সামনের চুল ঘন করার উপায়ঃবর্তমান সময়ে চুল পড়ে যাওয়ার সমস্যা বা চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। চুল পড়তে পড়তে একপর্যায়ে এমন অবস্থায় দাঁড়ায় যে মাথায় টাক পড়ার মত অবস্থা হয়ে যায়।
আমাদের মধ্যে অনেকে আছেন যাদের চুল ক্রমাগত পড়তে পড়তে চুল অনেকটা পাতলা হয়ে গিয়েছে। তাছাড়া অনেকের সামনে চুল একদম পাতলা।তাই তারা সামনের চুল ঘন করার উপায় খুঁজতেছেন।
আজকের এই আর্টিকেলের আমি আপনাদের সাথে আলোচনা করব মাথার সামনের চুল ঘন করার উপায় সম্পর্কে।তাহলে চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনারা খুবই দ্রুত মাথার সামনের চুল ঘন করবেনঃ
মাথার সামনের চুল ঘন করার উপায়
মাথার পাতলা চুল ঘন করার জন্য আপনারা বাজারে অনেক ধরনের রাসায়নিক প্রসাধনী পেয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় ওসব প্রসাধনী ব্যবহার করার ফলে আপনার চুলের লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে।
তাই আজকের এই আর্টিকেলের আমি আপনাদের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনারা মাথার সামনের চুল ঘন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
১.পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল
যাদের মাথার সামনের চুল পাতলা হয়ে গিয়েছে তাদের জন্য এই উপাদান দুটি হতে পারে সবচেয়ে কার্যকরী উপাদান।পেঁয়াজের রসে রয়েছে সালফার যা আপনার চুলের জন্য খুবই উপকারী এবং ক্যাস্টর অয়েলে রয়েছে নানা ধরনের প্রাকৃতিক উপাদান যা চুলকে ভেতর থেকে পুষ্টি যুগিয়ে বাড়তে সাহায্য করে থাকে।
যাদের মাথার সামনের দিকের চুল অনেক পাতলা হয়ে গিয়েছে তারা এই উপাদানটি নিয়মিত ব্যবহার করার ফলে এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমেই আপনাকে একটি পেঁয়াজ কেটে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে এবং একটি পাত্রে সেটি রাখতে হবে। তারপর পেঁয়াজের রসের সাথে এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এবার আপনার মাথার সামনের অংশে যে স্থানের চুল পাতলা সেখানে আপনি মাসাজ করতে পারেন ১৫ থেকে ২০ মিনিট।ক্যাস্টর অয়েল যেহেতু খুবই ঘন তাই আপনি এটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।আপনি যদি এই প্যাকটি নিয়মিত কিছুদিন ব্যবহার করতে পারেন তাহলে এর পরিবর্তন টা আপনি নিজে থেকেই দেখতে পারবেন।
২.অলিভ অয়েল ও রসুনের রস
রসুন হচ্ছে চুল ঘন করার বা নতুন চুল গজানোর জন্য আরেকটি অসাধারণ উপাদান। রসুনের ভেতরে থাকা সালফার হেয়ার ফলিকল কে উদ্দীপ্ত করতে সাহায্য করে থাকে।আপনি মাথার সামনের অংশের চুল ঘন করার জন্য অলিভ অয়েল ও রসুনের রস ব্যবহার করতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে আপনাকে অলিভ অয়েল এর সাথে এক কোয়া রসুন হালকা থেঁতো করে গরম করে নিন। নিয়মিত হট অয়েল ম্যাসাজ করার ফলে আমাদের চুলের গোড়া মজবুত হয়ে থাকে এবং নতুন চুল গজায়। তাই আপনি চাইলে এই প্যাকটি সুন্দর করে মাথায় যে অংশের চুল পাতলা সেখানে মাস্যাজ করতে পারেন। তবে মেসেজ করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যেন মাথার চুলের স্কাল্পে নখ না লাগে। আপনি এই প্যাকটি সপ্তাহে চারদিন ব্যবহার করতে পারেন।
৩.ডিম ও অলিভ অয়েল
পাতলা চুল ঘন করার জন্য ডিম হচ্ছে দারুন একটি কার্যকরী উপাদান। ডিমে থাকা প্রোটিন জিংক ও অন্যান্য নানা ধরনের উপাদান চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর ডিমের সাথে যখন অলিভ অয়েল দেওয়া হয়ে থাকে তখন তো এর গুন আরো বেড়ে যায়। আপনার যদি মাথার সামনের অংশের চুল ক্রমাগত পড়ে পাতলা হয়ে যেয়ে তাকে তাহলে আপনি ডিম ও অলিভ অয়েলের এর প্যাক টি ব্যবহার করতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে আপনাকে বাটিতে একটি ডিম ভেঙ্গে নিতে হবে।ডিম ভাঙার পর এর সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল যোগ করতে হবে। তারপর এই দুটি উপকরণ খুব সুন্দর করে মিক্স করতে হবে এবং এটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিতে হবে। আপনি এবার এইভাবে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন।তারপরে হালকা শ্যাম্পু দিয়ে মাথার চুল ধুয়ে ফেলুন। ডিমে আছে প্রোটিন ও সালফার যা চুলের ঘনত্ব বৃদ্ধি করার পাশাপাশি চুলকে করে তোলে ঝলমলে এবং মজবুত।
