বর্তমানে নিত্যনতুন নানা ধরনের প্রযুক্তির সৃষ্টি হচ্ছে।আর এই সকল প্রযুক্তির না হলেও সৃষ্টি হচ্ছে। মোবাইলের ক্ষেত্রেও এটি ব্যতিক্রম নয়। যারা স্যামসাং মোবাইল কিনে থাকেন অনেকেই স্যামসাং মোবাইল আসল নাকি নকল এটা সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না। আজকের পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব স্যামসাং অফিশিয়াল ফোন চেনার উপায় সম্পর্কে। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাকঃ
অন্য পোস্টঃঅরিজিনাল আইফোন চেনার উপায়
আসল স্যামসাং মোবাইল চেনার উপায় /samsung official phone check
অরিজিনাল স্যামসাং মোবাইল চেনার উপায় যারা জানেন না তারা অবশ্যই আমাদের এই পোস্টটি বিস্তারিত পড়বেন।নিচে ধাপে ধাপে আপনাদের দেখানো হলোঃ-
➡️প্রথমে আপনার স্মার্টফোনের আইএমআই নাম্বারটি বের করে নিতে হবে এর জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে *#6# ডায়াল করতে হবে।
➡️কোডটি ডায়াল করার পর আপনারা ফোনের আইএমইআই নাম্বার টি পেয়ে যাবেন।
➡️এবার আপনাদেরকে ফোনের আইএমইআই নাম্বার টি কপি করে http://www.imei.info/ এই ওয়েবসাইটটিতে সরাসরি চলে যেতে হবে।
➡️তারপরে আপনারা এরকম একটি ছবি দেখতে পারবেন।
এই চেকের ওপরের অপশনে আপনাকে আইএমইআই নাম্বার টি পেস্ট করে চেক বাটনে ক্লিক করতে হবে।
➡️স্যামসাং ফোনটি যদি সঠিক হয়ে থাকে তাহলে আইফোনের সকল তথ্য এখানে পেয়ে যাবেন আর স্যামসাং মোবাইলটি যদি নকল হয়ে থাকে তাহলে কোন তথ্য পাবেন না।
অন্য পোস্টঃআইফোনের রিংটোন ডাউনলোড করার সেরা 5 ওয়েবসাইট
স্যামসাং নকল ফোন চেনার আরো কয়েকটি উপায়
➡️স্যামসাং নকল ফোনের পর্দার চারিপাশে কালো অংশ থাকে যা সাধারণত অরিজিনাল স্যামসাং ফোন গুলোতে থাকেনা।
➡️স্যামসাং মোবাইলের ওপরে স্যামসাং নামক যে লোগোটি আপনারা দেখতে পান সেটি নখ দিয়ে ঘষলে উঠবে না যদি স্যামসাং ফোনটি আসল হয়।আর যদি ফোনটি নকল হয় তাহলে লোগোটি নখ দিয়ে ঘষার পর উঠে যাবে।
➡️আসল স্যামসাং মোবাইলের হোম বাটন টি পর্দার নিচে খুব কাছাকাছি থাকে। আর নকল ফোনের হোম বাটন টি একটু নিচে থাকে যদি ভালো ভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন।
অন্য পোস্টঃআইফোনের ব্যাটারি ভালো রাখার উপায়
শেষ কথা, আশা করি আজকের এই পোস্ট টি পড়ার মাধ্যমে স্যামসাং অফিসিয়াল ফোন চেনার উপায় সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। আপনারা একটু সতর্ক হলে নকল স্মার্টফোনগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবেন। তারপরও যদি এই সম্পর্কিত বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।