কম দামে সেরা ৫ টি ভালো ক্যামেরা মোবাইল ২০২৩

কম দামে সেরা ৫ টি ভালো ক্যামেরা মোবাইল ২০২২


বর্তমানে আমরা যারা  স্মার্টফোন ব্যবহারকারী রয়েছি তারা প্রথমে অনেকেই স্মার্টফোনের ক্যামেরা কেমন সেটা সম্পর্কে জানতে চাই। কেননা ফোনের ক্যামেরা ভালো হলে তারা বিভিন্ন ধরনের ছবি খুব ভালোভাবেই সে ক্যামেরার মাধ্যমে তুলতে পারেন।


তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে কম দামে ভালো ক্যামেরা ফোন সম্পর্কে বলব।এই স্মার্টফোন গুলো আপনারা ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ক্যামেরার দিক থেকেও এগুলো অনেকটা সেরা।তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক মূল বিষয় সম্পর্কে:-


কম দামে ভালো ৫ টি ক্যামেরা ফোন 


১.Oppo A16

অপো কোম্পানির স্মার্টফোনগুলো ক্যামেরার দিক থেকে কিরকম তা হয়ত কমবেশি সকলেই জানেন।Oppo A16 স্মার্টফোনটা ব্যবহার করা হয়েছে Triple 13+2+2 Megapixel ক্যামেরা যার ফিচার হচ্ছে PDAF, LED flash, depth sensor, macro, 1/3.06″, 1.12µm & more।তাছাড়া এর রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।তাছাড়া এই ফোনটিতে আপনারা 1080p মোডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন।


ফোনটির আকর্ষণীয় অন্যান্য ফিচার


➡️Network -2g,3g,4g

➡️coloras- Pearl Blue, Space Silver, Crystal Black

➡️Sim -Daul nano sim

➡️Weight 190 gram

➡️Display size 6.52 inches

➡️Back camera Triple 13+2+2 Megapixel

➡️Front Camera 8 Megapixel.

➡️Battary Lithium-polymer 5000 mAh (non-removable)

➡️Ram 3/4 Gb

➡️Processor -Octa core, up to 2.35 GHz

➡️Ram 3 / 4 GB

➡️Rom -32 / 64 GB (eMMC 5.1)



স্মার্টফোনটি আপনারা বাজারে ১২৯৯০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর ফোর ৪ জিবি র্যামের স্মার্টফোনটি পাবেন ১৪,৯৯০ টাকার মধ্যে।


অন্য পোস্টঃবাংলাদেশের সেরা 10 স্মার্টফোন ব্র্যান্ড


২.Samsung Galaxy A22

স্যামসাং সকল সময়ই তাদের গ্রাহকদের সেরা স্মার্টফোনের সুবিধা দিয়ে আসছে। ক্যামেরার দিক দিয়েও স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনগুলো অনেকটা এগিয়ে। আর Samsung Galaxy A22 এই স্মার্টফোনটির ক্যামেরা তো অসাধারণ।


এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা Quad 48+8+2+2 Megapixel যার ফিচারের মধ্যে রয়েছে PDAF, OIS, f/1.8, macro, 123º ultrawide, depth, LED flash & more।স্মার্টফোনটির  ফন্ট ক্যামেরা হিসেবে আছে 13 Megapixel এর ক্যামেরা।এই স্মার্টফোনটির এর মাধ্যমে আপনারা 1080p মোডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন।


ফোনটির আকর্ষণীয় অন্যান্য ফিচার


➡️স্মার্টফোনটির 4g নেটওয়ার্কের সুবিধা রয়েছে 

➡️ডাউল ন্যানো সিম ব্যবহার করা যাবে 

➡️স্মার্ট ফোনের ডিসপ্লে হচ্ছে 6.4 ইঞ্চির যার রেজুলেশন ক্ষমতা HD+ 720 x 1600 pixels (274 ppi)।

➡️ব্যাক ক্যামেরা Quad 48+8+2+2 Megapixel ফ্রন্ট ক্যামেরা 13 Megapixel।

➡️ব্যাটারি ক্ষমতা হচ্ছে 5000 এম্পিয়ার এবং এর R হচ্ছে ৬ জিবি এবং ফোন স্তরেজ ১২৮ জিবি।

➡️ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 


স্মার্টফোনটি আপনারা বাংলাদেশের বাজারে ২২,৯৯৯  টাকার মধ্যে পেয়ে যাবেন। 


অন্য পোস্টঃ৬ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি মোবাইল 


৩.xiamomi Redmi 10 prime

যারা কম দামে ভালো ক্যামেরা ফোন খুঁজে থাকেন তাদের জন্য এই ফোনটি অসাধারণ একটি ফোন। এই ফোনটিতে রয়েছে Quad 50+8+2+2 Megapixel রেজুলিয়েশনের ব্যাক ক্যামেরা ফন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।তাছাড়া ফোনটির আরো অনেক ফিচার রয়েছে যার মাধ্যমে এটি অন্য ফোনগুলোর তুলনায় একটু আলাদা।


