্রণী ব্যাংক ডিপিএস সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।তাহলে চলুন দেরী না করে শুরু করা যাকঃ-


অগ্রণী ব্যাংক ডিপিএস কি/অগ্রণী ব্যাংক ডিপিএস চার্ট


অগ্রণী ব্যাংকে আমরা টাকা সঞ্চয় করার জন্য যে একাউন্ট করে থাকি সেগুলো কে সাধারনত ডিপিএস অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। এইসকল একাউন্টে আমাদের জমাকৃত টাকার ওপর ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে থাকে।অগ্রণী ব্যাংকের চাইলে আপনারা বিভিন্ন ধরনের ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যেমনঃ-


➡️Agrani bank millionaire deposit scheme


➡️agrani bank current deposit account


➡️Agrani bank sonchoy pension scheme 


➡️Agrani Bank Quarterly Income Scheme


যারা অগ্রণী ব্যাংকের ডিপিএস করতে চান তারা চাইলে এগুলোর মধ্যে থেকে যেকোন ডিপিএস তৈরি করতে পারেন। 



অন্য পোস্টঃরূপালী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খোলার নিয়ম 

অগ্রণী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম/অগ্রণী ব্যাংক ডিপিএস ২০২২


যারা অগ্রণী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খুলতে চান তারা চাইলে নিচের দুইটি ডিপিএস অ্যাকাউন্ট এর মধ্য থেকে যে কোন একটি সিলেক্ট করতে পারেন। নিচে একাউন্ট খোলার নিয়ম এবং এদের সুবিধা সম্পর্কে আলোচনা করা হলো:-


AGRANI BANK MILLIONAIRE DEPOSIT SCHEME


যারা অগ্রণী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট করতে চান তারা চাইলে এই ডিপিএসটি করতে পারেন। অগ্রণী ব্যাংকের গ্রাহকরা চাইলে ৫,৭ এবং ১০ বছর মেয়াদী এই ডিপিএস অ্যাকাউন্ট টি করতে পারবেন।যারা এখানে পাঁচ বছর মেয়াদে টাকা জমা রাখতে চান তারা ৫.৬ শতাংশ ইন্টারেস্ট, যারা সাত বছরের জন্য টাকা জমা রাখতে চান তারা ৫.২৮ শতাংশ ইন্টারেস্ট এবং যারা ১০ বছরের জন্য টাকা জমা রাখতে চান ৫.৪৮ শতাংশ হারে ইন্টারেস্ট পাবেন। 



অন্য পোস্টঃজনতা ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খোলার নিয়ম 

একাউন্ট খোলার নিয়ম 


যারা অগ্রণী ব্যাংকে এই ডিপিএস অ্যাকাউন্ট খুলতে চান তারা চাইলে নিম্নলিখিত ডকুমেন্ট গুলোর মাধ্যমে খুব সহজেই একাউন্ট করতে পারবেন। যেমন:-


➡️যিনি একাউন্ট করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে।


➡️যদি ড্রাইভিং লাইসেন্স বাতিল সার্টিফিকেট থেকে থাকে তাহলে লাগবে।


➡️যাকে নমিনি করবেন তার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে।



অন্য পোস্টঃকৃষি ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং এর সুবিধা 

AGRANI BANK SANCHAY PENSION SCHEME


বাংলাদেশে বসবাসরত যেকোনো নাগরিক অগ্রণী ব্যাংকে এই অ্যাকাউন্টটি  করতে পারবেন।অগ্রণী ব্যাংকে এই একাউন্ট করার বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এই ব্যাংকের গ্রাহকরা চাইলে সর্বোচ্চ ১০ বছর মেয়াদী টাকা জমাতে পারবেন।১৮ বছরের  বেশি বয়সী যেকোনো ব্যক্তি এই ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন।মাসিক ভিত্তিতে টাকা জমানোর ক্ষেত্রে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত জমাতে পারবেন।দশ বছর মেয়াদী এই ডিপিএস স্কিমে ৭ শতাংশ হারে বার্ষিক ইন্টারেস্ট প্রদান করা হবে। 


একাউন্ট খোলার নিয়ম 


➡️অগ্রণী ব্যাংক শাখা থেকে সর্বপ্রথম ডিপিএস ফরম সংগ্রহ করতে হবে এবং সেটা পূরণ করতে হবে।


➡️যে ব্যক্তি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে।


➡️ নমিনির এক কপি ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।


➡️টিন সার্টিফিকেট বার ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি থাকলে দিতে হবে।


উক্ত ডকুমেন্টগুলো সাথে থাকলে খুব সহজেই অগ্রণী ব্যাংকে গিয়ে আপনারা এই ডিপিএস অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। 


অন্য পোস্টঃব্র্যাক ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং এর সুবিধা 

আমাদের শেষ কথা 


যারা অগ্রণী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা চাইলে এগুলোর মধ্যে থেকে সিলেক্ট করতে পারেন। কেননা অগ্রণী ব্যাংকের রয়েছে নানান ধরনের সুযোগ-সুবিধা যার কারণে আপনারা এখান থেকে উন্নত সেবা নিতে পারবেন। 

Next Post Previous Post