রূপগত উপযোগ কি বা কাকে বলে
রূপগত উপযোগ কি এবং কাকে বলে এর সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন। আজকের আর্টিকেলে বলা হবে রূপগত উপযোগ কি।তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাক মূল বিষয় সম্পর্কে।
রূপগত উপযোগ কাকে বলে
সাধারণত কোন জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকেই মূলত বলা হয়ে থাকে রূপগত উপযোগ।
সাধারণত এই ক্ষেত্রে দ্রব্যের রুপের পরিবর্তন ঘটে থাকে তাই একে রূপগত উপযোগ বলা হয়ে থাকে।আসবাবপত্র থেকে শুরু করে মাটি থেকে ইট, লোহা থেকে যন্ত্রপাতি এভাবে হাজারো উপযোগের রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষ তাদের ব্যবহারের উপযোগী করে তুলছে।
সেবাদানকারী কিছু প্রতিষ্ঠানকে বাদ দিলে বাকি যে সব উপকরণ রয়েছে সবই কিন্তু রূপগত উপযোগের সাথে সম্পৃক্ত ।
পরিশেষে, আশাকরি রূপগত উপযোগ কি আপনারা আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে খুব সহজেই বুঝে গিয়েছেন। তাছাড়া উপযোগ সম্পর্কিত আর কোন প্রশ্ন আপনাদের থেকে থাকলে আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।