ফোনটির আকর্ষণীয় অন্যান্য ফিচার


➡️স্মার্টফোনটিতে রয়েছে ডাউল ন্যানো সিমের সুবিধা এবং এর নেটওয়ার্ক ক্ষমতা হচ্ছে 4g।

➡️স্মার্ট ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৫ ইঞ্চি।

➡️ব্যাক ক্যামেরা Quad 50+8+2+2 Megapixel এবং ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে PDAF, f/1.8, LED flash, HDR, ultrawide, macro, depth & more।

➡️ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এর এবং এটি দ্বারা সম্পূর্ণ এইচডি মোডে ভিডিও ধারণ করা যাবে।

➡️ফোনটির 4gb এবং 6 জিবি রেম ওলা দুটি ফোনই মার্কেটে রয়েছে এবং ফোন স্টোরেজ হিসেবেও থাকছে 64 এবং 128gb মেমোরি।

➡️স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী 6 হাজার এম্পিয়ার এর ব্যাটারি।


স্মার্টফোনটি আপনারা বাংলাদেশের বাজারে ১৯,৪৯৯ টাকার মধ্যে পেয়ে যাবেন।


অন্য পোস্টঃ ৫ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি মোবাইল


৪.Infinix Note 10

যারা কম দামে ভালো স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি হতে পারে চমৎকার একটি ফোন।এই ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে Triple 48+2+2 Megapixel ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16 Megapixel ক্যামেরা। এই ফোনের ক্যামেরা দিয়ে ১০৮০p মনে খুব সহজেই ভিডিও রেকর্ডিং করা যাবে।


ফোনটির অন্যান্য আকর্ষণীয় ফিচার


➡️ফোনটিতে আপনারা ফোরজি নেটওয়ার্ক এর সুবিধা পাবেন।

➡️স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৯৫ ইঞ্চি।

➡️স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে Triple 48+2+2 Megapixel ক্যামেরা এবং এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 Megapixel রেজুলেশন ক্যামেরা।

➡️ফোনটিতে রয়েছে শক্তিশালী 5000 এম্পিয়ার এর ব্যাটারি এবং এই স্মার্টফোনটি ফাস্ট চার্জ তুলতে সক্ষম।

➡️ওটাকোরর প্রসেসর এর এই স্মার্টফোনটির রয়েছে 6 জিবি র্যাম এবং 128gb ফোন রিস্টোর এর সুবিধা।

➡️ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক এর মত সুবিধা রয়েছে এই স্মার্টফোনটিতে।


যারা এই স্মার্টফোনটি কিনতে চান তারা বাংলাদেশের বাজারে ১৫,৯৯০ টাকার মধ্যে পেয়ে যাবেন।


৫.Realme 9i

রিয়েলমি ফোন গুলো কে অনেকে গেম খেলার জন্য চিনে থাকেন। এই কোম্পানির ফোনগুলোর বিশেষত্ব হচ্ছে এরা প্রসেসর ক্ষমতা খুব ভালো করে থাকে। কিন্তু আমার কাছে এই ফোনের ক্যামেরা ও অসাধারন লেগেছে।স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে
Triple 50+2+2 Megapixel ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়া এই স্মার্টফোনটিকে আপনারা 1080p মোডে ফুল এইচডি ভিডিও করতে পারবেন।


ফোনটির অন্যান্য আকর্ষণীয় ফিচার


➡️ফোনটিতে রয়েছে 2g, 3g, 4g নেটওয়ার্ক সুবিধা।

➡️স্মার্টফোনটির বডি টাইপ অনেকটা punch-hole বৈশিষ্ট্যের।

➡️স্মার্টফোনের মোট ওজন হচ্ছে ১৯০ গ্রাম এবং এর ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৬ ইঞ্চি।

➡️ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে Triple 50+2+2 Megapixel এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 Megapixel ক্যামেরা।

➡️ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এতে রয়েছে শক্তিশালী 5000 এম্পিয়ার ব্যাটারী যেটা Fast charge তুলতে সক্ষম।

➡️ফোনটির দুটি ভার্সন বাজারে রয়েছে যার একটির নাম হচ্ছে 4gb এবং অন্যটি 6gb এবং এর ফোন স্তরেজ সুবিধা থাকছে 64 জিবি এবং 128gb।

➡️স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।


আপনারা যারা এই স্মার্টফোনটি কিনতে চান তারা বাংলাদেশের বাজারে ১৯,৯৯০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।


শেষ কথা, আশা করি যারা কম দামে ভালো ক্যামেরা ফোন খুঁজছিলেন তারা আজকের এই পোস্টটি পড়ার মাধ্যমে জানতে পেরেছেন যে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। তার পরেও যদি কোন বিষয় সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

Next Post Previous Post