পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং পঞ্চগড় এক্সপ্রেস এখন কোথায়

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং পঞ্চগড় এক্সপ্রেস এখন কোথায়

পঞ্চগড় এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ একটি ট্রেন। যারা পঞ্চগড় এক্সপ্রেস ভ্রমণ করতে চান তারা অনেকেই প্রশ্ন করে থাকেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী  এবং পঞ্চগড় এক্সপ্রেস এখন কোথায় সেই সম্পর্কে। 


আজকের এই পোস্টের মাধ্যমে যারা এই সকল প্রশ্নগুলো করে থাকেন তাদের প্রশ্নগুলোর সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এর জন্য অবশ্যই আমাদের এই  আর্টিকেলটি বিস্তারিত এবং মনোযোগ সহকারে পড়তে হবে। 


পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন নিয়ে কিছু কথা 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা এইরূটে নিয়মিত যাতায়াত করে থাকে। তাই এই রুটের যাত্রীরা অনেকেই এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কে বেছে নিয়ে থাকেন ভ্রমণ করার জন্য। 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সর্বপ্রথম ২৫ শে মে ২০১৯ সালে উদ্বোধন করা হয়। এই ট্রেনটি মোট রূট দূরত্ব হচ্ছে ৫২৬ কিলোমিটার।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির যাত্রাপথে এই রুট পরিক্রমন করতে সময় লাগে ১০ ঘন্টা ৪৫ মিনিট এর মতো।আশাকরি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছুটা ধারনা আপনারা এতক্ষনে পেয়ে গিয়েছেন এবার আমি আপনাদেরকে বলবো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঠিক সময় সূচি সম্পর্কে। 


পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত পঞ্চগড় টু ঢাকা এই রুটে চলাচল করে থাকে। অন্যান্য ট্রেনের যেমন সাপ্তাহিক ছুটি রয়েছে এই ট্রেনের  সাপ্তাহিক কোন ছুটি নেই অর্থাৎ এই ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে থাকে।


পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় এর উদ্দেশ্যে রওনা করে রাত ১০:৪৫ এর দিকে এবং পঞ্চগড়ে পৌঁছাই সকাল ৮:৫০ মিনিটে।


আর পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দুপুর ১২ঃ৩০ মিনিটে রাত ৯ টা ৫৫ এর দিকে।


পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির বিরতি স্থান এবং সময়সূচী 

যারা নিয়মিত ট্রেন ভ্রমণ করে থাকেন শুধু সঠিক সময় সূচি জানলে হয় না মাঝেমধ্যে বিরতি স্থান সম্পর্কেও ধারণা রাখা উচিত।পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে এই ট্রেনটি মোট ৬ টি স্থানে বিরতি স্থাপন করে থাকে।নিচে টেবিল সহকারে আপনাদেরকে বিস্তারিত দেখানো হলো:

বিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৯৩)পঞ্চগড় থেকে (৭৯৪)
বিমান বন্দর২৩ঃ১২ মিনিটে২১ঃ২৫ মিনিটে
সান্তাহার০৪ঃ১০ মিনিটে১৭ঃ০৫ মিনিটে
পার্বতীপুর০৫ঃ৫০ মিনিটে১৫ঃ১৫ মিনিটে
দিনাজপুর০৬ঃ৩২ মিনিটে১৪ঃ২০ মিনিটে
পীরগঞ্জ০৭ঃ২১ মিনিটে১৩ঃ৩৩ মিনিটে
ঠাকুরগাঁও০৭ঃ৪৭ মিনিটে১৩ঃ০৭ মিনিটে


পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা 

ট্রেন ভ্রমণকারীদের জন্য ভাড়ার তালিকা টা জানা খুবই গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত ট্রেনে ভ্রমণ করে থাকেন তাদের অবশ্যই সে ট্রেনটিতে সঠিক ভাড়াটা জেনে নেয়া উচিত। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তে আপনারা চার ধরনের আসন পাবেন এবং এর আসুন ভেদে ভাড়ার তালিকা নিচে উল্লেখ করা হলো-


আসন বিভাগটিকেটের মূল্য (১৫ভ্যাট)
শোভন চেয়ার৫৫০ টাকা
প্রথম সিট১০৩৫ টাকা
এসি সিট১২৬০ টাকা
এসি বার্থ১৮৯২ টাকা


পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিট 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনারা চাইলে  ওই রুটে আপনাদের নিকটবর্তী স্টেশনে গিয়ে সংগ্রহ করতে পারেন। অথবা এখন অনলাইনে অনেক ট্রেনের টিকিট কাটা যাচ্ছে আপনারা চাইলে বাংলাদেশ রেলওয়ে ই সেবা কার্যক্রমের মাধ্যমে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারেন এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির ভবনের জন্য।


অনেক সময় স্টেশনে গিয়ে টিকিট কাটা ভোগান্তির হয়ে থাকে তাই এই সিস্টেমটি আপনারা ব্যবহার করে টিকিট কাটতে পারেন। এর ফলে সঠিক টিকিটের দামও আপনারা জেনে যেতে পারবেন।



শেষ কথা, আশা করি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে পঞ্চগড় এক্সপ্রেস এখন কোথায় বা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে ধারণা পেয়েছেন।এ সম্পর্কিত কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। 

 

Next Post Previous Post