সুপারি ব্যবসা যেভাবে শুরু করবেন(New bussiness ideas)

 

সুপারি ব্যবসা যেভাবে শুরু করবেন(New bussiness ideas)

বাংলাদেশের মানুষ পান খেতে অনেক পছন্দ করে থাকে।আর যে দেশে পানের চাহিদা থাকবে সে দেশে সুপারি চাহিদা তো থাকবেই।আপনারা চাইলে এই সুযোগটাকে কাজে লাগানোর মাধ্যমে সুপারি ব্যবসা শুরু করতে পারেন।


বর্তমান সময়ে সুপারির ব্যবসা লাভজনক একটি ব্যবসা পদ্ধতি তে পরিণত হয়েছে।আপনারা চাইলে খুব সহজেই কিছু টাকা ইনভেস্ট করার মাধ্যমে সুপারির ব্যবসা শুরু করতে পারেন এবং এই ব্যবসা শুরু করার মাধ্যমে আপনার নিজের ব্যবসায়ীক ক্যারিয়ার গড়তে পারেন।


আজকের আর্টিকেলে আমাদের মূল আলোচনা থাকবে আপনারা সুপারি ব্যবসা কিভাবে শুরু করবেন and সুপারির ব্যবসায় লাভ কেমন সেই সম্পর্কে।


তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সুপারির ব্যবসা করার নিয়মঃ


সুপারি ব্যবসা কেন করবেন 


আমাদের দেশের বিভিন্ন ধরনের সুপারি পাওয়া যায়।একেক জন মূলত একেক ধরনের সুপারি পছন্দ করে থাকেন।


তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সুপারির চাহিদাটা ঠিক কতটা।

আপনি সুপারি ব্যবসা এর জন্যই করবেন because এই ব্যবসার মাধ্যমে আপনি খুব কম ঝুঁকি ছাড়া ভালো টাকা লাভ করতে পারবেন। 


আপনাকে এই ব্যবসা করার জন্য সুপারির বড় পাইকারি বাজার থেকে সুপারি নিয়ে আসতে হবে and আপনার এলাকায় স্বল্পদামে দোকানদারদের কাছে বিক্রি করতে হবে। 


আপনি এই ক্ষেত্রে যত বেশি বিক্রি করতে পারবেন আপনার লাভের পরিমাণ ততো বেশি বৃদ্ধি পাবে।

তাহলে এতক্ষণে অবশ্যই বুঝে গিয়েছেন যে সুপারির ব্যবসা কেন করবেন।আপনি চাইলে এইকারনে সুপারি ব্যবসা শুরু করতে পারেন। 


সুপারের ব্যবসায় লাভ কেমন 


বর্তমানে সুপারি ব্যবসা করার মাধ্যমে ভালো লাভ করা যাচ্ছে। তবে লাভের বিষয়টা এখানে অনেক ক্ষেত্রে নির্ভর করে থাকে।


এক্ষেত্রে আপনি কত সুপারি কিনছেন এবং সুপারিরর ব্যবসাটা কিভাবে করেছেন আরও অনেক বিষয় আছে যার উপর লাভের পরিমাণ নির্ভর করে থাকে।


তবে আপনার যদি সঠিক পদ্ধতিতে সুপারির ব্যবসা করতে পারেন অবশ্যই আপনি এ ব্যবসায় ভালো লাভ করতে পারবেন। 


আপনি যদি সরাসরি কোনো বড় পাইকারি সুপারির হাট থেকে সবারে কিনে নিয়ে এসে আপনার এলাকায় বিক্রি করেন তাহলে আপনি এক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন।


আপনি যদি অন্যভাবে সুপারি কাটিং এর ব্যবসা করেন তাহলে আপনি যত টাকা ইনভেস্ট করবেন আপনি লাভের পরিমাণ টা ততবেশি বাড়াতে পারবেন।


তাহলে আপনারা অবশ্যই বলতে পারছেন যে সুপারি ব্যবসা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই এই ব্যবসা করার মাধ্যমে আপনি ভাল টাকা লাভ করতে পারবেন।

সুপারির ব্যবসা আইডিয়া (betel nut business plan)


আপনারা চাইলে এই ব্যবসাটি বিভিন্নভাবে করতে পারেন এবং লাভবান হতে পারেন। অনেক ব্যবসায়ী ভিন্ন ভিন্নভাবে এই ব্যবসা ভিন্ন পদ্ধতিতে করে থাকেন।


আপনারা যেভাবে সুপারি ব্যবসা শুরু করবেন সেই সম্পর্কে কিছু ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে আমি এবার নিচে বলবো।


তাই আপনারা যদি ব্যবসাটি করতে চান তাহলে এভাবে খুব সুন্দর করে এই ব্যবসাটি শুরু করতে পারেন।


সুপারির পাইকারি ব্যবসা(betel nut business in bangladesh)


আপনারা চাইলে সরাসরি সুপারির পাইকারি ব্যবসা করার মাধ্যমে এই ব্যবসাটি শুরু করতে পারেন।


আপনাকে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুপারি আমাদের দেশের বড় বড় সুপারির পাইকারি হাট গুলো থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে।


তারপর আপনি চাইলে সেগুলো কেটে বাজারজাতকরণ করতে পারেন এবং এখান থেকে আপনি ভালো টাকা লাভ করতে পারেন।


