Banglalink mb offer 2022।বাংলালিংক এমবি অফার ২০২২
বাংলালিংক এমবি অফার সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। এই আর্টিকেলে আমি বাংলালিংক ইন্টারনেট অফারগুলো আপনাদের সাথে শেয়ার করবো।
ইন্টারনেট স্পিড এর দিক থেকে বাংলালিংক সবসময় তাদের গ্রাহকদের মন জয় করে আসছে এবং তারা সময়ে সময়ে গ্রাহকদের জন্য নানান অফার দিয়ে থাকে। গ্রাহকরাও তাদের অফারগুলো উপভোগ করে বেশ সন্তুষ্ট।
তাহলে চলুন বাংলালিংক ইন্টারনেট অফার এর বিষয়ে বিস্তারিত জেনে নেই।
বাংলালিংক এমবি অফার ২০২২।Banglalink MB Offer 2022
৮৯ টাকা রিচার্জে ২ জিবি ইন্টারনেট
বাংলালিংক তার গ্রাহকদের ২১ সালের পর থেকে ৮৯ টাকায় ২ জিবি ইন্টারনেট সেবা প্রদান করে আসছে, যদিও আগে ছিল ৮৯ টাকায় কেবল ১ জিবি ডাটা। তবে এমন বাড়ানো হয়েছে ১ জিবি। এই অফার এর মেয়াদ থাকবে পুরো এক মাস পর্যন্ত, অফারটি সক্রিয় করতে ৮৯ টাকা রিচার্জ করুন।১১৪ টাকা রিচার্জে ৫ জিবি ইন্টারনেট
বাংলালিংক সিমের গ্রাহকরা ১১৪ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন ১০ জিবি ইন্টারনেট। যদিও আগে ১১৪ টাকায় গ্রাহকরা পেতো কেবল ৫ জিবি ডাটা। কিন্তু এখন অফার ডবল করে দেওয়া হয়েছে। ৭ দিন মেয়াদী এই ডাটা অফারটির ২ জিবি থাকবে ৪ জি আর বাকি ৮ জিবি হচ্ছে রেগুলার। পুরো সপ্তাহ নিশ্চিন্তে ব্যবহার করতে এই অফারটি কিনে নিতে পারেন, ১১৪ টাকা রিচার্জ করলে অফারটি এক্টিভ হয়ে যাবে।১২৯ টাকা রিচার্জে ১৪ জিবি ইন্টারনেট
যাদের বেশি ইন্টারনেট ওর প্রয়োজন তারা এই অফারটি কিনে নিতে পারেন। কেবল ১২৯ টাকার বিনিময়ে পেয়ে যাবেন ১৪ জিবি ডাটা, যার মধ্যে ১০ জিবি হচ্ছে রেগুলার, ৩ জিবি ৪ জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং বাকি ১ জিবি হচ্ছে টফি। অফারটির মেয়াদকাল ৭ দিন, ১২৯ টাকা রিচার্জ করলে অফারটি এক্টিভ হয়ে যাবে।১৬৯ টাকা রিচার্জে ১৮ জিবি ইন্টারনেট
যাদের প্রতিদিনই বেশি বেশি ডাটা প্রয়োজন হয় তাদের জন্য এই অফারটি। ৭ দিনের জন্য ১৬৯ টাকায় পেয়ে যাবেন ১৮ জিবি ইন্টারনেট সেবা। অফারটি পেতে রিচার্জ করুন ১৬৯ টাকা, অফারটির মেয়াদ থাকবে ৭ দিন পর্যন্ত।আরো বাংলালিংক এমবি অফার গুলো
