আবহাওয়া কাকে বলে এবং আবহাওয়ার বৈশিষ্ট্য

আবহাওয়া কাকে বলে এবং আবহাওয়ার বৈশিষ্ট্য


আবহাওয়া শব্দটি আমরা কম বেশী সকল সময়ই শুনে থেকে। অর্থাৎ আবহাওয়া শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত।আমাদের মানব জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আবহাওয়া আমাদের জীবনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে। আবহাওয়া কে বলা হয়ে থাকে পৃথিবীর মৌলিক প্রক্রিয়া। আবহাওয়ার মাধ্যমেই আমাদের এই সুন্দর এই পৃথিবী রুপায়ন হয়েছে। 


তাই আমাদের কম বেশী সকলেরই আবহাওয়া সম্পর্কে জানতে ইচ্ছে করে। আবহাওয়া সম্পর্কে জানার আগে আপনাদের জানতে হবে আবহাওয়া কাকে বলে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া কি এবং আবহাওয়া কাকে বলে সেই সম্পর্কে।


আবহাওয়া কাকে বলে?

আবহাওয়া হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুর চাপ, বৃষ্টিপাত ইত্যাদি উপাদানের গড় অবস্থা।তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এই অবস্থাকে আবহাওয়া বলা হয়ে থাকে। আবহাওয়ার গতিবিধি নিত্যদিনই পরিবর্তিত হয়ে থাকে। আবহাওয়া কে বৈজ্ঞানিকভাবে মেটিওরোলজি বলা হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক আবহাওয়ার বৈশিষ্ট্য সম্পর্কে-


আবহাওয়ার বৈশিষ্ট্য 

আবহাওয়ার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যা সাধারণত অপরিবর্তনশীল হয়ে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে-


➡️আবহাওয়া হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের নিম্ন স্তরের প্রতিদিনকার একটি অবস্থা।


➡️আবহাওয়া হচ্ছে পরিবর্তনশীল অর্থাৎ যেকোন সময় এটির পরিবর্তন ঘটতে পারে।


➡️স্থানের উপর নির্ভর করে আবহাওয়া খুব সহজেই পরিবর্তিত হতে পারে।


➡️আবহাওয়া স্বল্পসময়ের অবস্থানকে তুলে ধরে প্রতিদিনকার সময় এর উপর নির্ভর করার মাধ্যমে


আবহাওয়ার উপাদান 

আবহাওয়ার বৈশিষ্ট্য সম্পর্কে ইতিমধ্যে জেনে গিয়েছেন তাহলে এবার জানতে হবে আবহাওয়ার উপাদান সম্পর্কে। আবহাওয়ার বৈশিষ্ট্য  এর পাশাপাশি রয়েছে আবহাওয়ার উপাদান।আবহাওয়ার উপাদান গুলোর যথারীতি নিচে খুব ভালোভাবে তুলে ধরা হলো:-


➡️তাপ 


➡️চাপ 


➡️বায়ুপ্রবাহ 


➡️আদ্রতা 


➡️বৃষ্টিপাত 


➡️মেঘাচ্ছন্ন 


সাধারণত এগুলোকে আবহাওয়ার উপাদান এর সাথে গণ্য করা হয়ে থাকে।


শেষ কথা, আজকের আর্টিকেলটি যারা পড়েছেন তারা আবহাওয়া কাকে বলে এবং আবহাওয়ার উপাদান গুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।তার পরেও যদি আবহাওয়া সম্পর্কিত বিষয়ে কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post