আপনি এক্ষেত্রে যত সুপারি বাজারজাত করন করতে পারবেন আপনার লাভের পরিমাণ টা ততই বাড়বে।


অনেকে এই পদ্ধতিতে সুপারির ব্যবসা করে প্রতিদিন হালো মুনাফা অর্জন করছে এই সুপারি ব্যবসার মাধ্যমে। 


তাই তারা যদি পারে আপনিও পারবেন এই পদ্ধতিতে ব্যবসা করে ভালো টাকা লাভ করতে।

তাই আপনি যদি সুপারি ব্যবসা করতে চান তাহলে এভাবে ব্যবসা শুরু করতে পারেন।

সুপারির কাটিং ব্যবসা 


আপনি যদি সুপারি ব্যবসা করতে চান তাহলে সুপারের কাটিং ব্যবসা এটি আপনি শুরু করতে পারেন। 


আপনাকে এই পদ্ধতিতে শুধু পাইকারিভাবে সুপারি বাজার থেকে কিনে নিয়ে এসে সুপারি কাটিং করে আবার বাজারজাতকরণ করতে হবে।


তবে আপনাকে সুপারির কাটিং ব্যবসা করতে হলে অবশ্যই এর জন্য মেশিন লাগবে যাতে করে আপনি সুপারি কাটবেন। 


আপনি যদি সুপারি কাটিং ব্যবসাটি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই এই ব্যবসা করার মাধ্যমে আপনি সুপারির ব্যবসা ভালো লাভ করতে পারবেন।


তাই আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এই ব্যবসাটি করতে পারেন আপনার জন্য এটি হতে পারে দারুন একটি লাভজনক ব্যবসা। 

সুপারি কোথায় পাওয়া যায়


আপনারা যারা সুপারি ব্যবসা করতে চান তাদের এই প্রশ্নটা থেকে থাকেন যে সুপারি কোথা থেকে পাব।

আর এই প্রশ্নটা স্বাভাবিকই কোন ব্যবসা করার আগে। তাহলে চলুন জেনে নেয়া যাক বাংলাদেশ বড় কয়েকটি সুপারি বাজার এর নাম:


সুপারির পাইকারি বাজার


সুপারির পাইকারি বাজার ঢাকা 


আপনারা যারা সুপারি ব্যবসা করতে চান তারা সরাসরি ঢাকা থেকে সুপারি পাইকারি দামে কিনে নিয়ে আসতে পারেন।


ঢাকায় অনেক সুপারির হাট রয়েছে যেখান থেকে আপনি সুপারির পাইকারি দামে স্বল্প মূল্যে পাবেন।


আপনি সেখান থেকে সুপারি কিনে নিয়ে এসে আপনার এলাকায় এসে বিক্রি করতে পারেন এবং ভালো টাকা লাভ করতে পারেন।


তাই আপনি যদি সুপারি ব্যবসা শুরু করতে চান তাহলে সরাসরি ঢাকা থেকে সুপারি কিনে নিয়ে আসতে পারেন।


লক্ষ্মীপুর সুপারির পাইকারি বাজার 


সারা বাংলাদেশের মধ্যে লক্ষ্মীপুরে প্রচুর পরিমাণে সুপারি উৎপাদন হয়ে থাকে এবং এই এলাকায় সুপারির দাম অনেক কম।


এখানে আপনি বিভিন্ন ধরনের সুপারি পেয়ে যাবেন আপনার ব্যবসার জন্য। তাই আপনি যদি সুপারির ব্যবসা করতে চান তাহলে সরাসরি লক্ষীপুর থেকে সুপারি সংগ্রহ করে নিয়ে আসতে পারেন।

তারপর আপনার এলাকার হাটে এসে বিক্রি করতে পারেন এবং ভালো লাভ করতে পারেন।


বাগেরহাট সুপারি পাইকারি বাজার 


সুপারির যত হাট রয়েছে তার মধ্যে বাংলাদেশের বাগেরহাট হচ্ছে সুপারি উৎপাদনের সবচেয়ে দারুন একটি জায়গা।


আপনারা চাইলে সরাসরি বাগেরহাট থেকে সুপারি পাইকারি দামে কিনে নিয়ে এসে আপনার এলাকায় বিক্রি করতে পারেন। 


আপনি এখান থেকে স্বল্প দামে সুপারি কিনতে পারবেন and এখানকার সুপারি অনেক ভালমানের হয়ে থাকে। 


তাই আপনি যদি সুপারির ব্যবসা করতে চান তাহলে বাগেরহাট সুপারি পাইকারি বাজার থেকে সুপারি নিয়ে আসতে পারেন। 

আমাদের শেষ কথা 


আশা করি আপনারা যারা সুপারি ব্যবসা শুরু করতে চেয়ে ছিলেন তারা আজকের এই আর্টিকেলটা সম্পূর্ণ পড়ার পর কিভাবে আপনারা এই ব্যবসা শুরু করবেন।


তারপরের যদি এই ব্যবসা সম্পর্কে আপনাদের আর কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।


আর আমাদের এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

 

আরো দেখুন

 স্টক মালের সেরা দশটি লাভজনক ব্যবসা 

 মাছের পাইকারি ব্যবসা করার নিয়ম 

কাগজের ব্যবসা করার নিয়ম 

Post a Comment (0)
Previous Post Next Post