অরিজিনাল ডিসপ্লে চেনার উপায়
অরজিনাল ডিসপ্লে চেনার উপায়ঃআমরা যারা ফোন ব্যবহার করে থাকি তাদের কোনো না কোনো সময়ে ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হতে হয়। তখন অনেকে বাজার থেকে সেই ফোনের জন্য ডিসপ্লে কিনে আনি কিন্তু আমাদের মধ্যে অনেকেই সেটা আসল কিনা নকল সেটা সম্পর্কে জানেন।আজকে আমি এই পোস্টের মাধ্যমে আপনারা কিভাবে অরিজিনাল ডিসপ্লে চিনে কিনে আনবেন অরিজিনাল ডিসপ্লে চেনার উপায় সম্পর্কে বলবোঃ-
অরিজিনাল ডিসপ্লে চেনার উপায়
অরিজিনাল ডিসপ্লে চেনার বেশ কয়েকটি উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ডিসপ্লেটি আসল কিনা নকল সেটা বুঝতে পারবেন। নিচে অরিজিনাল ডিসপ্লের চেনার কয়েকটি উপায় দেওয়া হলোঃ-
১.আপনারা অরিজিনাল ডিসপ্লে গুলো বাজারে ফ্রেমসহ কিনতে পারবেন আর যেগুলোর নকল ডিসপ্লে সেগুলোর ফ্রেম দেওয়া থাকে না।
২.অরিজিনাল ডিসপ্লে গুলো এক্সট্রা গাম বা রাবার দিয়ে স্মার্টফোনের সাথে ফিটিং করা লাগেনা।
৩.অরিজিনাল ডিসপ্লে রেজুলেশন এবং কালার অনেক সুন্দর হয়ে থাকে যেটা নকল ডিসপ্লেতে আপনারা পাবেন না।
৪.অরিজিনাল ডিসপ্লে আপনারা দেখেই অনেকটা বুঝতে পারবেন। কেননা এটার সবকিছু স্বচ্ছ কাজ করে থাকে।
অন্য পোস্টঃঅরিজিনাল হেডফোন চেনার উপায়
ডিসপ্লে চিনে কেন ব্যবহার করতে হবে
ফোনের ডিসপ্লে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ফোনে যদি ডিসপ্লে না থাকে তাহলে আপনারা কোন কাজই করতে পারবেন না। যার কারণে আমাদের স্মার্টফোনে অরিজিনাল ডিসপ্লে থাকাটা খুবই জরুরী। তাই যাদের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে তারা বাজার থেকে এই দিক নির্দেশনা গুলো অবলম্বন করে খুব সহজেই অরিজিনাল ডিসপ্লে কিনে আনতে পারবেন বা অরিজিনাল ডিসপ্লে চিনতে পারবেন।
অন্য পোস্টঃকম দামে ভালো পাঁচটি গেমিং ফোন
আমাদের শেষ কথা
আশা করি আজকের পোস্টটি পড়ার মাধ্যমে অরিজিনাল ডিসপ্লে চেনার উপায় সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন।যার ফলে ডিসপ্লে চিনতে আপনাদের যে ভোগান্তি টা হতো সেটা অনেক কমে যাবে। আর কোন বিষয় সম্পর্কে যদি বুঝে না থাকেন তাহলে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমরা আপনার প্রশ্নটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো।