একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং একতা এক্সপ্রেস ট্রেন এখন কোথায়

 

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং একতা এক্সপ্রেস ট্রেন এখন কোথায়

একতা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ের অন্যতম একটি ট্রেন। অনেকে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং একতা এক্সপ্রেস ট্রেন এখন কোথায়,  টিকিট কিভাবে কাটবে নেই সম্পর্কে প্রশ্ন করে থাকেন।

আজকের এই আর্টিকেলটি মাধ্যমে আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হবে।তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কেঃ

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু দিনাজপুর এবং দিনাজপুর টু ঢাকা রুটে নিয়মিত চলাচল করে থাকে।

তবে অন্যান্য ট্রেনের থেকে এই ট্রেনটি একটু আলাদা এবং এই ট্রেনটির সপ্তাহে কোনো ছুটি নেই তাই এ টেনের যাত্রীগণ সপ্তাহের প্রতিদিনই চাইলে ভ্রমণ করতে পারেন।

সাধারণত ওই রুটে যে ট্রেনগুলো চলে থাকে তার মধ্যে একতা এক্সপ্রেস হচ্ছে অন্যতম একটি আন্তঃনগর ট্রেন।নিচে একতা এক্সপ্রেস এখন কোথায় বা এর সময়সূচী সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হলোঃ-

★ট্রেন ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছাড়ে সকাল ১০ঃ১০ এ এবং দিনাজপুর পৌঁছাই সন্ধ্যা সাতটার দিকে।

★দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনটি সারে রাত এগারোটার দিকে এবং ঢাকা পৌঁছায় সকাল আটটার দিকে।


একতা এক্সপ্রেস ট্রেন এখন কোথায় বিরতি স্থান এবং সময়সূচী

সাধারণত যারা ট্রেন ভ্রমণ করে থাকেন তাদের জন্য ট্রেনের সঠিক সময় এবং ট্রেনটি কোথায় বিরতি গ্রহণ করে থাকে এসব গুলো জানার অনেক প্রয়োজন হয়ে থাকে। তাই আমরা ট্রেনের সঠিক সময় সহ ট্রেনটি বিরতি স্থানসহ সব বিষয়ে উল্লেখ করিঃ

বিরতি স্টেশন নামঢাকা থেকে (৭০৫)দিনাজপুর থেকে (৭০৬)
বিমান বন্দর১০ঃ৩৭ মিনিট
০৭ঃ২৫ মিনিট
জয়দেব পুর১১ঃ০৫ মিনিট
০৬ঃ৫০ মিনিট
টাঙ্গাইল১২ঃ০৫ মিনিট
০৫ঃ৪৬ মিনিট
বি-বি-পৃর্ব১২ঃ২৭ মিনিট
০৫ঃ২৪ মিনিট
শহীদ এম মনসুর আলী
১৩ঃ০৪ মিনিট
ঈশ্বরদী১৪ঃ২০ মিনিট
নাটোর১৫ঃ১০ মিনিট
০৩ঃ১২ মিনিট
সান্তাহার১৬ঃ০০ মিনিট
০২ঃ১০ মিনিট
আক্কেলপুর১৬ঃ২৫ মিনিট
০১ঃ৩৫ মিনিট
জয়পুরহাট১৬ঃ৫৩ মিনিট
০১ঃ১৮ মিনিট
পাঁচবিবি১৭ঃ০৬ মিনিট
০১ঃ০৬ মিনিট
বিরামপুর১৭ঃ৩৬ মিনিট
০০ঃ৪২ মিনিট
ফুলবাড়ি১৭ঃ৫০ মিনিট
০০ঃ২৮ মিনিট
পার্বতীপুর১৮ঃ১৫ মিনিট
২৩ঃ৫০ মিনিট
চিরিরবন্দর১৮ঃ১৪ মিনিট
২৩ঃ২৯ মিনিট
দিনাজপুর১৯ঃ০০ মিনিট
২৩ঃ০৪ মিনিট
সেতাবগঞ্জ১৯ঃ৩৫ মিনিট
২২ঃ৩২ মিনিট
পীরগঞ্জ১৯ঃ৫১ মিনিট
২২ঃ১৬ মিনিট
ঠাকুরগাঁও২০ঃ১৫ মিনিট
২১ঃ৫১ মিনিট
রুহিয়া২০ঃ৩৩ মিনিট
২১ঃ৩৪ মিনিট
কিস্মত২০ঃ৪০ মিনিট
২১ঃ২৫ মিনিট

একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

ট্রেন ভ্রমণকারীদের জন্য ভাড়ার তালিকা জানাটা খুব দরকার। কেননা সঠিক ভাড়ার তালিকা না জানার ফলে অনেকে ভোগান্তির শিকার হতে পারে তাই অবশ্যই যখন ট্রেন ভ্রমণে যাবেন সেই সম্পর্কে সঠিকভাবে জেনে নিবেন। এই জন্য আমরা এই পোষ্টের মাধ্যমে একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা টেবিল আকারে আপনাদের সাথে উল্লেখ করেছি:

স্টেশনের নামশোভন চেয়ারশোভন চেয়ারপ্রথম বার্থএসি বার্থ
দিনাজপুর৩৬০৪৬০৮৫৫১২৮৫
ফুলবাড়ি৩৩০৩৯৫৭৮৫১১৭৫
বিরামপুর৩২০৩৮৫৭৬৫১১৫০
পাঁচবিবি৩০৫৩৬৫৭৩০১১৯৫
জয়পুরহাট৩০০৩৬০৭১৫১০৭০
আক্কেলপুর২৯০৩৪৫৬৯০১০৩৫
সান্তাহার২৭৫৩৩০৬৬০৯৯০
বি-বি-পৃর্ব১০৫১২৫২৫০৩৭৫
টাঙ্গাইল৯০১০৫২১০৩১৫

একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয়

আপনি যদি একতা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আপনার টিকিট এর প্রয়োজন হবে। কিন্তু অনেকেই জানেন না যে এই এক্সপ্রেস ট্রেনের জন্য টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন।

আপনারা চাইলে এখন একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট খুব সহজেই অনলাইনের মাধ্যমে https://www.esheba.cnsbd.com/ এই ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

আর যদি আপনি অনলাইনে টিকিট ক্রয় করতে না চান তাহলে আপনি ওই রুটে নিকটবর্তী স্টেশনে যাওয়ার মাধ্যমে একতা এক্সপ্রেস এর টিকিট সংগ্রহ করতে পারবেন।


শেষ কথা, আপনারা উপরের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী ট্রেন ভ্রমণ করে ভ্রমণ কে করে তুলুন আকর্ষণীয়। ট্রেন ভ্রমণ বিষয়ক কোন ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

Next Post Previous Post