চলুন নিচে সাপ্তাহিক এবং মাসিক মেয়াদি বাংলালিংক ইন্টারনেট অফার গুলো একনজরে জেনে নেই।
বাংলালিংক মাসিক মেয়াদি এমবি অফার
২০৯ টাকা রিচার্জে ২.৫ জিবি ডাটা ৩০ দিনের জন্য, পেতে ডায়াল *121*299#।২৯৯ টাকায় ৬ জিবি ডাটা ৩০ দিন মেয়াদি, পেতে ডায়াল *121*299#।
৪৬ টাকায় ৫ জিবি ৩০ দিনের জন্য, পেতে ডায়াল *121*46#।
৪৯৯ টাকায় ৪০ জিবি ডাটা ৩০ দিন মেয়াদি, পেতে ডায়াল *121*499#।
৩০০ টাকায় ৫০ জিবি ৩০ দিনের জন্য, পেতে ডায়াল *5000*300#।
৯৬ টাকায় ১৫ জিবি ৩০ দিন মেয়াদি, পেতে ডায়াল *5000*396#।
২৪৯ টাকায় ৩ জিবি ৩০ দিন মেয়াদি, পেতে ডায়াল *121*249#।
৩৯৯ টাকায় ১২ জিবি ডাটা ৩০ দিন মেয়াদি, পেতে ডায়াল *121*399#।
৬৯৯ টাকায় ৪৫ জিবি ইন্টারনেট ৩০ দিনের জন্য, ডায়াল *121*699#।
৯৯৯ টাকায় ৫৫ জিবি ইন্টারনেট ৩০ দিনের জন্য, ডায়াল *121*999#।
বাংলালিংক ইন্টারনেট অফার ২০২২
১৪৯ টাকায় ২০ জিবি ডাটা ৭ দিন মেয়াদি, ডায়াল *121*149#।
১২৯ টাকায় ১০ জিবি ডাটা ৭ দিনের জন্য, ডায়াল *121*129#।
১১৪ টাকায় ৭ জিবি ইন্টারনেট ৭ দিনের জন্য, ডায়াল *121*114#।
১০৮ টাকায় ৪ জিবি ডাটা ৭ দিনের জন্য, ডায়াল *121*108#।
৯৯ টাকায় ২ জিবি ইন্টারনেট ৭ দিনের জন্য, ডায়াল *121*99#।
৫০ টাকায় ২ জিবি ডাটা ৭ দিনের জন্য, ডায়াল *5000*50#।
৪২ টাকায় ৫০০ এমবি ডাটা ৭ দিনের জন্য, ডায়াল *121*42#।
১৬ টাকায় ১ জিবি ডাটা ৭ দিনের জন্য, ডায়াল *121*16#।
১৩ টাকায় ৭৫ এমবি ডাটা ৪ দিনের জন্য, ডায়াল *121*13#।
৯ টাকায় ১ জিবি ডাটা ৪ দিন মেয়াদি, ডায়াল *121*309#।
৭৩ টাকায় ৫.৫ জিবি ডাটা ৩ দিন মেয়াদি, ডায়াল *121*73#।
৬৪ টাকায় ৪ জিবি ৩ দিনের জন্য, ডায়াল *121*64#।
৫৮ টাকায় ৩ জিবি ৩ দিনের জন্য, ডায়াল *121*58#।
৪৯ টাকায় ২ জিবি ৩ দিনের জন্য, ডায়াল *121*49#।
৪১ টাকায় ১.৫ জিবি ৩ দিনের জন্য, ডায়াল *121*41#।
৩৬ টাকায় ১ জিবি ৩ দিনের জন্য, ডায়াল *121*36#।
২৩ টাকায় ৫১২ এমবি ৩ দিনের জন্য, ডায়াল *121*23#।
১৮ টাকায় ২০০ এমবি ডাটা ৩ দিনের জন্য, পেতে ডায়াল *121*18#।
শেষ কথা
এই ছিল আপনাদের জন্য দারুন সব বাংলালিংক এমবি অফার। এমন সব সিমর অফার পেতে আমাদের সাথেই থাকুন, আমরা আমাদের ব্লগে প্রতিনিয়ত এসব অফার শেয়ার করে থাকি।