জিপি ইন্টারনেট অফার ২০২২ (Bd sim offer)

 

জিপি ইন্টারনেট অফার(Bd sim offer)



জিপি ইন্টারনেট অফার  - গ্রামীণফোন  বা জিপি সিম হলো বাংলাদেশের সর্বপ্রথম সিম অপারেটর যারা গ্রাহক সন্তুষ্টির দিক থেকে বেশ এগিয়ে রয়েছে।

গ্রাহকদের সন্তুষ্টির কথা চিন্তা করে গ্রামীণফোন বিভিন্ন অফার দিয়ে থাকে। তাদের এই নিত্যনতুন অফারের ফলে তাদের গ্রাহকরা সংখ্যা ক্রমশ বাড়ছে।জিপি ইন্টারনেট অফার মানুষের কাছে খুবই আকর্ষণীয়।

তাহলে আপনি কি একজন জিপি সিম এর গ্রাহক? আপনি কি জিপি সিমের ইন্টারনেট অফার জানতে আগ্রহী? তাহলে আজকের আর্টিকেলের সাথেই থাকুন।

নিত্যনতুন জিপি ইন্টারনেট অফার নিয়ে আজকের আর্টিকেলটা।

জিপি ইন্টারনেট অফার


৩৩ টাকা রিচার্জে ৩৪০ এমবি ইন্টারনেট(Gp internet offer)

জিপি ইন্টারনেট অফার এর মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয়। যারা মিনি প্যাক ইন্টারনেট অফার ব্যবহার করেন তারা এই প্যাকটি কিনে নিতে পারেন। জিপি সিমের গ্রাহকরা এই অফারটি কিনে নিতে সরাসরি ডায়াল করুন *১২১*৩০৩৮# নাম্বারে। এই অফারটির মেয়াদ থাকবে ৩ দিন পর্যন্ত। একাধিক বার নিতে পারবেন।


৮৯ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট

জিপি ইন্টারনেট অফার এর মধ্যে এই অফারটি খুবই ভালো। এক সপ্তাহ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই অফারটি। ৮৯ টাকা রিচার্জে পেয়ে যাচ্ছেন ১ জিবি ডাটা। আপনি যদি শুধুমাত্র ফেসবুক ব্যবহার করার জন্য ডাটা কিনে থাকেন তাহলে এই প্যাকটি নিতে পারেন। অফারটি এক্টিভ করতে ডায়াল করুন *১২১*৩০৫৬# নাম্বারে অথবা রিচার্জ করুন ৮৯ টাকা। এই অফারটি ৭ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

৬৭ টাকা রিচার্জে ৩ জিবি ইন্টারনেট

যাদের বেশি ইন্টারনেটের প্রয়োজন হয় তারা এই প্যাকটি নিতে পারেন। মাত্র ৬৭ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন ৩ জিবি ডাটা প্যাক। প্যাকটি এক্টিভ করতে *১২১*৩২৮২# ডায়াল করুন আপনার ফোন থেকে। অফারটির মেয়াদ থাকবে ৩ দিন পর্যন্ত। এই প্যাকটি কেনার পর এর ব্যালান্স চেক করতে *১২১*১*৪# ডায়াল করুন।

১১৪ টাকা রিচার্জে ৫ জিবি ইন্টারনেট

নিশ্চিন্তে পুরো সপ্তাহ ইন্টারনেট ব্যবহার করার জন্য প্যাকটি ক্রয় করতে পারেন। ১১৪ টাকায় ৫ জিবি ডাটা প্যাকটি ক্রয় করতে রিচার্জ করুন ১১৪ টাকা। ১১৪ টাকা রিচার্জ করা মাত্র এই অফারটি এক্টিভ হয়ে যাবে অথবা ডায়াল করতে পারেন *১২১*৩৩৪৪#। অফারটি ৭ দিন পর্যন্ত ব্যবহারের উপযোগী।

৪৯৯ টাকা রিচার্জে ২০ জিবি ইন্টারনেট

জিপি ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি খুবই আকর্ষণীয়। পুরো মাস নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারেন এই প্যাকটি নিয়ে। জিপি সিমের গ্রাহকরা ২০ জিবি প্যাকটি নিতে ডায়াল করুন *১২১*৩৪৩৫# নাম্বারে। অথবা ৪৯৯ টাকা রিচার্জ করলে অফারটি সক্রিয় হবে। এই ইন্টারনেট অফারটির মেয়াদ ৩০ দিন পর্যন্ত।

জিপি এসএমএস কেনার কোড (gp internet offer 2022)

৬৪৯ টাকায় ২৫ জিবি ৩০ দিনের জন্য, ডায়াল *121*3393#।

৪৯৮ টাকায় ১৫ জিবি ৩০ দিনের জন্য, ডায়াল *121*3459#।

২৯৯ টাকায় ৫ জিবি ৩০ দিনের জন্য, ডায়াল *121*3458#।

২৮৯ টাকায় ৩ জিবি ৩০ দিনের জন্য, ডায়াল *121*3391#।

১২৮ টাকায় ৮ জিবি ৭ দিনের জন্য, ডায়াল *121*3300#।

৯৮ টাকায় ২ জিবি ৭ দিনের জন্য, ডায়াল *121*3322#।

১৯৮ টাকায় ১২ জিবি ৭ দিনের জন্য, ডায়াল *121*3133#।

১৪৮ টাকায় ৮ জিবি ৭ দিনের জন্য, ডায়াল *121*3262#।

১১৪ টাকায় ৫ জিবি ৭ দিনের জন্য, ডায়াল *121*3344#।

৭৭ টাকায় ১ জিবি ৭ দিনের জন্য, ডায়াল *121*3056#।

১২৪ টাকায় ৬ জিবি ৭ দিনের জন্য, ডায়াল *121*3434#।

৪৯৪ টাকায় ২ জিবি+৬০০ মিনিট ৩০ দিনের জন্য, ডায়াল *121*3447#।

৫৯৯ টাকায় ১০ জিবি+৩০০ মিনিট ৩০ দিনের জন্য, ডায়াল *121*3448#।

৯৯৭ টাকায় ৬ জিবি+১২০০ মিনিট ৩০ দিনের জন্য, ডায়াল *121*3449#।

৯৮৯ টাকায় ২৫ জিবি+৬০০ মিনিট ৩০ দিনের জন্য, ডায়াল *121*3450#।

৪৯৯ টাকায় ২০ জিবি ৩০ দিনের জন্য, ডায়াল *121*3435#।

৯৯৯ টাকায় ৬০ জিবি ৩০ দিনের জন্য, ডায়াল *121*3436#।

১৪৯৯ টাকায় ১০০ জিবি ৩০ দিনের জন্য, ডায়াল *121*3437#।

১৯৯৯ টাকায় ২০০ জিবি ৩০ দিনের জন্য, ডায়াল *121*3438#।

আমাদের শেষ কথা

বন্ধুরা আজকে আমরা দারুন সব জিপি ইন্টারনেট অফার গুলো জেনে নিলাম। আশা করছি এখান থেকে আপনি আপনার পছন্দের জিপি অফারটি বেছে নিতে পারবেন।  

বিভিন্ন সিম এর নিত্যনতুন অফার এর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইন্টারনেট প্যাক এক্টিভেশন এর ক্ষেত্রে কোনো অসুবিধা হলে মন্তব্য করে জানাবেন।


আরো দেখুন

টেলিটক ইন্টারনেট অফার ২০২২

টেলিটক এসএমএস প্যাক ২০২২ 

Next Post Previous Post