টেলিটক এসএমএস প্যাক ২০২২(Bd sim offer)

 

টেলিটক এসএমএস প্যাক ২০২২(Bd sim offer)


টেলিটক এসএমএস প্যাক - আমরা যারা টেলিটক এর গ্রাহক রয়েছি তারা অবশ্যই এটা জানি যে এই কোম্পানিটি গ্রাহকদের অন্যান্য সিম কোম্পানির তুলনায় কম মূল্যে দারুন সব অফার প্রদান করে থাকে।

এসএমএস এর ক্ষেত্রেও টেলিটক দিয়ে থাকে নানান অফার। যেহেতু স্টুডেন্টরা এসএমএস বেশি ক্রয় করে থাকে সেহেতু স্টুডেন্ট দের কথা চিন্তা করে টেলিটক বিভিন্ন এসএমএস প্যাক দিয়ে থাকে।

টেলিটক এসএমএস প্যাক ২০২২ নতুন অফারগুলো আজকে আমাদের বলবো। একইসাথে আপনাদের বলবো আপনারা কিভাবে এই এসএমএস প্যাক গুলো একটিভেশন করতে পারবেন কিভাবে সুবিধা ভোগ করবেন বিস্তারিত।

টেলিটক এর অফিসিয়াল তথ্য অনুসারে সংগ্রহ করা সব অফারগুলো আমি নিচে উপস্থাপন করেছি।

টেলিটক এসএমএস প্যাক|| Teletalk SMS Pack 2022


মাত্র ১০ টাকায় ৯৬ এসএমএস

টেলিটক সিমের গ্রাহকরা কম টাকায় পাচ্ছেন এই এসএমএস প্যাকটি। কেবল ১০ টাকায় পেয়ে যাবেন ৯৬ টি এসএমএস। যেটির মেয়াদ থাকবে এসএমএস কেনার পরবর্তী ৫ ঘণ্টা পর্যন্ত। অফারটি পেতে সরাসরি আপনার ফোন থেকে ডায়াল করুন *১১১*১০# নাম্বারে। যাঁরা Emergency SMS Offer নিতে চাচ্ছেন তারা এই প্যাকটি কিনে নিতে পারেন।

আরো দুর্দান্ত অফারগুলো

 

মাত্র ১০ টাকায় ১০০ এসএমএস

টেলিটক এসএমএস প্যাক এর মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয়। সম্প্রতি টেলিটক তার গ্রাহকদের জন্য এই অফারটি প্রকাশ করেছে। টেলিটক এর এই আকর্ষণীয় মেসেজ অফারটি টেলিটকের প্রিপেইড গ্রাহক উপভোগ করতে পারবেন।

তারা প্রত্যেক গ্রাহকের জন্য মাত্র ১০ টাকায় ১০ টি SMS প্যাক প্রদান করেছে।  আপনি যদি এই অফারটি কিনতে চান তবে আপনাকে এই অফারের জন্য USSD কোড ডায়াল করতে হবে। এই অফারটির পেয়ার থাকবে ৫ দিন পর্যন্ত।

অফারটি কিভাবে উপভোগ করবেন?

এই অফারটি কিনতে সরাসরি ডায়াল করুন *১১১*১০# নাম্বারে। অথবা, এসএমএস কিনতে লিখুন – TS এবং পাঠান ১১১ নম্বরে।

অফার এর বিষয়ে বিস্তারিতঃ

এই অফারটির মেয়াদ ৫ দিন।

এই অফারটির মূল্য ১০ টাকা।

যত খুশি ততবার কিনতে পারবেন।

সারাদিন রাত বা যেকোনো সময়ে অফারটি ব্যবহারের উপযোগী।

এই বান্ডেল SMS অফারটি FnF নম্বরগুলিতে প্রযোজ্য নয়৷

ভ্যাট, এসডি এবং এসসি প্রযোজ্য।

মাত্র ৫ টাকায় ২০০ এসএমএস

স্টুডেন্টদের সুবিধার কথা চিন্তা করে টেলিটক মাত্র ৫ টাকায় দিচ্ছে এই দুর্দান্ত Sms Pack টি। টেলিটক প্রিপেইড গ্রাহকরা ৫ টাকায় ২০০ এসএমএস ব্যান্ডেল টি উপভোগ করতে পারবে।

বেশি বেশি এসএমএস এর জন্য এই প্যাকটি কিনতে পারেন। এই অফারটির মেয়াদ থাকবে ৩ দিন পর্যন্ত। অফারটি একটিভ করতে আপনাদের একটি একটিভেশন কোড ডায়াল করতে হবে অথবা আপনারা চাইলে এসএমএস পাঠিয়ে এই দারুন অফারটি উপভোগ করতে পারবেন।

অফারটি কিভাবে উপভোগ করবেন?

সরাসরি অফারটি কিনতে আপনার ফোন থেকে ডায়াল করুন *১১১*৫# নাম্বারে। অথবা এসএমএস পাঠান – BS লিখে এবং পাঠিয়ে দিন ১১১ নম্বরে। আপনার আকর্ষণীয় এসএমএস প্যাকটি সক্রিয় হয়ে যাবে।

অফার এর বিষয়ে বিস্তারিতঃ


টেলিটক এসএমএস প্যাক টির মেয়াদ

৩ দিন পর শেষ হবে।

দুর্দান্ত এই অফারটির দাম মাত্র ৫ টাকা।

আপনি চাইলে এই অফারটি একের অধিকবার ক্রয় করতে পারবেন।

এই অফারটি আপনারা নিজের ইচ্ছেমত যেকোনো সময়ে ব্যবহার করতে পারবেন।

অফারটি এফএনএফ নম্বর গুলিতে প্রযোজ্য নয়৷

অফারটির ভ্যাট, SD এবং SC প্রযোজ্য।

কিভাবে টেলিটক এসএমএস ব্যালান্স চেক করবো? || How Do I Check Teletalk SMS Balance?

আপনার Teletalk SMS Pack এর ব্যালান্স চেক করতে ডায়াল করুন *152#।

আমাদের শেষ কথা

বন্ধুরা এই ছিল আপনাদের জন্য টেলিটক এসএমএস প্যাক ২০২২ অফারগুলো। সকল ধরনের আপডেট অফারগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। Teletalk কতৃক কোনো অফার ঘোষণা করা মাত্র আমরা আমাদের সাইটে পাবলিশ করার চেষ্টা করবো। অফার নিয়ে যেকোনো প্রশ্ন বা মতামত মন্তব্য করে জানাবেন।

আরো দেখুন

টেলিটক ইন্টারনেট অফার ২০২২

টেলিটক বন্ধ সিম অফার ২০২২ 

Next Post Previous Post