৪.আমলকি ও লেবুর রস
চুলের যত্নে আপনারা আমলকির ব্যবহার তো অনেকে জানেন। সবচেয়ে কার্যকরী উপাদান হচ্ছে আমলকি চুলের যত্নের জন্য।আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা সাধারণত আমাদের চুলের স্বাস্থ্য সুন্দর রাখে এবং চুলের গোড়ায় কোলাজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে চুল দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করে।লেবুর রসে থাকা ভিটামিন সি চুলের নানা ধরনের উপকার সাধন করে থাকে।
তাছাড়া লেবুর রস চুলে খুশকি দূর করতেও সাহায্য করে থাকে।যাদের মাথার চুল অনেক পাতলা হয়ে গিয়েছে তারা চাইলে আমলকি এবং লেবুর রসের এই প্যাক টি ব্যবহার করতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে আপনাকে ১ টেবিল-চামচ আমলকি গুড়ার সাথে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে।তারপর এটি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে।
তারপর নরমাল পানি দিয়ে হালকা শ্যাম্পুর মাধ্যমে চুল সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। এর সর্বোত্তম ফলাফল পেতে আপনি এই প্যাকটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।আপনি কিছুদিন পরে নিজে থেকেই এর পরিবর্তন টা দেখতে পারবেন।
৫.মেহেদি পাতা ও অলিভ অয়েল বা নারিকেল তেল
মেহেদি পাতা হচ্ছে চুলের জন্য আরেকটি কার্যকরী উপাদান। পাতলা চুল ঘন করার জন্য মেহেদিপাতার জুড়ি মেলা ভার।মেহেদি পাতা চুলের যত্নে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। মাথার সামনের চুল ঘন করার উপায় গুলোর মধ্যে মেহেদি পাতা ও অলিভ অয়েলের প্যাকটি অন্যতম।আপনারা চাইলে এই দুটি উপাদানের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মাথার পাতলা চুলকে ঘন করতে পারবেন।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে আপনাকে দুই মুঠো তাজা মেহেদি পাতা পানি দিয়ে অল্প করে সুন্দর করে বেটে নিতে হবে।আপনি চাইলে এর সাথে নারিকেল তেল বা অলিভ অয়েল নিতে পারেন। এবার এটি চুলের গোড়ায় সুন্দর করে লাগাতে হবে এবং ৩০ থেকে ৩৫ মিনিট চুল এইভাবে রেখে দিতে হবে।
তারপর আপনাকে হালকা শ্যাম্পু দিয়ে চুল সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। আপনি এর সর্বোত্তম রেজাল্ট পেতে সপ্তাহে এই প্যাকটি আপনি দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আপনার চুলের যত্নে। মাথার সামনের চুল ঘন করার জন্য এই প্যাকটি কার্যকারী একটি উপাদান।আপনি এর সঠিক ব্যবহারের ফলে খুব সহজেই আপনার মাথার চুলের ঘনত্ব বৃদ্ধি করতে পারবেন এবং চুলপড়া আটকাতে পারবেন।
আমাদের শেষ কথা
সাধারণত উপরের প্যাক গুলো আপনার মাথার সামনের চুল ঘন করার উপায় গুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ।আপনি চাইলে এই প্যাকগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আপনার মাথার পাতলা চুল ঘন করতে পারেন।
তবে আপনাকে অবশ্যই এই প্যাকগুলো ব্যবহার করার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ভিটামিন গ্রহণ করতে হবে। কেননা এগুলো আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি যুগিয়ে তুলবে।আপনার চুল যদি ভেতর থেকে পুষ্টি না পেয়ে থাকে তাহলে আপনি যত প্যাকই ব্যবহার করুন না কেন কোনো সময়ই আপনার চুলের ঘনত্ব আপনি বাড়াতে পারবেন না।
তাই অবশ্যই এই উপাদানগুলো ব্যবহার করার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার আপনাকে গ্রহন করতে হবে। তাহলে আপনারা খুব দ্রুতই আপনার মাথার পাতলা চুলকে ঘন করতে পারবেন।
Valo ppst
ReplyDelete