১ রিয়াল সমান কত টাকা

১ রিয়াল সমান কত টাকা


প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য লোক সৌদি আরবে যেয়ে থাকেন কাজের উদ্দেশ্যে।তারা সৌদি আরবে গিয়ে বিভিন্ন স্থানে কাজ করে থাকেন এবং পারিশ্রমিক হিসেবে সৌদি রিয়াল দেশে পাঠিয়ে থাকেন। তাই আমাদের দেশের মানুষের মধ্যে অনেকের আগ্রহ আছে যে রিয়াল সমান কত টাকা এটা জানার জন্য। আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে রিয়াল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।


১ রিয়াল সমান কত টাকা/1 rial to bangladeshi taka rate

আমাদের দেশে যেমন কারেন্সি কে টাকা বলা হয়ে থাকে তেমনি সৌদি আরবে তাদের কারেন্সিকে রিয়াল বলা হয়ে থাকে। সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকা হয়  ২২.৯৩২৪। 


১ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা 

সৌদি আরব বাংলাদেশের তুলনায় অনেকটা উন্নত একটি দেশ। আর এই কারণে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক প্রতিবছর সৌদি আরবে যে থাকেন এবং তারা সেখান থেকে হাজার হাজার রিয়াল বাংলাদেশে পাঠিয়ে থাকেন। 


তাদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়।কেউ যদি সৌদি আরব থেকে ১০০ রিয়াল পাঠিয়ে থাকেন তাহলে তাকে বাংলাদেশি টাকায় ২৬.৬৫৭২ টাকা দেওয়া হয়ে থাকে।


অন্য পোস্টঃ ১ ডলার সমান কত টাকা


১০০০ রিয়াল সমান কত টাকা

সৌদি আরবের মুদ্রাকে রিয়াল বলা হয়ে থাকে।সৌদি আরবের ১০০ রিয়াল সমান বাংলাদেশি টাকায় আসে     ২৬৬.৫৭২৩ টাকা।


সৌদি ১ টাকা বাংলাদেশের কত টাকা

আপনারা এতক্ষণে সৌদি ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা সেটা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন।বৈশ্বিক বাজারে প্রায়সমই মুদ্রার রেট কম বেশি হয়ে থাকে। 


শেষ কথা,আশা করি আপনারা ১ রিয়াল = কত টাকা এই সম্পর্কে সঠিক উত্তরটা এতক্ষণে পেয়ে গিয়েছেন। তার পরেও যদি কোন বিষয় সম্পর্কে বুঝতে কোন ধরনের অসুবিধা হয়ে থাকে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা আপনার প্রশ্নটির উত্তর দেয়ার চেষ্টা করব। 

Next Post Previous Post