তুরস্ক ভিসা ২০২৩।তুরস্ক ভিসা পাওয়ার উপায় এবং ভিসা প্রসেসিং খরচ
তুরস্ক ভিসাঃ নানা বৈচিত্রে ভরা সুন্দর একটি দেশ হচ্ছে তুরস্ক।তুরস্ক দেশটির রয়েছে নান্দনিক নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ।অনেকে ভ্রমণের উদ্দেশ্যে হউক অথবা কাজের উদ্দেশ্যে হোক তুরস্ক যেতে চান।
তুরস্কর যাওয়ার জন্য তুরস্ক ভিসার প্রয়োজন হয়ে থাকে।আজকের এই পোস্টের মাধ্যমে আলোচনা করা হবে তুরস্ক কিভাবে যাওয়া যায় এবং তুরস্ক ভিসা কিভাবে করবেন এই সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক:-
তুরস্ক ভিসা পাওয়ার উপায়
তুরস্কর যাওয়ার জন্য বিভিন্ন দেশে অনেক ধরনের ভিসা দেওয়া হয়ে থাকে। তুরস্ক যাওয়ার জন্য যে সমস্ত ভিসা দেওয়া হয়ে থাকে তা নিচে উল্লেখ করা হলো:-
➡️তুর্কি কাজের ভিসা /তুর্কি জব ভিসা
➡️তুর্কি টুরিস্ট ভিসা/তুর্কি ভিজিট ভিসা
➡️তুর্কি ওয়ার্ক পারমিট ভিসা
➡️তুর্কি স্টুডেন্ট ভিসা
সাধারণত যারা তুরস্ক যেতে চান তাদেরকে মূলত এই ধরনের ভিসা গুলো দেওয়া হয়ে থাকে।তারা চাইলে এইভিসা গুলোর মাধ্যমে খুব সহজেই তুরস্ক যেতে পারবেন।
অবশ্যই পড়ুন
সিঙ্গাপুর ভিসা পাওয়ার উপায় এবং ভিসা প্রসেসিং খরচ
পেরু ভিসা পাওয়ার নিয়ম এবং ভিসা প্রসেসিং খরচ
নিউজিল্যান্ড ভিসা পাওয়ার নিয়ম এবং ভিসা প্রসেসিং খরচ
বাংলাদেশ থেকে তুরস্ক ভিসা আবেদন
যারা তুরস্ক যেতে চান তারা চাইলে খুব সহজেই তিনটি ধাপ অবলম্বন করার মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন।ভিসা আবেদনের জন্য আপনাকে তিনটি ধাপ পার করতে হবে। আর এর মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে সেটি হচ্ছে প্রি -এপ্লিকেশন।
সাধারণত এর জন্য আপনাদেরকে https://www.konsolosluk.gov.tr/Visa/Index সরাসরি এই লিংকে চলে যেতে হবে।এখানে আপনারা একটি আবেদন ফরম দেখতে পাবেন এবং এ আবেদন ফরমের চাওয়া সঠিক তথ্য গুলো আপনাদেরকে পূরণ করতে হবে।
এখানে আবেদনকারীর পাসপোর্ট নাম্বার, জাতীয়ত, তুরস্ক ভ্রমণের উদ্দেশ্য,এবং আপনি কোন দেশের তুরস্ক দূতাবাসের ভিসা আবেদন জমা দেবেন সে সম্পর্কিত তথ্য চাইবে।
আপনি এই তথ্যগুলো পূরণ করার পরপরই একটি চুক্তি নামা দেখতে পারবেন। এবার আপনাকে এর সাথে সম্মতি হতে হবে তাহলে ভিসা আবেদনের পরবর্তী ধাপে আপনি উঠতে পারবেন।তাছাড়া ভিসা আবেদনের জন্য কি ধরনের ডকুমেন্ট লাগবে আপনারা এই স্থানে সেটি খুব ভালোভাবেই দেখতে পারবেন।
তুর্কী ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
তুর্কী ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় যেসকল ডকুমেন্টগুলো লাগবে তা নিচে উল্লেখ করা হলো।
➡️পাসপোর্ট সাইজের ছবি
➡️আয় সম্পর্কিত দলিল
➡️বিমান বুকিং এর টিকিট
➡️সেখান থেকে আবার ফিরে আসবেন এর প্রমাণাদি
➡️পরিচিতিমূলক চিঠি
➡️হোটেল বুকিং এবং আমন্ত্রণ পত্রের দলিল
যারা লিংক থেকে আবেদন করবেন তারা Pree অ্যাপ্লিকেশনের ধাপে যদি যোগ্য বিবেচিত হন তাহলে পরবর্তী ধাপে যেতে পারবেন।
আপনারা যদি ভিসার জন্য যোগ্য বিবেচিত হয়ে থাকেন তাহলে এই লিংক থেকে www.evisa.gov.tr মূল ভিসার জন্য চাইলে আবেদন করতে পারবেন। আপনাদেরকে এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ পাসপোর্ট ভিসাও অফিসে জমা দেওয়া লাগবে।
তৃতীয় ধাপে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। আবেদনকারী যে ভিসা অফিসে ভিসার জন্য আবেদন করেছেন সেই অফিসের একজন কর্মকর্তার সাথে তিনি সরাসরি সাক্ষাৎ করতে পারবেন। তখন সে কর্মকর্তা ঠিক করে দিবেন তিনি ভিসা পাবেন কি পাবেন না।
আরো দেখুনঃআমেরিকা ভিসা পাওয়ার উপায় এবং ভিসা প্রসেসিং খরচ
তুরস্ক ভিসা প্রসেসিং এর প্রয়োজনীয় কাগজ পাতি/তুরস্ক ভিসার দাম কত
তুরস্ক ভিসা প্রসেসিং এর জন্য নির্দিষ্ট কিছু কাগজ পাতি লাগবে যা না হলে আপনারা তুরস্কের ভিসা প্রসেসিং করতে পারবেন না। নিচে তুরস্ক ভিসা প্রসেসিংয়ের জন্য যে ধরনের ডকুমেন্ট লাগবে তা উল্লেখ করা হলো:-
➡️একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে
➡️বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে
➡️চাকরিজীবীদের প্রতিষ্ঠান থেকে ছুটির দরখাস্ত
➡️প্রতিষ্ঠান ভিজিটিং কার্ড লাগবে
➡️চাকরিজীবী হয়ে থাকলে অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে
➡️ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে
➡️টিআইএন সার্টিফিকেটের ফটোকপি
➡️পাসপোর্ট সাইজের ছবি দুই কপি
➡️ইউ এস ইউ কে এর ক্ষেত্রে সম্পত্তির বিবরণ
সাধারণত তুরস্ক ভিসা প্রসেসিংয়ের জন্য এই সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর সরাসরি চাইলে তুরস্ক দূতাবাসে যোগাযোগ করতে পারেন।
তুরস্ক দূতাবাসের ঠিকানা, রোড নাম্বার ২,বাড়ি নম্বর ৭,বারিধারা ঢাকা ১২১২
ফোনঃ৮৮১৩২৯৭,৮৮২২১৯৮
তুরস্ক ভিসা চেক /Turkey visa check
তুর্কী ভিসা চেক করার সঠিক এবং কার্যকারী কোন লিংক দেওয়া হয়নি।তবে আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে তুরস্ক ভিসা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য পেতে পারেন https://turkeyvisa.com.tr/home/।
শেষ কথা, আশা করি পোস্টটি পড়ার মাধ্যমে তুরস্ক ভিসা সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পেয়েছেন। তার পরেও যদি কোন বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।