চুলের যত্নে নয়নতারা ফুলঃআমাদের বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে থাকে। আমরা বিভিন্ন ফুলের ঋতুতে বিভিন্ন ফুলের চাষ করে থাকি।
তবে আমাদের বাড়ির আশেপাশে অনেক সময় এমন কিছু ফুল থাকে যেগুলো আমাদের বেশ উপকৃত করে থাকে। এমন একটি ফুল গাছের নাম হলো নয়নতারা ফুলগাছ।
নিশ্চয় নয়নতারা ফুলগাছ এর সাথে আপনিও পরিচিত থাকবেন। তবে এই উদ্ভিজ গাছের নানান উপকারিতার মাঝে আমার যে উপকারিতাটি খুব বেশি ভালো লেগেছে সেটি হলো চুলের স্বাস্থ্য ঠিক রাখতে এর উপকারিতা।
হ্যাঁ, চুলের যত্নে নয়নতারা গাছের ভীষণ উপকারিতা রয়েছে। আজকে আমরা চুলের যত্নে এই উদ্ভিজ গাছের উপকারিতার বিষয়ে অবগত হবো। তবে আসন কি সেই উপকারিতা জেনে নেওয়া যাক।
চুলের যত্নে নয়নতারা ফুল
চুলের স্বাস্থ্য ঠিক রাখতে নয়নতারা এবং এর পাতার রয়েছে বিশেষ ভূমিকা। চুলের যত্নে যেভাবে এটিকে ব্যবহার করবেনঃ
প্রথমত কিছু নয়নতারা ফুলের পাতা এবং ফুল ভালোমতো ধুয়ে নিন।
এরপর পাতা এবং ফুল বেটে শুধুমাত্র রসগুলো কোনো একটি বাটিতে নিয়ে নিন।
এখন আর কিছু করতে হবে না, আপনার চুলের গোড়ায় এবং পুরো মাথায় একটি তুলার মাধ্যমে রসগুলো কাগিয়ে নিন।
নয়নতারার পাতায় রয়েছে প্রচুর গুণাগুণ, যার ফলে এই রসের সাথে আপনাকে আর
কিছুই মেশাতে হবে না। আপনি গাছ থেকে ছিঁড়ে এটিকে ব্যবহার করতে পারবেন।
এটি আপনার চুলের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করবে, এছাড়াও হেয়ার ফল সমস্যা, চুলের গোড়া শক্ত করে, সাদা চুল কালো করতে ইত্যাদি কাজে এটি উপকার করে থাকে আমাদের।
আর তাই আজ থেকে চুলের বিশেষ যত্নে নয়নতারা এবং এর পাতা ব্যবহার শুরু করতে পারেন।
তবে শুধুমাত্র চুলের যত্নে এটি ব্যবহার করা যাবে তেমনটা কিন্তু না। এটি আমাদের শরীরের আরো অনেক কাজে সহায়তা করে। যেমনঃ
১) ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নয়নতারার পাতা ফুটিয়ে এর চা পান করলে সুগার নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ কখনো সুগারের সমস্যা দেখা দিলে এর পাতার তৈরি চা খেতে পারেন। এটি অনেক উপকার করে থাকে।
২) আমাদের শরীরের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আর এই উদ্ভিজ ফুল এবং ফুলের পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের শরীরের ক্ষতিকারক টক্সিন উপাদান বের করতে সহায়তা করে।
৩) চোখের ডার্ক সার্কেল কমাতে এটির পাতা ব্যবহার করতে পারেন।
৪) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে নয়নতারা সহায়তা করে থাকে।
এছাড়াও আরো অসংখ্য গুণাগুণ বিদ্যমান রয়েছে এই নয়নতারা উদ্ভিজ ফুলে।