ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম ২০২২।Bank Asia account opening online

ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম ২০২২

বাংলাদেশের জনপ্রিয় যত ব্যাংক রয়েছে সেই সকল ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক এশিয়া অন্যতম একটি ব্যাংক।এই ব্যাংকে আপনারা খুব সহজেই লেনদেন করতে পারবেন।আর এই কারণে অনেকে ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান। 


আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে এশিয়া ব্যাংক একাউন্ট কিভাবে খুলবেন এবং এখানে একাউন্ট করার কি কি সুবিধা রয়েছে সেই সম্পর্কিত বিষয় সম্পর্কে আলোচনা করবো।এর জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ পোস্টটি বিস্তারিত মনোযোগ সহকারে পড়তে হবে। 



ব্যাংক এশিয়া একাউন্ট কত প্রকার 


যারা সাধারণত ব্যাংক এশিয়া তে একাউন্ট তৈরী করতে চান তারা এখানে দুই ধরনের একাউন্ট করতে পারবেন। যেমনঃ-


১.ডিমান্ড ডিপোজিট একাউন্ট 


২.টাইম ডিপোজিট একাউন্ট 



যারা ব্যাংক এশিয়া একাউন্ট করতে চান তারা এই দুই ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অনায়াসেই।যারা টাইম ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা সেভিংস ব্যাংক ডিপোজিট একাউন্ট, কারেন্ট ডিপোজিট একাউন্ট এবং short-term ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। 


তাছাড়া ব্যাংক এশিয়াতে আরো অনেক ধরনের অ্যাকাউন্ট তৈরি করা যায় যেগুলো আপনারা ব্যাংক এশিয়ার শাখায় গিয়ে জেনে নিতে পারবেন। 



অন্য পোস্টঃইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

ব্যাংক এশিয়া এশিয়া সেভিংস একাউন্ট খোলার নিয়ম 


যারা ব্যাংক এশিয়া তে একাউন্ট খুলতে চান তাদেরকে অবশ্যই ব্যাংক এশিয়াতে কিভাবে একাউন্ট খুলবেন তার নিয়ম জানা জরুরী। বাংলাদেশের অন্যান্য যেসকল ব্যাংক রয়েছে তাদের সাথে ব্যাংক এশিয়ার একাউন্ট খোলার নিয়ম টা অনেকটা একই।ব্যাংক এশিয়া একাউন্ট তৈরীর জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে-


➡️যিনি একাউন্ট করবে তার দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি প্রয়োজন হবে। 


➡️জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে।


➡️যাকে নমিনী নির্বাচন করবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে। 


➡️আপনার ঠিকানা প্রমাণ করার জন্য তারা নির্দিষ্ট ডকুমেন্ট নেবে এক্ষেত্রে আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে এডমিট কার্ড এর প্রয়োজন হবে। 


➡️আয়ের উৎস প্রমাণের জন্য নির্দিষ্ট ডকুমেন্ট লাগবে যদি এখন ছাত্র হয়ে থাকেন তাহলে এই ডকুমেন্টের প্রয়োজন নেই। 


➡️যদি টিএন সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে দিতে পারেন আর যদি না চায় তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।



অন্য পোস্টঃসোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

ব্যাংক এশিয়া স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম 


এশিয়া ব্যাংক একাউন্ট বা ব্যাংক এশিয়া স্টুডেন্ট একাউন্ট এর অনেক ধরনের সুবিধা রয়েছে। যার কারণে অনেক ছাত্র-ছাত্রী এখানে স্টুডেন্ট একাউন্ট খুলে থাকেন।ব্যাংক এশিয়া স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ-


➡️যিনি একাউন্ট করবে তার জন্ম সনদের এক কপি ফটোকপি লাগবে। 


➡️যে কোন বিদ্যালয়ের থেকে এক কপি এডমিট কার্ডের ফটোকপি লাগবে। 


➡️অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ২ কপি ফটোকপি লাগবে। 


➡️নিজের পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি লাগবে। 


➡️যিনি নমিনি হবে তার জাতীয় পরিচয় পত্রের ২ কপি ছবি লাগবে। 


➡️নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে 



ব্যাংক এশিয়া ডিপিএস অ্যাকাউন্ট খোলার নিয়ম


ব্যাংক এশিয়া ডিপোজিট একাউন্ট বা ডিপিএস অ্যাকাউন্ট অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে।যার কারণে অনেকেই ব্যাংক এশিয়াতে ডিপিএস অ্যাকাউন্ট খুলে থাকেন।ব্যাংক এশিয়া ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র-


➡️গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের এক কপি ফটোকপি লাগবে। 


➡️গ্রাহকের নিজের দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি লাগবে। 


➡️নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে। 


➡️ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি লাগবে। 


এই সকল ডকুমেন্ট গুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে ব্যাংক এশিয়ার শাখায় যোগাযোগ করার মাধ্যমে খুব সহজেই আপনি ব্যাংক এশিয়া ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন।


ব্যাংক এশিয়া একাউন্ট ওপেনিং ফর্ম 


ব্যাংক এশিয়া একাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি ফর্ম ডাউনলোড করতে হবে বা ফরম সংগ্রহ করতে হবে। এই ফরমটি পুরন করে আপনি ব্যাংক এশিয়া তে জমা না দিলে আপনার অ্যাকাউন্টটি গ্রহণযোগ্য হবে না। 


ব্যাংক এশিয়া একাউন্ট অপেনিং ফর্ম ডাউনলোড


এই ফরমটি ডাউনলোড করার পর সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করতে হবে এবং এশিয়া ব্যাংকের শাখায় সেটি জমা দিতে হবে।এটাকে ব্যাংক এশিয়া একাউন্ট অপেনিং ফর্ম বলা হয়ে থাকে।


ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার নিয়ম /Bank asia balance check


যাদের ব্যাংক এশিয়াতে ইতিপূর্বে একাউন্ট হয়ে গিয়েছে তাদের জন্য অবশ্যই ব্যাংক এশিয়া ব্যালেন্স চেক এই বিষয়টা সম্পর্কে জানা উচিত।তবে যারা ব্যাংক এশিয়ার ইউজার রয়েছেন তারা চাইলে তিনটি উপায়ে খুবই সহজে ব্যাংক এশিয়া ব্যালেন্স চেক করতে পারবেন।যেমনঃ


➡️এসএমএসের মাধ্যমে 


➡️এশিয়া ব্যাংক অ্যাপস এর মাধ্যমে 


➡️ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে 


তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই তিনটি উপায়ে আপনারা কিভাবে ব্যাংক এশিয়া একাউন্ট চেক করবেন সেই সম্পর্কে।


এসএমএসের মাধ্যমে ব্যাংক এশিয়া একাউন্ট ব্যালেন্স চেক


আপনি যখন এশিয়া ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তখন অবশ্যই আপনি একটি ফোন নাম্বার দিয়েছিলেন। অর্থাৎ আপনি ব্যাংক এশিয়াতে টাকা জমানোর পর যেই নাম্বারে মেসেজ আসে সেই নাম্বারটির মাধ্যমে খুব সহজেই ব্যাংক এশিয়া ব্যালেন্স চেক করতে পারবেন।


যারা এসএমএসের মাধ্যমে ব্যাংক এশিয়া একাউন্ট ব্যালেন্স চেক করতে চান তাদেরকে প্রথমে মেসেজ অপশনে চলে যেতে হবে। Acc{code}[Email][starting tran date] [ending tran date] send to 6969.বিস্তারিত বোঝার জন্য আপনারা নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। 




➡️Source Ac:এই জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বার টা দিতে হবে। 


➡️pin ব্যাংক এশিয়া থেকে আপনাকে যে কার্ড দিয়ে দেওয়া হয়েছিল সেই কার্ডের পিন নাম্বারটি এখানে দিতে হবে। 


➡️Email:আপনাকে এবার এখানে ইমেইল এড্রেস দিতে হবে যার মাধ্যমে মেসেজ সেন্ড করা হবে। 


➡️start tran.date- ট্রানজেকশন সেদিন থেকে শুরু হবে তার তারিখ দিতে হবে 


➡️ending tran date-ট্রানজেকশন যেদিন থেকে শেষ হবে তার তারিক দিতে হবে date-


➡️আপনারা এইভাবে সব সঠিক ইনফরমেশন বসিয়ে 6969 নাম্বারে মেসেজ সেন্ড করে দেবেন। 


তাহলে ফিরতি এসএমএস এর মাধ্যমেই আপনারা দেখতে পারবেন যে আপনার ব্যাংক এশিয়ার একাউন্টে কত টাকা রয়েছে। 


ব্যাংক এশিয়া অ্যাপসের মাধ্যমে ব্যালেন্স চেক /online bank account open


যাদের ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট রয়েছে তারা ব্যাংক এশিয়া অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন।আপনাদেরকে এর জন্য সর্বপ্রথম গুগোল প্লেস্টরে চলে যেতে হবে এবং Bank Asia Smart app লিখে সার্চ করতে হবে এবং অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। 





অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখানে Register Here বাটনে ক্লিক করে এখান থেকে একাউন্ট তৈরী করে নিতে হবে।তারপরে নির্দৃষ্ট সকল ইনফরমেশন দিয়ে একাউন্ট তৈরির কাজটি সম্পূর্ণ করে নিতে হবে। 


রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনি যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রেজিস্টার করেছিলেন সেটা দিয়ে আবার লগইন করে নিন। তাহলে আপনি সরাসরি এই অ্যাপটির ড্যাশবোর্ডের চলে আসতে পারবেন এবং এখানে ac নামক অপশনটিতে ক্লিক করার মাধ্যমে ব্যাংক এশিয়া ব্যালেন্স দেখতে পারবেন । 



ব্যাংক এশিয়া ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্যালেন্স চেক /Bank Asia Account balance check


ব্যাংক এশিয়া ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা রয়েছে সেটি ব্যবহার করে আপনারা ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট চেক করতে পারবেন।আপনাদেরকে এর জন্য সর্বপ্রথম ব্যাংক এশিয়া ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট তৈরি করতে হবে এবং তারপর সেখান থেকে ব্যাংক এশিয়া ব্যালেন্স চেক করতে পারবেন। 



ব্যাংক এশিয়া কাস্টমার কেয়ার নাম্বার /bank asia customare care number


যাদের ব্যাংক এশিয়ায় একাউন্ট রয়েছে অনেক সময় তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।তারা অনেকেই তখন ব্যাংক এশিয়ার কাস্টমার কেয়ার নাম্বার খুঁজে থাকেন।যারা ব্যাংক এশিয়ার কাস্টমার কেয়ারের নাম্বার খুঁজছেন তারা এই +880 9617-016205 নাম্বারটিতে কাস্টমার কেয়ারের সুবিধা পাবেন। এটিই হচ্ছে ব্যাংক এশিয়া কাস্টমার কেয়ার নাম্বার। 

আমাদের শেষ কথা 


আশা করি আজকের পোস্টটি পড়ার মাধ্যমে ব্যাংক এশিয়া একাউন্ট কিভাবে খুলবেন এবং এশিয়া ব্যাংক সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পেয়েছেন।তার পরেও যদি এই বিষয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবো।


Next Post Previous Post