ডাচ বাংলা ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং এর সুবিধা

ডাচ বাংলা ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং এর সুবিধা


Duch bangla bank Dps:যাদের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের মধ্যে অনেকেই ডাচ বাংলা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট করে থাকেন। ডাচ বাংলা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট করার বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। যার কারণে অনেকেই ডাচ-বাংলা ব্যাংকে ডিপিএস করে থাকে। আজকের পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করবো ডাচ বাংলা ব্যাংক ডিপিএস সম্পর্কে। অর্থাৎ  Duch bangla bank dps সম্পর্কিত সব ধরনের প্রশ্নের উত্তর আপনারা আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমেই পাবেন।

ডাচ বাংলা ব্যাংক ডিপিএস কত প্রকার 


ডাচ বাংলা ব্যাংক থেকে তাদের গ্রাহকদের জন্য মোট পাঁচ ধরনের ডিপিএস খোলার সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ গ্রাহকরা চাইলে এই পাঁচ ধরনের ডিপিএস অ্যাকাউন্ট সেখানে তৈরি করে টাকা জমাতে পারেন। নিচে ডাচ-বাংলা ব্যাংকের পাঁচ ধরনের ডিপিএস অ্যাকাউন্টের নাম দেওয়া হলো:-


➡️ডিপোজিট প্লাস স্কিম 


➡️পর্যায়ক্রমিক বেনিফিট স্কিম


➡️বোচর ডেড়গুণ স্কিম 


➡️শিশুদের শিক্ষা সঞ্চয় প্রকল্প 


➡️পেনশন প্লাস 


ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যবহারকারীরা চাইলে এই পাঁচ ধরনের ডিপিএস অ্যাকাউন্ট সেখানে তৈরি করে টাকা জমিয়ে রাখতে পারবেন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই পাঁচ ধরনের একাউন্ট সম্পর্কে কিছু সুবিধা।



অন্য পোস্টঃসোনালী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খোলার নিয়ম


ডাচ বাংলা ব্যাংক ডিপিএস প্লান স্কিম  


যারা ডাচ বাংলা ব্যাংকে ডিপিএস প্লান অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন। যেমনঃ-


➡️আপনারা চাইলে এই একাউন্ট ৩,৫,৮ এবং ১০ বছরের জন্য তৈরি করতে পারেন। 


➡️একাউন্ট তৈরী করার পর প্রতিমাসে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এখানে জমাতে পারেন।


ডিপিএস প্লান স্কিম একাউন্টে লাভ


যারা ডাচ-বাংলা ব্যাংকে স্কিম  ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান তাদের লাভের পরিমাণ কেমন আসবে সেটা সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলোঃ-


ডাচ বাংলা ব্যাংক ডিপিএস চার্ট 


Emi/tenor    3 years    5 years  10 years


500              19,447      35,000    82,064  


1000            39,443       70,000    1,64,128


2000           78,986        140,003   338,256


5000           197,467       350,009   820,641


10000       394,934      700,018    1641,282 


50000     1974,674    3500,090   8206,213



যারা ডাচ-বাংলা ব্যাংকের ডিপিএস প্লান স্কিম একাউন্ট করতে চান তারা চাইলে এইভাবে করতে পারেন এবং আপনাদের লাভের পরিমাণ টা ঠিক এরকমই হবে।


ডাচ বাংলা ব্যাংক ডিপিএস মিলিওনিয়ার স্কিম 


যারা ডাচ-বাংলা ব্যাংকের ডিপিএস সিস্টেম হিসাবে মিলিওনিয়ার স্কিম যুক্ত করতে চান তারা চাইলে নিচে উল্লেখিত এই সকল সুবিধাগুলো পাবেন।যেমন:


➡️যে কোনো গ্রাহক চাইলে সর্বনিম্ন ৩ বছর থেকে দশ বছর মেয়াদী একাউন্ট তৈরি করতে পারবেন।


➡️প্রতি বছর আপনার ইচ্ছামত টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন এবং জমাতে পারবেন।



অন্য পোস্টঃব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

ডাচ বাংলা ব্যাংক ডিপিএস মিলিওনিয়ার স্কিম একাউন্টের লাভ 


যারা ডাচ-বাংলা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট টি করবেন তারা কেমন লাভ পাবেন সেই সম্বন্ধে বিবরণ নিচে দেওয়া হলো:


Emi/Tenor    3 years  5 years 8 years 10 ye


                    25,410    14,322  8,131   6092


Payment before tax 10,00000



ডাচ বাংলা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট চেক করবেন তারা এই সকল সুবিধাগুলো পাবেন।



ডাচ বাংলা ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম 


যারা Duch bangla bank dps অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা খুব সহজেই একাউন্ট তৈরি করতে পারবেন।ডাচ বাংলা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট এর দরকার হবে। যেমনঃ-


➡️ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমেই আপনাকে ডিপোজিট একাউন্ট ফর্ম টি সংগ্রহ করে আনতে হবে। 


➡️আপনারা চাইলে সরাসরি ডাচ-বাংলা ব্যাংক থেকে এই ফরমটি সংগ্রহ করে নিতে পারেন।


➡️একাউন্টকৃত ব্যক্তির বয়স সীমা অবশ্যই 18 বছরের বেশি হতে হবে । 


➡️গ্রাহকের ডাচ-বাংলা ব্যাংকে যদি সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তারা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিস্তি পরিশোধ করিতে পারিবে। 


➡️ডিপিএস একাউন্টের জন্য একজন নমিনী লাগবে। 


সাধারণত এই সকল ডকুমেন্টগুলো সাথে করে আপনারা ডাচ-বাংলা ব্যাংকে গেলে খুব সহজেই ডাচ-বাংলা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। 


ডাচ বাংলা ব্যাংক ডিপিএস ফরম /ডাচ বাংলা ব্যাংক ডিপিএস ২০২২


যারা ডাচ-বাংলা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান তাদের সর্বপ্রথম ডাচ বাংলা ব্যাংকের ডিপিএস ফরম  প্রয়োজন হবে।ফ্রম ছাড়া আপনারা কোনভাবেই ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট করতে পারবেন না। আর যারা ডিপিএস ফরম কোথায় পাওয়া যায় সেটা সম্পর্কে জানেন না তাদের সুবিধার জন্য বলছি এই ফরমটি আপনারা ডাচ-বাংলা ব্যাংকের শাখায় পেয়ে যাবেন। সেখান থেকে সংগ্রহ করে খুব সহজেই ডাচ-বাংলা ডিপিএস একাউন্ট করে ফেলতে পারবেন। 



অন্য পোস্টঃব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম এবং এর সুবিধা 

ডাচ বাংলা ব্যাংক ডিপিএস লাভ কত 


যারা ডাচ-বাংলা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা অনেকেই প্রশ্ন করে থাকেন ডাচ বাংলা ব্যাংক ডিপিএস লাভ কত সেই সম্পর্কে।ডাচ বাংলা ব্যাংকে যেহেতু ৫ ধরনের ডিপিএস অ্যাকাউন্ট খোলা যায় তাই আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কোন বিবেক একাউন্টে খুলবেন। সিলেক্ট করার পর আপনি ডাচ-বাংলা ব্যাংকের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন যে কোন একাউন্টটি বা কোন ডিপিএস এর কেমন সুবিধা বা লাভ।আশা করি ডাচ-বাংলা ব্যাংক ডিপিএস সুবিধা সম্পর্কে এতক্ষণে জেনে গিয়েছেন। 

আমাদের শেষকথা


আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে duch bangla bank dps কেন করবেন এবং এর সুবিধা কেমন হবে সেই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত ধারণা পেয়েছেন। তার পরেও যদি কোন বিষয় সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

Next Post Previous Post